ETV Bharat / state

ওয়ার্ড অফিস নাকি তৃণমূল কার্যালয় ! চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ - lokshabha

ওয়ার্ড অফিস হয়ে উঠেছে তৃণমূলের দলীয় কার্যালয় । এর প্রতিবাদে তারকেশ্বর পৌরসভার চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের ।

চেয়ারম্যান
author img

By

Published : Jun 10, 2019, 10:36 PM IST

Updated : Jun 10, 2019, 10:47 PM IST

তারকেশ্বর, 10 জুন : ওয়ার্ড অফিসকে তৃণমূলের দলীয় কার্যালয় বানানোর প্রতিবাদে চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয় বসিন্দারা । দেওয়া হয় জয়শ্রীরাম স্লোগান । তারকেশ্বর ৫ নম্বর ওয়ার্ডের মনোহরপট্টি এলাকার ঘটনা ।

তারকেশ্বর ৫ নম্বর ওয়ার্ডের অফিসটি দোতলা । নীচের তলায় অঙ্গনওয়াড়ি স্কুল । দ্বিতীয়তলায় চলত ওয়ার্ড অফিসের কাজকর্ম । অভিযোগ, ওয়ার্ড অফিসটিকে ধীরে ধীরে দলীয় কার্যালয় বানিয়ে ফেলে তৃণমূল কর্মীরা । সেখানে তারা দলীয় পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন রাখতে শুরু করে । স্কুলের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ায় কমতে শুরু করে ছাত্র সংখ্যা ।

লোকসভা নির্বাচনে হুগলিতে জয়ী হন BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । এরপরেই ওই ওয়ার্ড অফিস থেকে তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে BJP কর্মীরা । তারা সেখানে নিজেদের ব্যানার লাগিয়ে দেয় । এই বিষয়ে অভিযোগ পেয়ে আজ তারকেশ্বর ৫ নম্বর ওয়ার্ড অফিস পরিদর্শনে যায় তারকেশ্বর পৌরসভার একটি প্রতিনিধি দল । তাদের সঙ্গে ছিলেন পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত । সেখানে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা ।

ভিডিয়োয় শুনুন স্থানীয় বাসিন্দা ও চেয়ারম্যানের বক্তব্য

স্থানীয় বাসিন্দা মনোজ মালাকার বলেন, "এই অফিসের একতলায় অঙ্গনওয়াড়ি স্কুল চলে । 8 বছর ধরে এই ওয়ার্ড অফিসটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছে তৃণমূল কর্মীরা । ফলে এখানে স্কুলের পড়ুয়াদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়েছিল । লোকসভা নির্বাচনের পর এখান থেকে তৃণমূলের দলীয় পতাকা, ফ্ল্যাগ খুলে দেয় স্থানীয়রা । আমরা এই অফিসটিকে কোনও ভাবেই তৃণমূলের দলীয় কার্যালয় বানাতে দেব না । "

পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত বলেন, "এলাকার মানুষের কিছু ক্ষোভ ছিল । আমি স্থানীয় প্রতিনিধিকে বলেছিলাম কাজ হয়নি । তাই নিজে বিষয়টি খতিয়ে দেখার জন্য গেছিলাম । ওদের কিছু সমস্যা আছে । আমরা তা আলোচনার মাধ‍্যমে মিটিয়ে ফেলব ।"

তারকেশ্বর, 10 জুন : ওয়ার্ড অফিসকে তৃণমূলের দলীয় কার্যালয় বানানোর প্রতিবাদে চেয়ারম্যানকে ঘিরে বিক্ষোভ দেখাল স্থানীয় বসিন্দারা । দেওয়া হয় জয়শ্রীরাম স্লোগান । তারকেশ্বর ৫ নম্বর ওয়ার্ডের মনোহরপট্টি এলাকার ঘটনা ।

