ETV Bharat / state

রিষড়ায় গাড়ির ধাক্কায় মৃত বিরল প্রাণী - hooghly daily news update

বাঘখাল জিটি রোডে উপর রাস্তা পারাপার করতে গিয়েই মৃত্যু হয়েছে এই প্রাণীর । রিষড়া থানার পুলিশ বনদপ্তরে খবর দিয়েছে ।

baghrol
baghrol
author img

By

Published : Jan 11, 2020, 11:39 AM IST

রিষড়া, 11 জানুয়ারি : রিষড়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বিরল প্রজাতির প্রাণীর । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । শনিবার সকালে স্থানীয় মানুষ রাস্তার পাশে বাঘের মতো একটি প্রাণীর মৃতদেহ দেখতে পায় । জানা যায় সেটি একটি বাঘরোল ।

বাঘখাল জিটি রোডের উপর রাস্তা পারাপার করতে গিয়েই মৃত্যু হয়েছে এই প্রাণীর । রিষড়া থানার পুলিশ বনদপ্তরে খবর দিয়েছে ।

ভিডিয়োয় দেখুন...

স্থানীয় এক যুবক মহম্মদ নাসির বলেন, "রাস্তা পারাপার করার সময় এই বিরল প্রজাতির প্রাণীর মৃত্যু হয় ৷ সম্ভবত ফোর্ট উইলিয়াম কারখানার জঙ্গল থেকে এই প্রাণীটি বেরিয়ে আসে । দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ সেখানে । বন্ধ কারখানায় এই ধরনের প্রাণী দেখা যায় ।"

রিষড়া, 11 জানুয়ারি : রিষড়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বিরল প্রজাতির প্রাণীর । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । শনিবার সকালে স্থানীয় মানুষ রাস্তার পাশে বাঘের মতো একটি প্রাণীর মৃতদেহ দেখতে পায় । জানা যায় সেটি একটি বাঘরোল ।

বাঘখাল জিটি রোডের উপর রাস্তা পারাপার করতে গিয়েই মৃত্যু হয়েছে এই প্রাণীর । রিষড়া থানার পুলিশ বনদপ্তরে খবর দিয়েছে ।

ভিডিয়োয় দেখুন...

স্থানীয় এক যুবক মহম্মদ নাসির বলেন, "রাস্তা পারাপার করার সময় এই বিরল প্রজাতির প্রাণীর মৃত্যু হয় ৷ সম্ভবত ফোর্ট উইলিয়াম কারখানার জঙ্গল থেকে এই প্রাণীটি বেরিয়ে আসে । দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ সেখানে । বন্ধ কারখানায় এই ধরনের প্রাণী দেখা যায় ।"

Intro:রিষড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল বিরল প্রজাতির একটি প্রাণীর।তা নিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।শনিবার সকালে স্থানীয় মানুষ রাস্তার পাশে ঐ বাঘের মতো প্রাণীর মৃতদেহ দেখতে পায় ।তবে এখানে কিভাবে দেখা পেল সেটাই প্রশ্ন দেখা দিয়েছে।পরে জানা গেছে এটি বাঘ রোল ।বাঘখাল জিটি রোডে উপর রাস্তা পারাপার করতে গিয়েই মৃত্যু হয়েছে এই প্রাণীর বলে দাবি স্থানীয়দের।রিষড়া থানার পুলিশ বনদপ্তর এর খবর দেয়ার ব্যবস্থা করছে।
স্থানীয় এক যুবক মহম্মদ নাসির বলেন রাস্তা পারাপার করার সময় এই বিরল প্রজাতির প্রাণীর মৃত্যু হয়েছে সম্ভবত ফোর্ট উইলিয়াম কারখানার জঙ্গল থেকে এই প্রাণীর উদ্ভব হয়েছে। দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় কারখানায় এই ধরনের প্রাণীর দেখা যায় বলে তার দাবি।Body:WB_HGL_RISRA FISING CAT RESQUE_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.