ETV Bharat / state

বিদ্যুৎস্পৃষ্ট হওয়া এড়াতে শ্রীরামপুর সিইএসসির প্রচার - বর্ষা

হুগলির শ্রীরামপুর সহ শহরতলীর সর্বত্র জনসচেতনতায় প্রচার শুরু করল সিইএসসি ৷ বর্ষায় যাতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়া থেকে রক্ষা পাওয়া যায়, সেই নিয়ে সচেতন করতে মাইকিংয়ের মাধ্যমে প্রচার করা হয় ৷

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা এড়াতে শ্রীরামপুর সিইএসসি’র প্রচার
author img

By

Published : Jun 11, 2021, 6:58 PM IST

শ্রীরামপুর, 11 জুন : বর্ষায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার হাত থেকে বাঁচতে মাইকে সচেতনতার প্রচার শুরু করল সিইএসসি (CESC) । খুব দ্রুত দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়বে ৷ বর্ষায় অসাবধানতার জন্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা প্রায় ঘটে । এক বছর আগেও শ্রীরামপুর বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের ৷ সেই কারণেই বিভিন্ন জায়গায় মাইকিংয়ের মাধ্যমে প্রচার শুরু করেছে সিইএসসি কর্তৃপক্ষ ।

শ্রীরামপুর সহ হুগলির বেশিরভাগ শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে সিইএসসি । ভদ্রেশ্বর, শ্রীরামপুর, কোন্নগর, উত্তরপাড়া সহ শহরতলি এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেয় ক্যালকাটা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন (CESC) ৷ সেই সব এলাকার প্রতিটি ওয়ার্ডে অটোয় করে সচেতনার প্রচার করতে দেখা গেল তাদের ৷

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা এড়াতে শ্রীরামপুর সিইএসসি’র প্রচার

আরও পড়ুন : মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 2

শ্রীরামপুরের সিইএসসির ডেপুটি ইঞ্জিনিয়ার সৈকত বসু জানান, বর্ষাকালে অতিবৃষ্টিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে ৷ সেই কারণে মানুষকে সচেতন করার জন্য তাদের প্রচার চলছে । কোনও দুর্ঘটনা যাতে না ঘটে । আগে থেকে মানুষ যাতে সতর্ক থাকেন সেই বার্তাই দেওয়া হচ্ছে । তিনি জানিয়েছেন, বর্ষায় ছেড়া তার, বিদ্যুতের খুঁটি থেকে সাবধান থাকতে হবে । বাড়ির বাইরে থাকা কলিং বেল ও ইলেকট্রিক পয়েন্টে হাত দিলে যদি শক মারে তাহলে সঙ্গে সঙ্গে সেগুলি পাল্টে ফেলতে হবে ।

আরও পড়ুন : শান্তিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 1

বর্ষার সঙ্গে ভরা কোটালের পূর্বাভাস রয়েছে ৷ তাই যেসব জায়গায় জল জমে, সেখানে পিলার বক্স চেক করা হচ্ছে ৷ ওভারহেডের তার চেক করা হচ্ছে ৷ সেক্ষেত্রে প্রয়োজন বুঝলে বিদ্যুৎ পরিষেবা সাময়িক বন্ধ রাখা হবে বলে সিইএসসি’র তরফে জানানো হয়েছে ৷

শ্রীরামপুর, 11 জুন : বর্ষায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার হাত থেকে বাঁচতে মাইকে সচেতনতার প্রচার শুরু করল সিইএসসি (CESC) । খুব দ্রুত দক্ষিণবঙ্গে বর্ষা ঢুকে পড়বে ৷ বর্ষায় অসাবধানতার জন্য বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা প্রায় ঘটে । এক বছর আগেও শ্রীরামপুর বৃষ্টির জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় দু’জনের ৷ সেই কারণেই বিভিন্ন জায়গায় মাইকিংয়ের মাধ্যমে প্রচার শুরু করেছে সিইএসসি কর্তৃপক্ষ ।

শ্রীরামপুর সহ হুগলির বেশিরভাগ শিল্পাঞ্চলে বিদ্যুৎ সরবরাহ করে সিইএসসি । ভদ্রেশ্বর, শ্রীরামপুর, কোন্নগর, উত্তরপাড়া সহ শহরতলি এলাকায় বিদ্যুৎ পরিষেবা দেয় ক্যালকাটা ইলেক্ট্রিক সাপ্লাই কর্পোরেশন (CESC) ৷ সেই সব এলাকার প্রতিটি ওয়ার্ডে অটোয় করে সচেতনার প্রচার করতে দেখা গেল তাদের ৷

বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা এড়াতে শ্রীরামপুর সিইএসসি’র প্রচার

আরও পড়ুন : মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 2

শ্রীরামপুরের সিইএসসির ডেপুটি ইঞ্জিনিয়ার সৈকত বসু জানান, বর্ষাকালে অতিবৃষ্টিতে জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটে ৷ সেই কারণে মানুষকে সচেতন করার জন্য তাদের প্রচার চলছে । কোনও দুর্ঘটনা যাতে না ঘটে । আগে থেকে মানুষ যাতে সতর্ক থাকেন সেই বার্তাই দেওয়া হচ্ছে । তিনি জানিয়েছেন, বর্ষায় ছেড়া তার, বিদ্যুতের খুঁটি থেকে সাবধান থাকতে হবে । বাড়ির বাইরে থাকা কলিং বেল ও ইলেকট্রিক পয়েন্টে হাত দিলে যদি শক মারে তাহলে সঙ্গে সঙ্গে সেগুলি পাল্টে ফেলতে হবে ।

আরও পড়ুন : শান্তিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত 1

বর্ষার সঙ্গে ভরা কোটালের পূর্বাভাস রয়েছে ৷ তাই যেসব জায়গায় জল জমে, সেখানে পিলার বক্স চেক করা হচ্ছে ৷ ওভারহেডের তার চেক করা হচ্ছে ৷ সেক্ষেত্রে প্রয়োজন বুঝলে বিদ্যুৎ পরিষেবা সাময়িক বন্ধ রাখা হবে বলে সিইএসসি’র তরফে জানানো হয়েছে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.