ETV Bharat / state

আরামবাগে প্রায় 200 দলীয় কর্মী ঘরছাড়া, অভিযোগ বিজেপির - After election, about 200 bjp workers in Arambagh were evicted

আরামবাগ বিধানসভা কেন্দ্রে 200 জনেরও বেশি কর্মী সমর্থক ইতিমধ্যেই ঘরছাড়া হয়েছেন বলে দাবি আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগের ।

After election, about 200 bjp workers in Arambagh were evicted
নির্বাচনের পর আরামবাগে প্রায় 200 জন দলীয় কর্মী ঘরছাড়া
author img

By

Published : May 9, 2021, 8:36 PM IST

আরামবাগ, 9 মে : নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি ও তৃণমূলের দ্বন্দ্বে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় । মহকুমার চারটি আসনেই জয়লাভ করেছে বিজেপি । কিন্তু এবারও বাংলায় ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস । আর ফল ঘোষণার পর থেকেই মহকুমার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা ঘরছাড়া হয়েছেন বলেই বিজেপির তরফে অভিযোগ ।

আরামবাগ বিধানসভা কেন্দ্রে 200 জনেরও বেশি কর্মী ও সমর্থক ইতিমধ্যেই ঘরছাড়া হয়েছেন বলে দাবি করেছেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ । রবিবার সকালে আরামবাগের বাতানল এলাকায় ঘরছাড়া কর্মীদের সাথে দেখা করলেন মধুসূদনবাবু । তিনি জানিয়েছেন, এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করলেও তৃণমূল তাদের কর্মীদের ঘরছাড়া করে দিয়েছে । মূলত এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল । ঘর ছাড়া শুধু নয় তাদের বাড়ি ভাঙচুরও করা হয়েছে । এমনকি এলাকায় ব্যাপক বোমাবাজি করেছে তৃণমূলের লোকজন । এমনটাই অভিযোগ মধুসূদন বাগের । পুলিশকে সমস্ত বিষয়টি জানানো হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক না হলে আর তারা মুখ বুজে সহ্য করবে না বলেও সাফ জানিয়েছেন তিনি ।

পায়েল জানা নামে এক গৃহবধূ বলেন, তার শ্বশুরমশাই বিজেপি করেন । আর এই অপরাধেই ভোটের ফল ঘোষণার পর থেকে তাঁর স্বামী ও শ্বশুর ঘরছাড়া । কার্যত পুরুষশূন্য গোটা এলাকা । তাদের মারধরের পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে । এমনকি মুড়ি-মুড়কির মতো এলাকায় বোমা বাজি করছে তৃণমূলের লোকজন । এমনই অভিযোগ করেছেন পায়েল দেবী ।

নির্বাচনের পর আরামবাগে প্রায় 200 জন দলীয় কর্মী ঘরছাড়া, অভিযোগ বিজেপির

আরও পড়ুন : রাজনৈতিক হিংসা অব্যাহত আরামবাগে, বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুর

যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই । অযথায তাদের নামে কুৎসা রটাচ্ছে বিজেপি । প্রয়োজন হলে তারা থানায় অভিযোগ করুক । আসলে এতদিন উস্কানি দিয়েছে বিজেপি । এবার এলাকার মানুষের তাড়া খেয়ে ঘরছাড়া হয়েছে তারা ।

আরামবাগ, 9 মে : নির্বাচনের ফল ঘোষণার পর বিজেপি ও তৃণমূলের দ্বন্দ্বে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে আরামবাগ মহকুমার বিভিন্ন এলাকায় । মহকুমার চারটি আসনেই জয়লাভ করেছে বিজেপি । কিন্তু এবারও বাংলায় ক্ষমতা দখল করেছে তৃণমূল কংগ্রেস । আর ফল ঘোষণার পর থেকেই মহকুমার বিভিন্ন এলাকায় বিজেপি কর্মী সমর্থকরা ঘরছাড়া হয়েছেন বলেই বিজেপির তরফে অভিযোগ ।

আরামবাগ বিধানসভা কেন্দ্রে 200 জনেরও বেশি কর্মী ও সমর্থক ইতিমধ্যেই ঘরছাড়া হয়েছেন বলে দাবি করেছেন আরামবাগের বিজেপি বিধায়ক মধুসূদন বাগ । রবিবার সকালে আরামবাগের বাতানল এলাকায় ঘরছাড়া কর্মীদের সাথে দেখা করলেন মধুসূদনবাবু । তিনি জানিয়েছেন, এই কেন্দ্রে বিজেপি জয়লাভ করলেও তৃণমূল তাদের কর্মীদের ঘরছাড়া করে দিয়েছে । মূলত এলাকায় অশান্তির পরিবেশ তৈরি করতে চাইছে তৃণমূল । ঘর ছাড়া শুধু নয় তাদের বাড়ি ভাঙচুরও করা হয়েছে । এমনকি এলাকায় ব্যাপক বোমাবাজি করেছে তৃণমূলের লোকজন । এমনটাই অভিযোগ মধুসূদন বাগের । পুলিশকে সমস্ত বিষয়টি জানানো হয়েছে । পরিস্থিতি স্বাভাবিক না হলে আর তারা মুখ বুজে সহ্য করবে না বলেও সাফ জানিয়েছেন তিনি ।

পায়েল জানা নামে এক গৃহবধূ বলেন, তার শ্বশুরমশাই বিজেপি করেন । আর এই অপরাধেই ভোটের ফল ঘোষণার পর থেকে তাঁর স্বামী ও শ্বশুর ঘরছাড়া । কার্যত পুরুষশূন্য গোটা এলাকা । তাদের মারধরের পাশাপাশি হুমকি দেওয়া হচ্ছে । এমনকি মুড়ি-মুড়কির মতো এলাকায় বোমা বাজি করছে তৃণমূলের লোকজন । এমনই অভিযোগ করেছেন পায়েল দেবী ।

নির্বাচনের পর আরামবাগে প্রায় 200 জন দলীয় কর্মী ঘরছাড়া, অভিযোগ বিজেপির

আরও পড়ুন : রাজনৈতিক হিংসা অব্যাহত আরামবাগে, বিজেপি কর্মীদের মারধর ও বাড়ি ভাঙচুর

যদিও তৃণমূলের তরফে জানানো হয়েছে, এই ঘটনার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই । অযথায তাদের নামে কুৎসা রটাচ্ছে বিজেপি । প্রয়োজন হলে তারা থানায় অভিযোগ করুক । আসলে এতদিন উস্কানি দিয়েছে বিজেপি । এবার এলাকার মানুষের তাড়া খেয়ে ঘরছাড়া হয়েছে তারা ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.