ETV Bharat / state

ভোট পরবর্তী সংঘর্ষে উত্তপ্ত আরামবাগ, আহত ৬

আরামবাগের সালেপুর ও গৌরহাটি এলাকায় তৃণমূল ও BJP-র মধ্য দফায় দফায় সংঘর্ষের জেরে আহত উভয় পক্ষের ছয় জন ।

আহত ব্যক্তি
author img

By

Published : May 7, 2019, 10:57 PM IST

Updated : May 7, 2019, 11:10 PM IST

আরামবাগ, 7 মে : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের সালেপুর ও গৌরহাটি এলাকা । তৃণমূল ও BJP-র মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে আহত হয়েছে উভয়পক্ষের ছ'জন । আহতরা আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । এই ছ'জনের মধ্যে পাঁচ জন BJP নেতা এবং একজন স্থানীয় তৃণমূল নেতা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ।

গৌরহাটি ও সালেপুর এলাকায় আজ দুপুরে তৃণমূল ও BJP-র মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় । উভয়পক্ষই ধারাল অস্ত্র, লাঠি, লোহার রড দিয়ে একে অপরের উপর আক্রমণ করে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

BJP-র আরামবাগ টাউন সভাপতি অরবিন্দ সমাজি বলেন, "ভোটের দিন আমাদের কর্মীরা ছাপ্পা আটকে দিয়েছে । মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে । তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তাই ওরা সন্ত্রাস করছে । আমাদের বেশ কয়েকজন কর্মী এবং বুথ এজেন্টকে মারধরও করেছে ।"

স্থানীয় তৃণমূল নেতা দীপক মাজি বলেন, "তৃণমূল মারপিটের আদর্শে চলে না । আমাদের তরফে কাউকে কোনও মারধর করা হয়নি । বরং আমাদের এক পঞ্চায়েত সদস্যকে মারধর করেছে BJP ।"

আরামবাগ, 7 মে : ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত হয়ে উঠল আরামবাগের সালেপুর ও গৌরহাটি এলাকা । তৃণমূল ও BJP-র মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে আহত হয়েছে উভয়পক্ষের ছ'জন । আহতরা আরামবাগ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন । এই ছ'জনের মধ্যে পাঁচ জন BJP নেতা এবং একজন স্থানীয় তৃণমূল নেতা । খবর পেয়ে ঘটনাস্থানে পৌঁছায় আরামবাগ থানার পুলিশ ।

গৌরহাটি ও সালেপুর এলাকায় আজ দুপুরে তৃণমূল ও BJP-র মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয় । উভয়পক্ষই ধারাল অস্ত্র, লাঠি, লোহার রড দিয়ে একে অপরের উপর আক্রমণ করে।

ভিডিয়োয় শুনুন বক্তব্য়

BJP-র আরামবাগ টাউন সভাপতি অরবিন্দ সমাজি বলেন, "ভোটের দিন আমাদের কর্মীরা ছাপ্পা আটকে দিয়েছে । মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে । তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে তাই ওরা সন্ত্রাস করছে । আমাদের বেশ কয়েকজন কর্মী এবং বুথ এজেন্টকে মারধরও করেছে ।"

স্থানীয় তৃণমূল নেতা দীপক মাজি বলেন, "তৃণমূল মারপিটের আদর্শে চলে না । আমাদের তরফে কাউকে কোনও মারধর করা হয়নি । বরং আমাদের এক পঞ্চায়েত সদস্যকে মারধর করেছে BJP ।"

Intro:


Body:test file by sanath at hooghly


Conclusion:
Last Updated : May 7, 2019, 11:10 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.