ETV Bharat / state

কলেজের সরস্বতী পুজো নিয়ে তৃণমূল-ABVP সংঘর্ষ হুগলিতে - খন্যানের কলেজে সংঘর্ষ

কলেজে সরস্বতী পুজো কারা আয়োজন করবে, তা নিয়ে টানাপোড়েন ছিল বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ে ।

avbp-tmc-clash
খন্যানের কলেজে
author img

By

Published : Jan 29, 2020, 11:58 AM IST

Updated : Jan 29, 2020, 12:50 PM IST

খন্যান, 29 জানুয়ারি : কলেজের সরস্বতী পুজো নিয়ে তৃণমূল-ABVP সংঘর্ষ । ঘটনা খন্যানের বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে। গতকাল রাতে প্রথমে বচসা ও পরে তীব্র সংঘর্ষ বাধে । এতে দুই পক্ষের চারজন জখম হয় । তৃণমূল না ABVP, এবারের সরস্বতী পুজো কারা আয়োজন করবে, তা নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন ছিল বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে । কাদের হাতে পুজোর খরচের টাকা থাকবে, কারা পুজোয় অংশগ্রহণ করবে ও করবে না, তা নিয়ে দাবি ও পালটা দাবি তুলছিল দু'পক্ষ ৷ যদিও মঙ্গলবার বিকেলে কলেজ কর্তৃপক্ষ এই বিবাদের মধ্যস্থতা করে ।

হুগলির কলেজে সরস্বতী পুজো নিয়ে তৃণমূল-ABVP সংঘর্ষ

ABVP সমর্থক ছাত্রদের অভিযোগ, সন্ধ্যের পর ছাত্ররা যখন বাড়ি ফিরছিল তখন খন্যান স্টেশনের কাছে তিনজন ABVP সমর্থককে বেধড়ক মারধর করে তৃণমূলের ছেলেরা । জখম ছাত্রদের ইটাচুনা স্বাস্থ্য কেন্দ্রে ও পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল ও ABVP ।

যাবতীয় অভিযোগ অস্বীকার করেন পান্ডুয়ার তৃণমূল ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় ৷ বলেন, "মিথ্যা অভিযোগ ABVP -র। পুজো নিয়ে সামান্য বচসা হয়েছে ৷ তার জেরে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাই আক্রান্ত হয়েছে। ইটাচুনা কলেজে ABVP বলে কিছু নেই, বহিরাগতদের দিয়ে ঝামেলা পাকাচ্ছে। "

খন্যান, 29 জানুয়ারি : কলেজের সরস্বতী পুজো নিয়ে তৃণমূল-ABVP সংঘর্ষ । ঘটনা খন্যানের বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে। গতকাল রাতে প্রথমে বচসা ও পরে তীব্র সংঘর্ষ বাধে । এতে দুই পক্ষের চারজন জখম হয় । তৃণমূল না ABVP, এবারের সরস্বতী পুজো কারা আয়োজন করবে, তা নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন ছিল বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে । কাদের হাতে পুজোর খরচের টাকা থাকবে, কারা পুজোয় অংশগ্রহণ করবে ও করবে না, তা নিয়ে দাবি ও পালটা দাবি তুলছিল দু'পক্ষ ৷ যদিও মঙ্গলবার বিকেলে কলেজ কর্তৃপক্ষ এই বিবাদের মধ্যস্থতা করে ।

হুগলির কলেজে সরস্বতী পুজো নিয়ে তৃণমূল-ABVP সংঘর্ষ

ABVP সমর্থক ছাত্রদের অভিযোগ, সন্ধ্যের পর ছাত্ররা যখন বাড়ি ফিরছিল তখন খন্যান স্টেশনের কাছে তিনজন ABVP সমর্থককে বেধড়ক মারধর করে তৃণমূলের ছেলেরা । জখম ছাত্রদের ইটাচুনা স্বাস্থ্য কেন্দ্রে ও পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল ও ABVP ।

যাবতীয় অভিযোগ অস্বীকার করেন পান্ডুয়ার তৃণমূল ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় ৷ বলেন, "মিথ্যা অভিযোগ ABVP -র। পুজো নিয়ে সামান্য বচসা হয়েছে ৷ তার জেরে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাই আক্রান্ত হয়েছে। ইটাচুনা কলেজে ABVP বলে কিছু নেই, বহিরাগতদের দিয়ে ঝামেলা পাকাচ্ছে। "

Intro:কলেজে সরস্বতী পূজোকে কেন্দ্র করে ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ।ঘটনাটি বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের। গতকাল রাতে TMCP ও ABVP ছাত্রদের মধ্যে বচসা মারধর শুরু হয়।এই গন্ডগোলের জেরে দুপক্ষের চারজন আহত হয়।কয়েকজনকে ইটাচুনা স্বাস্থ্য কেন্দ্রে ও পাণ্ডুয়া গ্রামীন হাসপাতালে ভর্তি করা হয়।একে অপরের বিরুদ্ধে পাণ্ডুয়া থানায় লিখিত অভিযোগ জানায়।
ইটাচুনা কলেজে সরস্বতী পুজো কারা করবে সেই নিয়ে এই গন্ডগোলের সূত্রপাত।সরস্বতী পুজোর খরচ নিয়ে টাকাও প্রিন্সিপাল বরাদ্দ করেন।সেই মতো খন্যান এর ইটাচুনা কলেজের সরস্বতী পুজো কারা আয়োজন করবে এই নিয়ে টিএমসিপি এবং এবিভিপির মধ্যে টানাপোড়েন চলছিল কয়েকদিন ধরে।এবিভিপির অভিযোগ সরস্বতী পুজোর খরচের টাকা তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের হাতে তুলে দেওয়ার দাবি করে,নয়ত কোন ছাত্ররা থাকবে না শুধুমাত্র টিচার কাউন্সিল থাকবে পুজোয় এমন দাবী জানায়।এর প্রতিবাদ করে এবিভিপি ছাত্রদের দাবি সমস্ত ছাত্রছাত্রীকে পুজোয় নিতে হবে।টিচারদের হাতেই টাকা থাকবে। কাউকে দেওয়ার দরকার নেই।মঙ্গলবার বিকেলে কলেজ কর্তৃপক্ষ দুপক্ষের এই বিবাদের মধ্যস্থতা করে। এবিভিপি ছাত্রদের অভিযোগ সন্ধ্যের পর তারা যখন বাড়ি ফিরছিল খন্যান স্টেশনের কাছে তাদের তিনজনকে ধরে টিএমসিপি ছেলেরা বেধড়ক মারধর করে।আহত দুই ছাত্র পান্ডুয়া হাসপাতালে ভর্তি হয়। সমস্ত অভিযোগ অস্বীকার করেন পান্ডুয়া তৃণমূল ব্লক সভাপতি অসিত চ্যাটার্জী বলেন, মিথ্যা অভিযোগ করছে এবিভিপি। কলেজের সরস্বতী পুজো নিয়ে সামান্য বচসা হয়েছে, আর তার জেরেই তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাই আক্রান্ত হয়েছে। ইটাচুনা কলেজে এবিভিপি বলে কিছু নেই কিছু বহিরাগত নিয়ে এসে গন্ডগোল করছে।।।Body:WB_HGL_SARASWATI PUJA TMCP ABVP CLASH_7203418Conclusion:
Last Updated : Jan 29, 2020, 12:50 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.