ETV Bharat / state

কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা - pandua

কাটমানি ফেরতের দাবিতে হামলা ৷ আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্য ও তাঁর পরিবারের সদস্যরা ৷ অভিযুক্ত BJP ৷ যদিও BJP-র তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে ৷

হামলা
author img

By

Published : Jul 22, 2019, 1:44 PM IST

পাণ্ডুয়া, 22 জুলাই : কাটমানি ফেরতের দাবিতে হামলা তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে । অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ ঘটনায় জখম পরিবারের বেশ কয়েকজন ৷ ঘটনাটি হুগলির পাণ্ডুয়ার বোসপাড়ার ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ BJP-র পালটা দাবি, DVC-র পারে ঘর দেওয়ার নাম করে কাটমানি নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামী ৷ তাই যাদের কাছ থেকে কাটমানি নিয়েছিলেন তারাই টাকা ফেরতের দাবিতে হামলা চালিয়েছে ৷

bribe
হুগলির পাণ্ডুয়ার বোসপাড়ার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা

অভিযোগ, তৃণমূল সদস্য ও তাঁর স্বামী শেখ লিয়াকৎ আলি মণ্ডল স্থানীয় কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন DVC-র পারে জমি দেওয়ার নাম করে ৷ সেই টাকা ফেরতের দাবিতেই হামলা ৷ যদিও লিয়াকৎ আলির বক্তব্য, ক্যানেল পারে তিনি ছেলের জন্য ঘর বানাবেন বলে 70 হাজার টাকায় জায়গা কেনেন । তার মধ্যে অর্ধেক জায়গা 35 হাজার টাকায় একজনকে বিক্রি করেন । এখান থেকেই গন্ডগোলের সূত্রপাত । তাঁর অভিযোগ, তিনি ও তাঁর স্ত্রী তৃণমূল করেন বলেই তাঁদের উপর হামলা চালিয়েছে BJP ৷ গতরাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয় ৷ ভাঙচুর করা হয় ৷ বাধা দিতে গেলে মারধর করা হয় ৷ এমন কী তাঁর স্ত্রী ও পুত্রবধূকেও মারধর করা হয়েছে ৷ (যদিও উল্লেখ্য, ক্যানেল পারের ওই জায়গা DVC কর্তৃপক্ষের ৷ ওই জায়গা কেনা বা বেচা অধিকার অন্য কারোর নেই ৷ ) জখমরা পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷

bribe
হুগলির পাণ্ডুয়ার বোসপাড়ার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা

এপ্রসঙ্গে পাণ্ডুয়া BJP-র মণ্ডল সভাপতি অশোক দত্ত বলেন, "DVC-র পারে ঘর দেওয়ার নাম করে লোকের থেকে টাকা নিয়েছিলেন ৷ কিন্তু এখন ঘর করতে দিচ্ছেন না বলে সাধারণ মানুষই গিয়ে ঝামেলা করেছে ৷ নিজেদের দোষ ঢাকতে, কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে BJP-র নামে মিথ্যা কথা বলছেন ৷ এরসঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই ৷ "

পাণ্ডুয়া, 22 জুলাই : কাটমানি ফেরতের দাবিতে হামলা তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে । অভিযোগ BJP-র বিরুদ্ধে ৷ ঘটনায় জখম পরিবারের বেশ কয়েকজন ৷ ঘটনাটি হুগলির পাণ্ডুয়ার বোসপাড়ার ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে BJP ৷ BJP-র পালটা দাবি, DVC-র পারে ঘর দেওয়ার নাম করে কাটমানি নিয়েছিলেন ওই পঞ্চায়েত সদস্য ও তাঁর স্বামী ৷ তাই যাদের কাছ থেকে কাটমানি নিয়েছিলেন তারাই টাকা ফেরতের দাবিতে হামলা চালিয়েছে ৷

bribe
হুগলির পাণ্ডুয়ার বোসপাড়ার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা

