খন্যান, 29 জানুয়ারি : কলেজের সরস্বতী পুজো নিয়ে তৃণমূল-ABVP সংঘর্ষ । ঘটনা খন্যানের বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে। গতকাল রাতে প্রথমে বচসা ও পরে তীব্র সংঘর্ষ বাধে । এতে দুই পক্ষের চারজন জখম হয় । তৃণমূল না ABVP, এবারের সরস্বতী পুজো কারা আয়োজন করবে, তা নিয়ে গত কয়েকদিন ধরেই টানাপোড়েন ছিল বিজয়নারায়ণ মহাবিদ্যালয়ে । কাদের হাতে পুজোর খরচের টাকা থাকবে, কারা পুজোয় অংশগ্রহণ করবে ও করবে না, তা নিয়ে দাবি ও পালটা দাবি তুলছিল দু'পক্ষ ৷ যদিও মঙ্গলবার বিকেলে কলেজ কর্তৃপক্ষ এই বিবাদের মধ্যস্থতা করে ।
ABVP সমর্থক ছাত্রদের অভিযোগ, সন্ধ্যের পর ছাত্ররা যখন বাড়ি ফিরছিল তখন খন্যান স্টেশনের কাছে তিনজন ABVP সমর্থককে বেধড়ক মারধর করে তৃণমূলের ছেলেরা । জখম ছাত্রদের ইটাচুনা স্বাস্থ্য কেন্দ্রে ও পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করতে হয়। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে পান্ডুয়া থানায় লিখিত অভিযোগ জানিয়েছে তৃণমূল ও ABVP ।
যাবতীয় অভিযোগ অস্বীকার করেন পান্ডুয়ার তৃণমূল ব্লক সভাপতি অসিত চট্টোপাধ্যায় ৷ বলেন, "মিথ্যা অভিযোগ ABVP -র। পুজো নিয়ে সামান্য বচসা হয়েছে ৷ তার জেরে তৃণমূল ছাত্র পরিষদের ছেলেরাই আক্রান্ত হয়েছে। ইটাচুনা কলেজে ABVP বলে কিছু নেই, বহিরাগতদের দিয়ে ঝামেলা পাকাচ্ছে। "