বলাগড় (হুগলি), 18 জুন : পেট্রোল-ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানাতে ব্যাটারিচালিত টোটো কিনে ফেললেন বিধায়ক ! আর সেই টোটো চালিয়েই মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছেন তিনি ৷ শুনছেন তাঁদের অভাব, অভিযোগ ৷ বিধায়কের এমন উদ্যোগে খুশি আমজনতাও ৷ জন প্রতিনিধিকে সামনে পেয়ে নিজেদের প্রয়োজনের কথা খোলা মনে জানাচ্ছেন তাঁরা ৷
একুশের নির্বাচনী লড়াইয়ে নেমে হুগলির বলাগড় বিধানসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের মনোরঞ্জন ব্যাপারী ৷ এক কালে তিনি ছিলেন রিকশাওয়ালা ! তাই খেটে খাওয়া মানুষের দুর্দশা অজানা নয় তাঁর ৷ বিধায়ক হওয়ার পরও মাটির কাছাকাছিই থাকতে চান মনোরঞ্জন ৷ তিনি চান, মানুষ তাঁকে সরাসরি নিজের চাহিদা জানাক ৷ তারপর সাধ্য মতো মানুষের দাবি মেটানোর চেষ্টা করবেন তিনি ৷
কিন্তু মানুষের দোরে পৌঁছতে গেলে বাহন তো লাগবেই ৷ এদিকে, পেট্রোপণ্যের দাম দিন দিন বাড়ছে ৷ তাতে গাড়ির খরচ চালানো একটা বড় ব্য়াপার ৷ তাই জ্বালানি তেলের খরচ বাঁচাতে একটা টোটোই কিনে ফেলেছেন মনোরঞ্জন ৷ এটা তাঁর প্রতিবাদের ভাষাও বটে ৷ মনোরঞ্জন বলেন, যেভাবে তেলের দাম বাড়ছে তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠে যাচ্ছে ৷ এর জন্য কেন্দ্রীয় সরকারকেই দায়ী করেছেন তিনি ৷ তাদের কটাক্ষ করেছেন ‘বেনিয়ার সরকার’ বলে ৷
আরও পড়ুন : খানাকুলে বজ্রাঘাতে মৃতের পরিবারের হাতে 2 লাখ টাকার চেক তুলে দিলেন শুভেন্দু
পেট্রোপণ্যের মূলবৃদ্ধি নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়িয়েছে তৃণমূল কংগ্রেসও ৷ মনোরঞ্জন সেই দলেরই প্রতিনিধি ৷ তবে কেন্দ্র বা বিজেপির বিরোধিতায় এবং পেট্রোপণ্য়ের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তাঁর অভিনব উদ্যোগ নজর কেড়েছে সব মহলের ৷ বিধায়কের এমন আচরণে খুশি হয়েছেন স্থানীয়রাও ৷ জনপ্রতিনিধিকে এভাবে নাগালের মধ্যে পেতে অভ্যস্থ নন তাঁরা ৷ তবে এই বদল ভালো লেগেছে এলাকাবাসীর ৷