আরামবাগ, 19 ফেব্রুয়ারি: যুবতিকে ধর্ষণের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার বছর 52-র ব্যক্তি । মাধব চৌধুরি নামে ওই ব্যক্তি পেশায় চাষি । আরামবাগ থানার অন্তর্গত মানিকপাট এলাকার ঘটনা ।
মঙ্গলবার সন্ধ্যায় প্রয়োজনীয় কাজে বাড়ি থেকে বের হন যুবতি । অভিযোগ, বাড়ির পাশের গলিতে ওই যুবতিকে একা পেয়ে মাধব ধর্ষণের চেষ্টা করে । কোনও রকমে নিজেকে বাঁচিয়ে বাড়ি ফেরে যুবতি ।
গতকাল রাতেই যুবতি বাড়ির লোকের সহায়তায় আরামবাগ থানায় মাধবের নামে লিখিত অভিযোগ জানায় । নিগৃহ করার কথা সকালে জানাজানি হতেই স্থানীয়রা ওই ব্যক্তির উপর চড়াও হয় । অভিযুক্ত মাধবকে একটি গাছে বেঁধে বেধড়ক মারধর করে ৷ গুরুতরভাবে জখম হয় সে ।
খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থানে আসে । অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে যায় । আজ দুপুরে আরামবাগ মহকুমা আদালতে তোলা হয় । বিচারক তাকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিয়েছেন ।