চুঁচুড়া, 17 মার্চ : মদের টাকা না-দেওয়ায় অ্যাম্বুলেন্স চালককে ধরে মারধরের অভিযোগ (Ambulance Driver Beaten and Car Vandalised In Chuchura) ৷
বিজু মণ্ডল নামে এক চালক ইমামবাড়া হাসপাতালের অ্যাম্বুলেন্স চালায় । তাঁর অভিযোগ বুধবার রাতে অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ি ফেরার সময় তাঁকে দাঁড় করিয়ে মদ কেনার টাকা চায় অভিযুক্তরা । সেই টাকা দিতে রাজি না-হওয়ায় বাড়িতে চড়াও হয় দু'জন । ঢিল ছোঁড়াছুড়ি শুরু হয় তাঁর গাড়িতে । অ্যাম্বুলেন্সের কাঁচ ভেঙে যায় ঢিলের আঘাতে ।
আরও পড়ুন : ED Summons Abhishek Banerjee : অভিষেক-রুজিরাকে ফের সমন ইডির
পুলিশ জানিয়েছে, চারজন মিলে মদ খাওয়ার সময় গন্ডগোল হয় । ঘটনায় পার্থ পাশোয়ান নামে এক যুবককে আটক করেছে চুঁচুড়া থানার পুলিশ । আরেক অভিযুক্ত আকিব জাভেদ(রাজা) পলাতক রয়েছে । রাজা টেম্পোরারি হোমগার্ডে কাজ করে । তার বাবা আওয়াল সেখ চুঁচুড়া পুলিশ লাইনের হোমগার্ডের কাজ করে ।
আরও পড়ুন : Firhad Hakim Visits Panihati : পানিহাটির মৃত কাউন্সিলরের বাড়িতে ফিরহাদ হাকিম
আহত চালক বিজু মণ্ডল বলেন, "গতকাল রাতে যখন আমি বাড়ি ঢুকি রাত দু'টো নাগাদ দরজায় লাথি মারে । মদ খাওয়ার জন্য আমার কাছ থেকে টাকা চাই । আমি দিতে রাজি না হওয়া আমাকে মারধর করে । সেই সঙ্গে আমার অ্যাম্বুলেন্সও ভেঙ্গে দেয় । রাজা ও পার্থ পাশওয়ান এই কান্ড ঘটিয়েছে । আগেও এদের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে । আমি চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেছি । আমি শাস্তির দাবি জানাচ্ছি ।"