আরামবাগ, 23 মার্চ : "নারদকাণ্ডে অভিযুক্ত অপরূপা পোদ্দার মানুষের হৃদয় থেকে সরে গেছেন। মানুষের সঙ্গে তাঁর আর কোনও যোগাযোগ নেই। BJP প্রতিটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে।" ভোটের প্রচারে বেরিয়ে একথা বললেন আরামবাগ লোকসভা কেন্দ্রের BJP প্রার্থী তপন রায়।
প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পর গতকাল সকালে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে আবির খেলেন তপনবাবু। এরপর তিনি আরামবাগ দৌলতপুর পার্টি অফিস থেকে পল্লীশ্রী মোড় পর্যন্ত মিছিল করেন। তাঁর সঙ্গে ছিলেন সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ।
তপন রায় বলেন, "আমাদের মূল প্রতিদ্বন্দ্বী তৃণমূল। আরামবাগ লোকসভা কেন্দ্রে আমরা জিতবই। কারণ গত পাঁচ বছর অপরূপা পোদ্দার মানুষের সঙ্গে কোনও যোগাযোগ করেননি। তিনি কোনও উন্নয়ন করেননি। নারদ কাণ্ডে যুক্ত হয়ে তিনি মানুষের হৃদয় থেকে সরে গেছেন।"