পোলবা, 17 অগস্ট: গরিব মানুষের চার বছরের রেশন আত্মসাৎ করার অভিযোগ তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের বিরুদ্ধে। এই অভিযোগ করেছেন খোদ পঞ্চায়েতেরই এক তৃণমূল সদস্য (Allegations of Corruption in Ration Distribution Against the Panchayat Pradhan)।
বিনামূল্যে মাথাপিছু মাসে 12 কেজি করে চাল ও গম পাওয়ার কথা তাঁদের ৷ কিন্তু এসব কিছুই পান না তাঁরা। পঞ্চায়েত সদস্য ও প্রধানকে জানিয়েও কোনও সুরাহা হয়নি। পরে পঞ্চায়েত সদস্য অভিযোগের পর সেখানকার ডিলার জিআর (GR) বিলি করেন। তবে পঞ্চায়েত প্রধানের বক্তব্য পঞ্চায়েত সদস্য মিথ্যা কথা বলছেন।
গ্রামবাসী শেখ জন্নুর আহম্মদ ও আবু তালেম মণ্ডল এ বিষয়ে বলেন, "চার বছর ধরে জিআর পাচ্ছি না। আগে মাসে 12 কেজি করে চাল গম দিত, এখন গত চার বছর ধরে তা পাচ্ছি না। পঞ্চায়েতের সদস্য সবাইকে জানিয়েছি, তাও পাওয়া যায়নি।" তৃণমূল পঞ্চায়েত সদস্য ঝুমা চক্রবর্তী বলেন, "আমার বাড়িতে তাঁরা এসে বলছেন বিষয়টি । কেন তাঁরা জিআর পাচ্ছেন না, সে বিষয়ে পঞ্চায়েত প্রধানের কাছে জানতে চাইলে তিনি আমাকে কিছু জানাননি। উলটে জানিয়েছে জিআর দেওয়া হয়ে গিয়েছে। পরে খোঁজ নিয়ে জানতে পারি জিআর বিলি হয়নি। পঞ্চায়েতের ভিতরেই রয়েছে ঘুঘুর বাসা।
আরও পড়ুন: ডিলারদের গোপন বৈঠকে দুয়ারে রেশন বন্ধের সিদ্ধান্ত
পঞ্চায়েত প্রধান অম্বালিকা ঘোষ বলেন, "জিআর নিয়ে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। চার বছরের নয়, দু'বছরের জিআর বাকি ছিল। ব্লক থেকে যে কোনও কারণে সমস্যা হয়েছে। পঞ্চায়েত সদস্য যে অভিযোগ করছেন তা সম্পূর্ণ মিথ্যা। তাঁরা আমার কাছে কোনওদিনই আসেননি। বিজেপির অভিযোগ, তৃণমূল সব জায়গায় চুরি করছে। তাই দলের সদস্যও সরব হয়েছেন। বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য তিনি এ বিষয়ে বলেন, "সারা পশ্চিমবঙ্গ জুড়ে চুরি হচ্ছে। শুধু চাল চুরি নয়, সব কিছু চুরি হচ্ছে। চোর তৃণমূলকে মানুষ চায় না।"