ETV Bharat / state

Durga Puja : ছোট থেকেই গড়েন প্রতিমা, নিষ্ঠায় ভর করে নিজেই পুজো করেন বৈদ্যবাটির কলেজ পড়ুয়া - Baidyabati

ছেলেবেলা থেকেই প্রতিমা তৈরি করছেন কলেজ পড়ুয়া সৌগত ৷ যত বড় হয়েছে প্রতিমার আকারও বড় হতে থেকেছে ৷ পুজোও করেন নিজেই ৷ পুজোর পাঠ নিয়েছেন স্থানীয় এক টোলের পণ্ডিতের কাছ থেকে ৷ বৈদ্যবাটির সৌগত ধোলের এই পুজো নিয়ে পরিবার তো বটেই, পাড়া-প্রতিবেশীরাও খুব উৎসাহী ৷

Durga Puja
Durga Puja
author img

By

Published : Oct 14, 2021, 12:12 PM IST

বৈদ্যবাটি, 14 অক্টোবর : মাত্র আট বছর বয়স থেকে প্রতিমা তৈরি করা শুরু ৷ নিজেই পুজো করেন ৷ বৈদ্যবাটির কলেজ পড়ুয়া সৌগত ধোলের মন্ত্রশিক্ষার পাঠ নেই ৷ মূর্তি তৈরির কাজও শেখেননি কারও থেকে ৷ ভক্তি ও নিষ্ঠায় ভর করে নিজে নিজেই আয়োজন করে ফেলেছেন আস্ত একটি দুর্গাপুজোর ৷ প্রথম দিকে ছোটো ঠাকুর বানাতেন । এবছর রীতিমতো একচালার প্রতিমা বানিয়েছেন রিষড়া বিধান কলেজ থেকে বাণিজ্যে স্নাতক সৌগত ।

দেবকুমার এবং মণিকা ধোলের একমাত্র ছেলে সৌগত । দেবকুমারের দুধ-পনিরের ব্যবসা । বাড়িতে গোটা কুড়ি গরু আছে ৷ তা দিয়েই সংসার চলে । বাবার কাজে সাহায্য করে সৌগত । ভাল পনির বানাতে পারেন । তার সঙ্গেই ভাল ঠাকুরও তৈরি করেন । বৈদ্যবাটি চকগোয়ালা পাড়ায় দুর্গাপুজো হয় । সেই ঠাকুর পাড়াতেই তৈরি হতো । খুব ছোট বয়সে থেকেই সৌগত সেই ঠাকুর তৈরি দেখে নিজেই কাদা দিয়ে ঠাকুর তৈরি করতে থাকে । একটু বড় হওয়ার পর ঠাকুর তৈরি করে বাবা-মায়ের কাছে জানতে চাইত তা কেমন হয়েছে ৷ ভাল না হলে ভেঙে ফেলে আবার নতুন করে তৈরি করত । এইভাবে বছর বছর সে নিজেই দুর্গা ঠাকুর তৈরি করে নিজেই পুজো করতে থাকে । সৌগত বলছেন, "মা দুর্গার রূপ অতসী পুষ্পের রঙের এর এবং চোখ টানা টানা ৷ সেই কারণেই হলুদ রঙের একচালা আদি মূর্তিতেই মাকে পুজো করে আসছি ।"

দুর্গাপুজোর অনেক নিয়ম, উপাচার রয়েছে । স্বাভাবিক ভাবেই সেগুলো সৌগত জানত না । পাড়ার বারোয়ারি পুজো খুব মনোযোগ দিয়ে দেখত । পাশাপাশি নিজেও পুজো করত ৷ অব্রাহ্মণ হয়েও কী করে পুজো করছে তা নিয়ে পাড়ায় একটু-আধটু চর্চা শুরু হয় ৷ তখন সৌগতর বাবা পুরোহিত ডেকে পুজো করানোর কথা বলেন । তখনই বৈদ্যবাটির এক টোলের পণ্ডিত নবকুমার ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করে সৌগত ৷ পণ্ডিত মশাই উপদেশ দেন, পুজো করতে গেলে শুধু ব্রাহ্মণ হতে হবে এমন কোনও মানে নেই । মা দুর্গার প্রতি নিষ্ঠা এবং শ্রদ্ধা থাকলে যে কেউ পুজো করতে পারে । শ্রদ্ধা ও ভক্তি ভরে একটা ফুল দিয়ে পুজো দিলেও মা সন্তুষ্ট হন । পরে ওই পণ্ডিতই সৌগতকে দুর্গাপুজোর নিয়ম শিখিয়ে দেন ।

