ETV Bharat / state

কোরোনায় মৃতদের দেহ সৎকার করা যাবে না, বিক্ষোভ আরামবাগে - কোরোনা

এলাকায় কোরোনায় মৃতদের দাহ করা যাবে না । এই দাবিতে আরামবাগ-বন্দর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান বাসিন্দারা ।

arambagh
কোরোনা আক্রান্ত মৃত দেহ সৎকারকে ঘিরে বিক্ষোভ আরামবাগে
author img

By

Published : Aug 7, 2020, 4:53 PM IST

আরামবাগ, 7 অগাস্ট : এলাকায় কোরোনায় মৃতের দেহ সৎকার করা যাবে না । এই দাবিতে আরামবাগ-বন্দর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা । পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা । পুলিশের আশ্বাসে অবরোধ তুললেও সারারাত জেগে পাহারা দেন দামোদর নদ সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা ।

আরামবাগের এক নম্বর ওয়ার্ডের গির্জা তলা এলাকা, দ্বারকেশ্বর নদ সংলগ্ন পার্বতী চক, বৃন্দাবনপুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, রাতে পুলিশ-প্রশাসনের তরফে দ্বারকেশ্বর নদ সংলগ্ন এলাকায় মৃতদেহ সৎকার করা হচ্ছে ৷ এমনকী আধ পোড়া দেহ নদের জলে ফেলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।

গ্রামবাসীদের দাবি, কোরোনায় মৃতদের দেহ যাতে এই এলাকায় সৎকার না করা হয় প্রশাসনকে তার ব্যবস্থা নিতে হবে ৷ এই দাবিতে বৃস্পতিবার রাতে এলাকায় পুলিশের গাড়ি টহল দিতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা । আরামবাগ-বন্দর রোডও অবরোধ করেন ।

ঘটনা প্রসঙ্গে জেলাশাসক ওয়াই রত্নাকর বলেন,"বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ৷ সচেতনতা প্রচারও চালানো হবে ৷ একটি প্রতিনিধি দল ব্যাপারটা খতিয়ে দেখবে ৷"

আরামবাগ, 7 অগাস্ট : এলাকায় কোরোনায় মৃতের দেহ সৎকার করা যাবে না । এই দাবিতে আরামবাগ-বন্দর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা । পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখান তাঁরা । পুলিশের আশ্বাসে অবরোধ তুললেও সারারাত জেগে পাহারা দেন দামোদর নদ সংলগ্ন বেশ কয়েকটি গ্রামের বাসিন্দারা ।

আরামবাগের এক নম্বর ওয়ার্ডের গির্জা তলা এলাকা, দ্বারকেশ্বর নদ সংলগ্ন পার্বতী চক, বৃন্দাবনপুর সহ বেশ কয়েকটি গ্রামের বাসিন্দাদের অভিযোগ, রাতে পুলিশ-প্রশাসনের তরফে দ্বারকেশ্বর নদ সংলগ্ন এলাকায় মৃতদেহ সৎকার করা হচ্ছে ৷ এমনকী আধ পোড়া দেহ নদের জলে ফেলা দেওয়া হচ্ছে বলে অভিযোগ ।

গ্রামবাসীদের দাবি, কোরোনায় মৃতদের দেহ যাতে এই এলাকায় সৎকার না করা হয় প্রশাসনকে তার ব্যবস্থা নিতে হবে ৷ এই দাবিতে বৃস্পতিবার রাতে এলাকায় পুলিশের গাড়ি টহল দিতে গেলে তাদের ঘিরে বিক্ষোভ দেখান বাসিন্দারা । আরামবাগ-বন্দর রোডও অবরোধ করেন ।

ঘটনা প্রসঙ্গে জেলাশাসক ওয়াই রত্নাকর বলেন,"বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে ৷ সচেতনতা প্রচারও চালানো হবে ৷ একটি প্রতিনিধি দল ব্যাপারটা খতিয়ে দেখবে ৷"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.