ETV Bharat / state

Rail blockade at Khanyan : প্রায় চার ঘন্টা পর রেলের আশ্বাসে খন্যান স্টেশনে উঠল অবরোধ - Eastern Railway

থার্ড লাইনে কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল করে রেল (train cancelled) ৷ সকালে ট্রেন না পেয়ে ফের খন্যান স্টেশনে রেল অবরোধ (Rail blockade) করে নিত্য যাত্রীরা ৷ প্রায় চার ঘন্টা পর রেল দফতরের আশ্বাসে অবরোধ উঠে গিয়েছে ৷

Again Rail Blockade in Khanyan station
Rail blockade
author img

By

Published : Sep 6, 2022, 10:21 AM IST

Updated : Sep 6, 2022, 4:20 PM IST

হুগলি, 6 সেপ্টেম্বর: অবশেষে প্রায় চার ঘন্টা পর অবরোধ উঠল খন্যান স্টেশনে । রেলের প্রতিশ্রুতি মতো ট্রেন না মেলায় আবারও নিত্যযাত্রীরা অবরোধ করে মঙ্গলবার(Again Rail blockade in Khanyan station) । সোমবার সপ্তাহের প্রথম দিনেই প্রায় তিন ঘন্টা অবরোধ করা হয়েছিল । যার জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে পড়েছিল ৷ তারপর আবারও এদিন ট্রেন অবরোধ করে নিত্যযাত্রীরা । মঙ্গলবার সকাল সাতটা থেকে খন্যান স্টেশনে রেল অবরোধ করে যাত্রীরা । বুধবার থেকে সকালে ট্রেন দেওয়া হবে বলে রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে । এরপরই উঠে যায় অবরোধ । তবে ততক্ষণে কেটে গিয়েছে 4 ঘণ্টা ।

হাওড়া-বর্ধমান শাখায় শক্তিগড় থেকে রসুলপুর পর্যন্ত থার্ড লাইনের কাজ চলছে । প্রি ও নন ইন্টারলকিং-এর কাজও শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর । গত 3 সেপ্টেম্বর থেকে ট্রেন না থাকায় কাজে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের । বিশেষ করে দিনমজুরদের বেশি অসুবিধা হচ্ছে ৷ তারা নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে পারছে না বলে অভিযোগ । তাই ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে আজও বিক্ষোভ ও অবরোধ করেন যাত্রীরা ।

ফের রেল অবরোধ খন্যানে

সোমবার দীর্ঘ তিন ঘন্টা অবরোধের পর রেলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়, মঙ্গলবার থেকে কিছু ট্রেন বাড়ানো হবে । সকালে 5টা থেকে ট্রেন চালানো হবে । কিন্তু আজ সকালে খন্যান স্টেশনে প্রথম ট্রেন 6.50 মিনিটে আসে । এর পরেই আবার বিক্ষোভ ও অবরোধ শুরু করে নিত্যযাত্রীরা । স্টেশনের আগে ট্রেনের সামনে লোহার বার ফেলে লাইনে বসে পরে যাত্রীরা । এর ফলে হাওড়া লোকাল ট্রেন আটকে যায় । তাদের দাবি, মেমারি পর্যন্ত থার্ড লাইন আছে । কেন মেমারি পর্যন্ত ট্রেন চালাচ্ছে না রেল । যদি রেলের তরফে সকালের দিকে ট্রেনের ব্যবস্থা না করা হয় ততক্ষণ এই অবরোধ চলবে ।

প্রসঙ্গত, রেল সূত্রে আগেই ঘোষণা করা হয় । হাওড়া ডিভিশনের রসুলপুর ও শক্তিগড় স্টেশনের মধ্যে এগারো দিন পূর্ব রেলের তৃতীয় লাইন তৈরির কাজ চলবে । সেই কারণে 3 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত আপ ও ডাউন হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে ট্রেন বাতিল ও পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে পূর্ব রেল (Eastern Railway) ।

আরও পড়ুন: ট্রেন বাতিলের প্রতিবাদে প্রায় 3 ঘন্টা রেল অবরোধ খন্যান স্টেশনে

বিক্ষোভকারী আরতি মিত্র বলেন, "সোমবার আমাদের বলেছিল ভোর থেকে ট্রেন দেবে । কিন্তু আজও সেই 7টায় ট্রেন দিয়েছে । তাই আমরা অবরোধ করছি । স্টেশন মাস্টারকে বলি, তাঁরা বলছে আমরা ভুল শুনেছি । তাই যতক্ষন ভোরে লোকাল ট্রেন না চালিয়ে মেল চালাবে, ততক্ষন অবরোধ চলবে ।"