স্থানীয় এক পণ্ডিতের থেকে দুর্গাপুজোর পাঠ নিয়েছেন সৌগত

সৌগত বলছেন, "ছোটবেলায় ঠাকুর তৈরি করি ৷ তবে পুজো করা আমি কোনও দিন শিখিনি । নবকুমার চট্টোপাধ্যায় আমাকে দুর্গাপুজার নিয়ম-কানুন শিখিয়েছেন । এটুকুই আমার শেখা । মা দুর্গার সবার দেবী । বৈশ্য-শূদ্র সকলেই পুজো করতে পারে । কিন্তু যেহেতু আমরা ব্রাহ্মণ নই, তাই আমি অন্য কারও বাড়িতে গিয়ে পুজো করতে পারব না । নিজের পুজো নিজে করা যায় । কালিকা পুরাণ মতে এই পুজো করি । চাল বাদে ময়দা-সুজির ভোগ দেওয়া হয় আমার দুর্গাকে ।"

আচার মেনেই ধোলে বাড়ির বারন্দায় দুর্গাপুজো হচ্ছে ৷ ত্রিপল খাটিয়ে হয়েছে প্যান্ডেল । বোধন থেকে বিসর্জন, কালিকা পুরাণ পাঠ করে সব রীতি মেনে পুজো করে সৌগত নিজেই । পুজোর ক'টা দিন ধোলে বাড়িতে নিরামিষ খাওয়া-দাওয়া হয় । দশমীর দিন পাড়ার সবার জন্য হয় খিচুড়ি ভোগ । সৌগতর বয়সী ছেলেরা আড্ডা মারে ঘুরতে যায় কিন্তু সৌগত ব্যতিক্রম । ছেলের এই আধ্যাত্মিক ভাবে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটান না বাড়ির বড়রা । কাকা-কাকিমা, পিসি, ঠাকুমা সবাই সৌগতকে উৎসাহ দেন ।

আরও পড়ুন : Durga Puja : সন্ধিপুজোর মধ্যে দিয়ে শুরু নবমী

বৈদ্যবাটি, 14 অক্টোবর : মাত্র আট বছর বয়স থেকে প্রতিমা তৈরি করা শুরু ৷ নিজেই পুজো করেন ৷ বৈদ্যবাটির কলেজ পড়ুয়া সৌগত ধোলের মন্ত্রশিক্ষার পাঠ নেই ৷ মূর্তি তৈরির কাজও শেখেননি কারও থেকে ৷ ভক্তি ও নিষ্ঠায় ভর করে নিজে নিজেই আয়োজন করে ফেলেছেন আস্ত একটি দুর্গাপুজোর ৷ প্রথম দিকে ছোটো ঠাকুর বানাতেন । এবছর রীতিমতো একচালার প্রতিমা বানিয়েছেন রিষড়া বিধান কলেজ থেকে বাণিজ্যে স্নাতক সৌগত ।

দেবকুমার এবং মণিকা ধোলের একমাত্র ছেলে সৌগত । দেবকুমারের দুধ-পনিরের ব্যবসা । বাড়িতে গোটা কুড়ি গরু আছে ৷ তা দিয়েই সংসার চলে । বাবার কাজে সাহায্য করে সৌগত । ভাল পনির বানাতে পারেন । তার সঙ্গেই ভাল ঠাকুরও তৈরি করেন । বৈদ্যবাটি চকগোয়ালা পাড়ায় দুর্গাপুজো হয় । সেই ঠাকুর পাড়াতেই তৈরি হতো । খুব ছোট বয়সে থেকেই সৌগত সেই ঠাকুর তৈরি দেখে নিজেই কাদা দিয়ে ঠাকুর তৈরি করতে থাকে । একটু বড় হওয়ার পর ঠাকুর তৈরি করে বাবা-মায়ের কাছে জানতে চাইত তা কেমন হয়েছে ৷ ভাল না হলে ভেঙে ফেলে আবার নতুন করে তৈরি করত । এইভাবে বছর বছর সে নিজেই দুর্গা ঠাকুর তৈরি করে নিজেই পুজো করতে থাকে । সৌগত বলছেন, "মা দুর্গার রূপ অতসী পুষ্পের রঙের এর এবং চোখ টানা টানা ৷ সেই কারণেই হলুদ রঙের একচালা আদি মূর্তিতেই মাকে পুজো করে আসছি ।"

