পাণ্ডুয়া, 22 জুলাই : কাটমানি ফেরতের দাবিতে হামলা তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে । অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ ঘটনায় জখম পরিবারের বেশ কয়েকজন ৷ ঘটনাটি হুগলির পাণ্ডুয়ার বোসপাড়ার ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ BJP-র পালটা দাবি, DVC-র পারে ঘর দেওয়ার নাম করে কাটমানি নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামী ৷ তাই যাদের কাছ থেকে কাটমানি নিয়েছিলেন তারাই টাকা ফেরতের দাবিতে হামলা চালিয়েছে ৷
অভিযোগ, তৃণমূল সদস্য ও তাঁর স্বামী শেখ লিয়াকৎ আলি মণ্ডল স্থানীয় কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন DVC-র পারে জমি দেওয়ার নাম করে ৷ সেই টাকা ফেরতের দাবিতেই হামলা ৷ যদিও লিয়াকৎ আলির বক্তব্য, ক্যানেল পারে তিনি ছেলের জন্য ঘর বানাবেন বলে 70 হাজার টাকায় জায়গা কেনেন । তার মধ্যে অর্ধেক জায়গা 35 হাজার টাকায় একজনকে বিক্রি করেন । এখান থেকেই গন্ডগোলের সূত্রপাত । তাঁর অভিযোগ, তিনি ও তাঁর স্ত্রী তৃণমূল করেন বলেই তাঁদের উপর হামলা চালিয়েছে BJP ৷ গতরাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয় ৷ ভাঙচুর করা হয় ৷ বাধা দিতে গেলে মারধর করা হয় ৷ এমন কী তাঁর স্ত্রী ও পুত্রবধূকেও মারধর করা হয়েছে ৷ (যদিও উল্লেখ্য, ক্যানেল পারের ওই জায়গা DVC কর্তৃপক্ষের ৷ ওই জায়গা কেনা বা বেচা অধিকার অন্য কারোর নেই ৷ ) জখমরা পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷
এপ্রসঙ্গে পাণ্ডুয়া BJP-র মণ্ডল সভাপতি অশোক দত্ত বলেন, "DVC-র পারে ঘর দেওয়ার নাম করে লোকের থেকে টাকা নিয়েছিলেন ৷ কিন্তু এখন ঘর করতে দিচ্ছেন না বলে সাধারণ মানুষই গিয়ে ঝামেলা করেছে ৷ নিজেদের দোষ ঢাকতে, কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে BJP-র নামে মিথ্যা কথা বলছেন ৷ এরসঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই ৷ "