ETV Bharat / state

Arpita Mukherjee: জাঙ্গিপাড়াতেও বাড়ি আছে অর্পিতার, স্থানীয়দের দাবি যেতেন পার্থও

জাঙ্গিপাড়ায় মামাবাড়ির পাশে নিজের একতলা বাড়ি করেছিলেন অর্পিতা ৷ জানা গিয়েছে, অর্পিতার বাড়িতে ছিল একটি আন্ডার গ্রাউন্ড ঘরও (Arpitas House had an Underground Room) ৷ তাছাড়া মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা আছে দাবি করে এলাকায় নাকি প্রভাবও খাটাতেন তিনি ৷ উদ্ধার হয় ৷ কে এই অর্পিতা? হুগলিতে মিলল তার বাড়ি ৷ হঠাৎ করেই বড়লোক হয়ে উঠেছিল অর্পিতা মুখোপাধ্যায়ের মামার বাড়ির লোকেরা এমনই দাবি এলাকাবাসীর ৷

Arpita Mukherjee
অর্পিতার বাড়িতে ছিল আন্ডার গ্রাউন্ড ঘর, সেখানে আসতেন পার্থবাবু, দাবি গ্রামবাসীর
author img

By

Published : Jul 25, 2022, 2:23 PM IST

হুগলি, 25 জুলাই: শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' সহযোগী অর্পিতা মুখোপাধ্য়ায়ের দক্ষিণ কলকাতার (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে 22 কোটির নগদ-সহ আরও অনেক কিছু বিদেশি মুদ্রা ও সোনার গয়না উদ্ধার করেছে ইডি (Enforcement Directorate) ৷ যদিও গোয়েন্দাদের দাবি, অর্পিতার বিপুল সম্পদ এটুকুতেই সীমাবদ্ধ নয় ৷ এর বাইরেও একাধিক সম্পত্তি রয়েছে তাঁর ৷ তদন্তকারীদের অনুমান, অর্পিতার কাছে আরও নগদ টাকা ছিল ৷ কিন্তু, সেই টাকা ইতিমধ্যেই হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে পাচার হয়ে গিয়েছে ৷

গত কয়েকদিনের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অর্পিতা ৷ সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবনও? এবার জানা গেল হুগলির জাঙ্গিপাড়াতেও তার একটি বাড়ি আছে ৷ তার মামাবাড়িও সেখানেই ৷ মামাবাড়ির পাশে নিজেও একটি বাড়ি করেছেন অর্পিতা ৷ আরও জানা গেল স্থানীয়দের সঙ্গে তার সম্পর্ক ভাল ছিল না ৷ মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা আছে দাবি করে তিনি নাকি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টাও করতেন ৷

গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পর অর্পিতাকে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে দিলাকাশ পঞ্চায়েতের মথুরাবাটি গ্রামের মানুষ ।স্থানীয়দের দাবি, মন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে দাবি করে অর্পিতা গ্রামে প্রভাব খাটাত ৷ শুধু তাই নয়, মামাতো ভাইদের ন্যূনতম যোগ্যতায় সরকারি চাকরিও করিয়ে দিয়েছে । কয়েকমাস আগে জমি দখলও করে একটি একতলা বাড়িও তৈরি করেছে অর্পিতা । শোনা যাচ্ছে, বাড়িতে একটি আন্ডার গ্রাউন্ড ঘরও রয়েছে (Arpitas House had an Underground Room) । তবে এখন সেই বাড়ি তালা বন্ধ। গ্রামবাসীদের দাবি পার্থও কয়েকবার এই বাড়িতে এসেছেন।

আরও পড়ুন : কড়া নিরাপত্তার বলয়ে আজ ফের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে অর্পিতাকে