অভিযোগ, তৃণমূল সদস্য ও তাঁর স্বামী শেখ লিয়াকৎ আলি মণ্ডল স্থানীয় কয়েকজনের কাছ থেকে টাকা নিয়েছিলেন DVC-র পারে জমি দেওয়ার নাম করে ৷ সেই টাকা ফেরতের দাবিতেই হামলা ৷ যদিও লিয়াকৎ আলির বক্তব্য, ক্যানেল পারে তিনি ছেলের জন্য ঘর বানাবেন বলে 70 হাজার টাকায় জায়গা কেনেন । তার মধ্যে অর্ধেক জায়গা 35 হাজার টাকায় একজনকে বিক্রি করেন । এখান থেকেই গন্ডগোলের সূত্রপাত । তাঁর অভিযোগ, তিনি ও তাঁর স্ত্রী তৃণমূল করেন বলেই তাঁদের উপর হামলা চালিয়েছে BJP ৷ গতরাতে তাঁর বাড়িতে হামলা চালানো হয় ৷ ভাঙচুর করা হয় ৷ বাধা দিতে গেলে মারধর করা হয় ৷ এমন কী তাঁর স্ত্রী ও পুত্রবধূকেও মারধর করা হয়েছে ৷ (যদিও উল্লেখ্য, ক্যানেল পারের ওই জায়গা DVC কর্তৃপক্ষের ৷ ওই জায়গা কেনা বা বেচা অধিকার অন্য কারোর নেই ৷ ) জখমরা পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন ৷

bribe
হুগলির পাণ্ডুয়ার বোসপাড়ার তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাড়িতে হামলা

এপ্রসঙ্গে পাণ্ডুয়া BJP-র মণ্ডল সভাপতি অশোক দত্ত বলেন, "DVC-র পারে ঘর দেওয়ার নাম করে লোকের থেকে টাকা নিয়েছিলেন ৷ কিন্তু এখন ঘর করতে দিচ্ছেন না বলে সাধারণ মানুষই গিয়ে ঝামেলা করেছে ৷ নিজেদের দোষ ঢাকতে, কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে BJP-র নামে মিথ্যা কথা বলছেন ৷ এরসঙ্গে BJP-র কোনও সম্পর্ক নেই ৷ "

Intro:কাটমানি ফেরতের দাবিতে হামলা তৃণমূল পঞ্চায়েতের সদস্যের বাড়িতে।তার পরিবারের আহত বেশ কয়েকজন।তারা পাণ্ডুয়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন।অভিযোগ বিজেপির বিরুদ্ধে।ঘটনাটি পান্ডুয়া বোসপাড়ার।ঘটনার সূত্রপাত তৃণমূল সদস্য ও তার স্বামী লিয়াকত আলি বেশ কিছু মানুষের কাছে টাকা নেয়।পাণ্ডুয়ার DVD পার দখল করে বসানোর জন্য।সেই টাকা ফেরত নিয়েই এই গন্ডগোল।তবে অবশ্য সদস্যার স্বামীর অভিযোগ তৃণমূল করি বলেই বিজেপি আমার উপর হামলা চালিয়েছে।আমার স্ত্রী ও বৌমাকে মারধর করে।এর পনেরো দিন আগে ও আমাদের বাড়ির উপর হামলা চালায়।এদিন রাতে আবারও কাঁচের জানালা ভাঙচুর করে।বাঁধা দিতে গেলে মারধর করে।তবে বিজেপির দাবি DVC এর জমি দখল করে টাকা নেয় লিয়াকত।সেই টাকার জন্য মানুষ তাদের উপর হামলা চালিয়েছে।এর সঙ্গে তারা যুক্ত নয়।তৃণমূল কর্মী লিয়াকত আলি বলেন আমি DVC এর পারে একজনের দখলে থাকা জমি 70 হাজার টাকা দিয়ে কিনি।তারমধ্যে 35 হাজার টাকা দিয়ে একজনকে জমি বিক্রি করি।সেই নিয়ে গন্ডগোল।তারপরই আমার বাড়ির উপর হামলা মারধর।তৃণমূল করি বলেই একাধিক বার আমাকে টার্গেট করা হচ্ছে।
পাণ্ডুয়া বিজেপির মন্ডল সভাপতি অশোক দত্ত বলেন এর সঙ্গে বিজেপির কোন সম্পর্ক নেই ।সদস্যার স্বামী DVC এর জমি পাইয়ে দেওয়া নামে লোকের কাছে টাকা নিয়েছিল।সেই জমি না দিতে পারায় গন্ডগোল বাঁধে।জমি নিয়ে কাটমানি ফেরতের জন্য এসব।আমাদের কোন ব্যাপার নয়।Body:WB_HGL_PANDUA CUT MONEY TMC ATTACK_7203418Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.