রিষড়া, 11 জানুয়ারি : রিষড়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক বিরল প্রজাতির প্রাণীর । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় । শনিবার সকালে স্থানীয় মানুষ রাস্তার পাশে বাঘের মতো একটি প্রাণীর মৃতদেহ দেখতে পায় । জানা যায় সেটি একটি বাঘরোল ।
বাঘখাল জিটি রোডের উপর রাস্তা পারাপার করতে গিয়েই মৃত্যু হয়েছে এই প্রাণীর । রিষড়া থানার পুলিশ বনদপ্তরে খবর দিয়েছে ।
স্থানীয় এক যুবক মহম্মদ নাসির বলেন, "রাস্তা পারাপার করার সময় এই বিরল প্রজাতির প্রাণীর মৃত্যু হয় ৷ সম্ভবত ফোর্ট উইলিয়াম কারখানার জঙ্গল থেকে এই প্রাণীটি বেরিয়ে আসে । দীর্ঘদিন ধরে কারখানা বন্ধ সেখানে । বন্ধ কারখানায় এই ধরনের প্রাণী দেখা যায় ।"