রাস্তার সামান্য পানীয় জলের কল নিয়েও অর্পিতা গ্রামবাসীদের সঙ্গে বিবাদে জড়ায়েছিল। এলাকার মানুষ যে কলের উপর নির্ভরশীল নিজের গাড়ির যাতায়াতের জন্য সেটিও তুলে দিয়েছিল অর্পিতা। জানা গিয়েছে প্রতিবছর অর্পিতার মামা তপন চক্রবর্তীর বাড়ির পুজোতে আসতেন পার্থ । দিনভর সেখানেই সময় কাটাতেন। কাছের একটি পুকুরে তাঁকে মাছও ধরতে দেখেছেন এলাকার কেউ কেউ ।

হুগলি, 25 জুলাই: শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্তে নেমে পার্থ চট্টোপাধ্য়ায়ের (Partha Chatterjee) 'ঘনিষ্ঠ' সহযোগী অর্পিতা মুখোপাধ্য়ায়ের দক্ষিণ কলকাতার (Arpita Mukherjee) ফ্ল্যাট থেকে 22 কোটির নগদ-সহ আরও অনেক কিছু বিদেশি মুদ্রা ও সোনার গয়না উদ্ধার করেছে ইডি (Enforcement Directorate) ৷ যদিও গোয়েন্দাদের দাবি, অর্পিতার বিপুল সম্পদ এটুকুতেই সীমাবদ্ধ নয় ৷ এর বাইরেও একাধিক সম্পত্তি রয়েছে তাঁর ৷ তদন্তকারীদের অনুমান, অর্পিতার কাছে আরও নগদ টাকা ছিল ৷ কিন্তু, সেই টাকা ইতিমধ্যেই হাওয়ালার মাধ্যমে বাংলাদেশে পাচার হয়ে গিয়েছে ৷

গত কয়েকদিনের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন অর্পিতা ৷ সংবাদমাধ্যমের শিরোনামে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবনও? এবার জানা গেল হুগলির জাঙ্গিপাড়াতেও তার একটি বাড়ি আছে ৷ তার মামাবাড়িও সেখানেই ৷ মামাবাড়ির পাশে নিজেও একটি বাড়ি করেছেন অর্পিতা ৷ আরও জানা গেল স্থানীয়দের সঙ্গে তার সম্পর্ক ভাল ছিল না ৷ মন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠতা আছে দাবি করে তিনি নাকি এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টাও করতেন ৷

গ্রেফতারির খবর প্রকাশ্যে আসার পর অর্পিতাকে নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে দিলাকাশ পঞ্চায়েতের মথুরাবাটি গ্রামের মানুষ ।স্থানীয়দের দাবি, মন্ত্রীর সঙ্গে যোগাযোগ আছে দাবি করে অর্পিতা গ্রামে প্রভাব খাটাত ৷ শুধু তাই নয়, মামাতো ভাইদের ন্যূনতম যোগ্যতায় সরকারি চাকরিও করিয়ে দিয়েছে । কয়েকমাস আগে জমি দখলও করে একটি একতলা বাড়িও তৈরি করেছে অর্পিতা । শোনা যাচ্ছে, বাড়িতে একটি আন্ডার গ্রাউন্ড ঘরও রয়েছে (Arpitas House had an Underground Room) । তবে এখন সেই বাড়ি তালা বন্ধ। গ্রামবাসীদের দাবি পার্থও কয়েকবার এই বাড়িতে এসেছেন।

আরও পড়ুন : কড়া নিরাপত্তার বলয়ে আজ ফের ব্যাঙ্কশাল কোর্টে তোলা হবে অর্পিতাকে

রাস্তার সামান্য পানীয় জলের কল নিয়েও অর্পিতা গ্রামবাসীদের সঙ্গে বিবাদে জড়ায়েছিল। এলাকার মানুষ যে কলের উপর নির্ভরশীল নিজের গাড়ির যাতায়াতের জন্য সেটিও তুলে দিয়েছিল অর্পিতা। জানা গিয়েছে প্রতিবছর অর্পিতার মামা তপন চক্রবর্তীর বাড়ির পুজোতে আসতেন পার্থ । দিনভর সেখানেই সময় কাটাতেন। কাছের একটি পুকুরে তাঁকে মাছও ধরতে দেখেছেন এলাকার কেউ কেউ ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.