হুগলি, 6 সেপ্টেম্বর: অবশেষে প্রায় চার ঘন্টা পর অবরোধ উঠল খন্যান স্টেশনে । রেলের প্রতিশ্রুতি মতো ট্রেন না মেলায় আবারও নিত্যযাত্রীরা অবরোধ করে মঙ্গলবার(Again Rail blockade in Khanyan station) । সোমবার সপ্তাহের প্রথম দিনেই প্রায় তিন ঘন্টা অবরোধ করা হয়েছিল । যার জেরে ট্রেন পরিষেবা ব্যাহত হয়ে পড়েছিল ৷ তারপর আবারও এদিন ট্রেন অবরোধ করে নিত্যযাত্রীরা । মঙ্গলবার সকাল সাতটা থেকে খন্যান স্টেশনে রেল অবরোধ করে যাত্রীরা । বুধবার থেকে সকালে ট্রেন দেওয়া হবে বলে রেলের তরফে আশ্বাস দেওয়া হয়েছে । এরপরই উঠে যায় অবরোধ । তবে ততক্ষণে কেটে গিয়েছে 4 ঘণ্টা ।

হাওড়া-বর্ধমান শাখায় শক্তিগড় থেকে রসুলপুর পর্যন্ত থার্ড লাইনের কাজ চলছে । প্রি ও নন ইন্টারলকিং-এর কাজও শুরু হয়ে গিয়েছে বলে সূত্রের খবর । গত 3 সেপ্টেম্বর থেকে ট্রেন না থাকায় কাজে যেতে ভোগান্তিতে পড়তে হচ্ছে নিত্যযাত্রীদের । বিশেষ করে দিনমজুরদের বেশি অসুবিধা হচ্ছে ৷ তারা নির্দিষ্ট সময়ে কাজে যোগ দিতে পারছে না বলে অভিযোগ । তাই ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবিতে আজও বিক্ষোভ ও অবরোধ করেন যাত্রীরা ।

ফের রেল অবরোধ খন্যানে

সোমবার দীর্ঘ তিন ঘন্টা অবরোধের পর রেলের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়, মঙ্গলবার থেকে কিছু ট্রেন বাড়ানো হবে । সকালে 5টা থেকে ট্রেন চালানো হবে । কিন্তু আজ সকালে খন্যান স্টেশনে প্রথম ট্রেন 6.50 মিনিটে আসে । এর পরেই আবার বিক্ষোভ ও অবরোধ শুরু করে নিত্যযাত্রীরা । স্টেশনের আগে ট্রেনের সামনে লোহার বার ফেলে লাইনে বসে পরে যাত্রীরা । এর ফলে হাওড়া লোকাল ট্রেন আটকে যায় । তাদের দাবি, মেমারি পর্যন্ত থার্ড লাইন আছে । কেন মেমারি পর্যন্ত ট্রেন চালাচ্ছে না রেল । যদি রেলের তরফে সকালের দিকে ট্রেনের ব্যবস্থা না করা হয় ততক্ষণ এই অবরোধ চলবে ।

প্রসঙ্গত, রেল সূত্রে আগেই ঘোষণা করা হয় । হাওড়া ডিভিশনের রসুলপুর ও শক্তিগড় স্টেশনের মধ্যে এগারো দিন পূর্ব রেলের তৃতীয় লাইন তৈরির কাজ চলবে । সেই কারণে 3 সেপ্টেম্বর থেকে 13 সেপ্টেম্বর দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত আপ ও ডাউন হাওড়া-বর্ধমান কর্ড ও মেইন লাইনে ট্রেন বাতিল ও পরিস্থিতি অনুযায়ী নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে পূর্ব রেল (Eastern Railway) ।

আরও পড়ুন: ট্রেন বাতিলের প্রতিবাদে প্রায় 3 ঘন্টা রেল অবরোধ খন্যান স্টেশনে

বিক্ষোভকারী আরতি মিত্র বলেন, "সোমবার আমাদের বলেছিল ভোর থেকে ট্রেন দেবে । কিন্তু আজও সেই 7টায় ট্রেন দিয়েছে । তাই আমরা অবরোধ করছি । স্টেশন মাস্টারকে বলি, তাঁরা বলছে আমরা ভুল শুনেছি । তাই যতক্ষন ভোরে লোকাল ট্রেন না চালিয়ে মেল চালাবে, ততক্ষন অবরোধ চলবে ।"

Last Updated : Sep 6, 2022, 4:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.