তারকেশ্বর ৫ নম্বর ওয়ার্ডের অফিসটি দোতলা । নীচের তলায় অঙ্গনওয়াড়ি স্কুল । দ্বিতীয়তলায় চলত ওয়ার্ড অফিসের কাজকর্ম । অভিযোগ, ওয়ার্ড অফিসটিকে ধীরে ধীরে দলীয় কার্যালয় বানিয়ে ফেলে তৃণমূল কর্মীরা । সেখানে তারা দলীয় পতাকা, ফ্ল্যাগ, ফেস্টুন রাখতে শুরু করে । স্কুলের মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হওয়ায় কমতে শুরু করে ছাত্র সংখ্যা ।

লোকসভা নির্বাচনে হুগলিতে জয়ী হন BJP প্রার্থী লকেট চট্টোপাধ্যায় । এরপরেই ওই ওয়ার্ড অফিস থেকে তৃণমূলের দলীয় পতাকা খুলে ফেলে BJP কর্মীরা । তারা সেখানে নিজেদের ব্যানার লাগিয়ে দেয় । এই বিষয়ে অভিযোগ পেয়ে আজ তারকেশ্বর ৫ নম্বর ওয়ার্ড অফিস পরিদর্শনে যায় তারকেশ্বর পৌরসভার একটি প্রতিনিধি দল । তাদের সঙ্গে ছিলেন পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত । সেখানে তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা ।

ভিডিয়োয় শুনুন স্থানীয় বাসিন্দা ও চেয়ারম্যানের বক্তব্য

স্থানীয় বাসিন্দা মনোজ মালাকার বলেন, "এই অফিসের একতলায় অঙ্গনওয়াড়ি স্কুল চলে । 8 বছর ধরে এই ওয়ার্ড অফিসটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করছে তৃণমূল কর্মীরা । ফলে এখানে স্কুলের পড়ুয়াদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হয়েছিল । লোকসভা নির্বাচনের পর এখান থেকে তৃণমূলের দলীয় পতাকা, ফ্ল্যাগ খুলে দেয় স্থানীয়রা । আমরা এই অফিসটিকে কোনও ভাবেই তৃণমূলের দলীয় কার্যালয় বানাতে দেব না । "

পৌরসভার চেয়ারম্যান স্বপন সামন্ত বলেন, "এলাকার মানুষের কিছু ক্ষোভ ছিল । আমি স্থানীয় প্রতিনিধিকে বলেছিলাম কাজ হয়নি । তাই নিজে বিষয়টি খতিয়ে দেখার জন্য গেছিলাম । ওদের কিছু সমস্যা আছে । আমরা তা আলোচনার মাধ‍্যমে মিটিয়ে ফেলব ।"

Intro:পাচ শতাধিক বিজেপি সিপিএম কর্মীর তৃণমুলে যোগ
বিধানসভা নির্বাচনের আগে বিরোধী দলে ভাঙন ধরিয়ে নিজেদের দলের ভীত মজবুত করার কাজ শুরু করে দিল হাওড়া গ্রামীন জেলা তৃণমুল কংগ্রেস। সোমবার বিকালে উলুবেড়িয়া উত্তর বিধানসভা কেন্দ্রে করাতবেড়িয়ায় এক অনুষ্ঠানে বাসুদেবপুর গ্রাম পঞ্চায়েতের নির্দল সদস্য জাহির আব্বাস ও উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির বিজেপি সমর্থিত এক নির্দল সদস্য মৃণাল মাইতি সহ বানিবন ও তুলসীবেড়িয়া অঞ্চলের প্রায় পাঁচ শতাধিক বিজেপি ও সিপিএম কর্মী এবং কংগ্রেস থেকে তৃনমূলে যোগ দিল।
Body:এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের মন্ত্রী তথা উলুবেড়িয়া উত্তর কেন্দ্রের বিধায়ক ডাঃ নির্মল মাজি, উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস। এদিন বিরোধী দল থেকে তৃণমুলে যোগ দেওয়া কর্মীদের প্রসঙ্গে ডাঃ নির্মল মাজি জানান আগামী দিনে এইরকম আরোও অনেক কর্মী তৃণমুলে যোগ দেবে।Conclusion:null
Last Updated : Jun 10, 2019, 10:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.