দুর্গাপুজোর অনেক নিয়ম, উপাচার রয়েছে । স্বাভাবিক ভাবেই সেগুলো সৌগত জানত না । পাড়ার বারোয়ারি পুজো খুব মনোযোগ দিয়ে দেখত । পাশাপাশি নিজেও পুজো করত ৷ অব্রাহ্মণ হয়েও কী করে পুজো করছে তা নিয়ে পাড়ায় একটু-আধটু চর্চা শুরু হয় ৷ তখন সৌগতর বাবা পুরোহিত ডেকে পুজো করানোর কথা বলেন । তখনই বৈদ্যবাটির এক টোলের পণ্ডিত নবকুমার ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করে সৌগত ৷ পণ্ডিত মশাই উপদেশ দেন, পুজো করতে গেলে শুধু ব্রাহ্মণ হতে হবে এমন কোনও মানে নেই । মা দুর্গার প্রতি নিষ্ঠা এবং শ্রদ্ধা থাকলে যে কেউ পুজো করতে পারে । শ্রদ্ধা ও ভক্তি ভরে একটা ফুল দিয়ে পুজো দিলেও মা সন্তুষ্ট হন । পরে ওই পণ্ডিতই সৌগতকে দুর্গাপুজোর নিয়ম শিখিয়ে দেন ।

স্থানীয় এক পণ্ডিতের থেকে দুর্গাপুজোর পাঠ নিয়েছেন সৌগত

সৌগত বলছেন, "ছোটবেলায় ঠাকুর তৈরি করি ৷ তবে পুজো করা আমি কোনও দিন শিখিনি । নবকুমার চট্টোপাধ্যায় আমাকে দুর্গাপুজার নিয়ম-কানুন শিখিয়েছেন । এটুকুই আমার শেখা । মা দুর্গার সবার দেবী । বৈশ্য-শূদ্র সকলেই পুজো করতে পারে । কিন্তু যেহেতু আমরা ব্রাহ্মণ নই, তাই আমি অন্য কারও বাড়িতে গিয়ে পুজো করতে পারব না । নিজের পুজো নিজে করা যায় । কালিকা পুরাণ মতে এই পুজো করি । চাল বাদে ময়দা-সুজির ভোগ দেওয়া হয় আমার দুর্গাকে ।"

আচার মেনেই ধোলে বাড়ির বারন্দায় দুর্গাপুজো হচ্ছে ৷ ত্রিপল খাটিয়ে হয়েছে প্যান্ডেল । বোধন থেকে বিসর্জন, কালিকা পুরাণ পাঠ করে সব রীতি মেনে পুজো করে সৌগত নিজেই । পুজোর ক'টা দিন ধোলে বাড়িতে নিরামিষ খাওয়া-দাওয়া হয় । দশমীর দিন পাড়ার সবার জন্য হয় খিচুড়ি ভোগ । সৌগতর বয়সী ছেলেরা আড্ডা মারে ঘুরতে যায় কিন্তু সৌগত ব্যতিক্রম । ছেলের এই আধ্যাত্মিক ভাবে বিন্দুমাত্র ব্যাঘাত ঘটান না বাড়ির বড়রা । কাকা-কাকিমা, পিসি, ঠাকুমা সবাই সৌগতকে উৎসাহ দেন ।

আরও পড়ুন : Durga Puja : সন্ধিপুজোর মধ্যে দিয়ে শুরু নবমী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.