ETV Bharat / state

Sexual Harassment of Child : বৃদ্ধের যৌন লালসার শিকার শিশু, অভিযুক্ত গ্রেফতার - allegation against old man of sexual harassment of child

শিশুটির মায়ের ধারণা, দীর্ঘদিন ধরেই শিশুটির উপর এই অত্যাচার চালাচ্ছিল বৃদ্ধ (sexual harassment of child, allegation against old man) ৷ কিন্তু তাঁরা বুঝতে পারেননি ৷

child sexual harassment
বৃদ্ধের যৌন লালসার শিকার শিশু, অভিযুক্ত গ্রেফতার
author img

By

Published : Mar 29, 2022, 10:30 PM IST

আরামবাগ, 29 মার্চ : বৃদ্ধের যৌন লালসার শিকার শিশু । অভিযোগ, খাবার দেওয়ার নাম করে সকলের অলক্ষ্যে দুধের ওই শিশু কন্যাকে দিয়ে নিজের যৌন লালসা মেটায় ওই বৃদ্ধ (sexual harassment of child, allegation against old man) । ঘটনাটি ঘটেছে আরামবাগের চাঁদুড় এলাকায় । মঙ্গলবার এই ঘটনা জানাজানি হওয়ার পর আরামবাগ থানায় খবর দেওয়া হয় । ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ ৷ পকসো আইনে গ্রেফতার করা হয় ওই অভিযুক্ত বৃদ্ধকে ৷ শিশুটির মায়ের আশঙ্কা, অনেকদিন ধরেই হয়তো বৃদ্ধ এই কাণ্ড ঘটাচ্ছিল, কিন্তু তাঁরা কিছু বুঝতে পারেননি ৷

আরও পড়ুন : ফের ভাটপাড়ায় উদ্ধার 16টি বোমা

বাচ্চাটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । জানা গিয়েছে, এদিন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শিশুটিকে খুঁজে পান তার মা ৷ শিশুটি তখন জানায় তার শরীরে ব্যাথা করছে ৷ পরে গোটা বিষয়টি জানা যায় ৷ যাতে কেউ বুঝতে না পারে তার জন্য শিশুটির মুখও চেপে রেখেছিল ওই অভিযুক্ত ৷ এরপরই খবর দেওয়া হয় আরামবাগ থানায় । শিশুটির কথা অনুযায়ী, এর আগেও অনেকবার এভাবে তাকে ডেকে নিয়ে গিয়ে 'প্রেম' নিবেদন করেছেন ওই বৃদ্ধ ৷

আরামবাগ, 29 মার্চ : বৃদ্ধের যৌন লালসার শিকার শিশু । অভিযোগ, খাবার দেওয়ার নাম করে সকলের অলক্ষ্যে দুধের ওই শিশু কন্যাকে দিয়ে নিজের যৌন লালসা মেটায় ওই বৃদ্ধ (sexual harassment of child, allegation against old man) । ঘটনাটি ঘটেছে আরামবাগের চাঁদুড় এলাকায় । মঙ্গলবার এই ঘটনা জানাজানি হওয়ার পর আরামবাগ থানায় খবর দেওয়া হয় । ঘটনাস্থলে আসে আরামবাগ থানার পুলিশ ৷ পকসো আইনে গ্রেফতার করা হয় ওই অভিযুক্ত বৃদ্ধকে ৷ শিশুটির মায়ের আশঙ্কা, অনেকদিন ধরেই হয়তো বৃদ্ধ এই কাণ্ড ঘটাচ্ছিল, কিন্তু তাঁরা কিছু বুঝতে পারেননি ৷

আরও পড়ুন : ফের ভাটপাড়ায় উদ্ধার 16টি বোমা

বাচ্চাটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে । জানা গিয়েছে, এদিন অনেকক্ষণ খোঁজাখুঁজির পর শিশুটিকে খুঁজে পান তার মা ৷ শিশুটি তখন জানায় তার শরীরে ব্যাথা করছে ৷ পরে গোটা বিষয়টি জানা যায় ৷ যাতে কেউ বুঝতে না পারে তার জন্য শিশুটির মুখও চেপে রেখেছিল ওই অভিযুক্ত ৷ এরপরই খবর দেওয়া হয় আরামবাগ থানায় । শিশুটির কথা অনুযায়ী, এর আগেও অনেকবার এভাবে তাকে ডেকে নিয়ে গিয়ে 'প্রেম' নিবেদন করেছেন ওই বৃদ্ধ ৷

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.