ETV Bharat / state

নাবালিকাকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে - Allegation of assaulting a minor against a teenager in Tarakeswar

বাবা-মা ব্যাঙ্কে গেছিলেন ৷ সেই সুযোগে এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল কিশোরের বিরুদ্ধে ৷ তারকেশ্বর থানা এলাকার ঘটনা ৷

Tarakeswar News
নাবালিকাকে ধর্ষণের অভিযোগ
author img

By

Published : Jul 12, 2020, 4:48 PM IST

তারকেশ্বর, 12 জুলাই : তারকেশ্বরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে । ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক । আজ তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করে ওই নাবালিকার পরিবার । অভিযোগের ভিত্তিতে POCSO আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ ।

অভিযোগ, গতকাল বিকেলে ওই নাবালিকার বাবা ও মা দু'জনেই ব্যাঙ্কে গেছিলেন ৷ সেই সুযোগে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । গতকালই নাবালিকাকে দেখে তার মায়ের সন্দেহ হয় ৷ তখনই সমস্ত ঘটনা তার মাকে জানায় ওই নাবালিকা । তারপরই তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় ।

আজ সকালে স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় BJP নেতৃত্বকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার । অভিযুক্তর বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে ৷ যদিও অভিযুক্ত কিশোরের দাদা ভাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ।

তারকেশ্বর, 12 জুলাই : তারকেশ্বরে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী কিশোরের বিরুদ্ধে । ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাতক । আজ তারকেশ্বর থানায় লিখিত অভিযোগ করে ওই নাবালিকার পরিবার । অভিযোগের ভিত্তিতে POCSO আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে তারকেশ্বর থানার পুলিশ ।

অভিযোগ, গতকাল বিকেলে ওই নাবালিকার বাবা ও মা দু'জনেই ব্যাঙ্কে গেছিলেন ৷ সেই সুযোগে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ । গতকালই নাবালিকাকে দেখে তার মায়ের সন্দেহ হয় ৷ তখনই সমস্ত ঘটনা তার মাকে জানায় ওই নাবালিকা । তারপরই তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয় ।

আজ সকালে স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় BJP নেতৃত্বকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার । অভিযুক্তর বিরুদ্ধে POCSO আইনে মামলা রুজু করা হয়েছে ৷ যদিও অভিযুক্ত কিশোরের দাদা ভাইয়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.