ETV Bharat / state

অক্সিজেনের কালোবাজারির অভিযোগ, প্রশাসনের অভিযান মগরায়

এদিন অক্সিজেন কালোবাজারি রুখতে বিভিন্ন অক্সিজেন সাপ্লাইকারি এজেন্সি ও ওষুধের দোকানে অভিযান চালায় মগড়া ব্লক প্রশাসন ও মগড়া থানার পুলিশ ।

administration-take-action-to-stop-black-market-of-oxygen-and-medicine-in-magra
administration-take-action-to-stop-black-market-of-oxygen-and-medicine-in-magra
author img

By

Published : May 18, 2021, 8:54 PM IST

মগরা (হুগলি), 18 মে: বাজারে অক্সিজেনের আকাল ৷ সেই সুযোগে কালোবাজারির অভিযোগ উঠল মগরার এক গ্যাস এজেন্সির বিরুদ্ধে । অভিযোগ পেয়ে অভিযান চালাল জেলা প্রশাসন ৷ মগরার গ্যাস এজেন্সি এনআর এন্টারপ্রাইজকে সতর্ক করে দেওয়া হল । অভিযোগ, এজেন্সিটির তরফে অক্সিজেন সিলিন্ডার পিছু বারোশো টাকার রশিদ লেখা হলেও আঠারোশো টাকা করে নেওয়া হচ্ছে । সেই সূত্রে এদিন এজেন্সির কর্ণধার অরিন্দম দাসকে সতর্ক করল জেলা প্রশাসনের আধিকারিকরা । জানিয়ে দেওয়া হয়েছে, ফের একই অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে ।

অক্সিজেনের কালোবাজারির অভিযোগ ৷

আরও পড়ুন: অক্সিজেনের ট্য়াঙ্ক খালি হয়ে যাওয়ার পরও 270 জনের প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

এদিন অক্সিজেন কালোবাজারি রুখতে বিভিন্ন অক্সিজেন সাপ্লাইকারি এজেন্সি ও ওষুধের দোকানে অভিযান চালায় মগড়া ব্লক প্রশাসন ও মগড়া থানার পুলিশ । মগড়ার এনআর এন্টারপ্রাইজের বিরুদ্ধে অভিযোগ, তারা অতিরিক্ত দাম নিচ্ছে অক্সিজেনের । বারেশো টাকার অক্সিজেন আঠারোশো টাকায় বিক্রি করছে । যদিও বিল ধরাচ্ছে বারোশো টাকারই । অভিযোগ পেয়ে আজ তদন্তে নামেন মগড়া বিডিও অফিসের আধিকারীকরা । পরে মগড়া থানার পুলিশও আসে । কেন বেশি দাম নেওয়া হচ্ছে, প্রশ্ন করেন আধিকারিকরা ৷ কালোবাজারি করলে মামলা করা হবে বলে জানিয়ে দেওয়া হয় মঙ্গলবার ৷

যদিও এনআর এন্টারপ্রাইজের কর্ণধার অরিন্দম দাসের দাবি, বেশি টাকা নেওয়া হয় না । উল্টে মানুষকে সাহায্য করা হয় ।

মগরা (হুগলি), 18 মে: বাজারে অক্সিজেনের আকাল ৷ সেই সুযোগে কালোবাজারির অভিযোগ উঠল মগরার এক গ্যাস এজেন্সির বিরুদ্ধে । অভিযোগ পেয়ে অভিযান চালাল জেলা প্রশাসন ৷ মগরার গ্যাস এজেন্সি এনআর এন্টারপ্রাইজকে সতর্ক করে দেওয়া হল । অভিযোগ, এজেন্সিটির তরফে অক্সিজেন সিলিন্ডার পিছু বারোশো টাকার রশিদ লেখা হলেও আঠারোশো টাকা করে নেওয়া হচ্ছে । সেই সূত্রে এদিন এজেন্সির কর্ণধার অরিন্দম দাসকে সতর্ক করল জেলা প্রশাসনের আধিকারিকরা । জানিয়ে দেওয়া হয়েছে, ফের একই অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে ।

অক্সিজেনের কালোবাজারির অভিযোগ ৷

আরও পড়ুন: অক্সিজেনের ট্য়াঙ্ক খালি হয়ে যাওয়ার পরও 270 জনের প্রাণ বাঁচালেন চিকিৎসকরা

এদিন অক্সিজেন কালোবাজারি রুখতে বিভিন্ন অক্সিজেন সাপ্লাইকারি এজেন্সি ও ওষুধের দোকানে অভিযান চালায় মগড়া ব্লক প্রশাসন ও মগড়া থানার পুলিশ । মগড়ার এনআর এন্টারপ্রাইজের বিরুদ্ধে অভিযোগ, তারা অতিরিক্ত দাম নিচ্ছে অক্সিজেনের । বারেশো টাকার অক্সিজেন আঠারোশো টাকায় বিক্রি করছে । যদিও বিল ধরাচ্ছে বারোশো টাকারই । অভিযোগ পেয়ে আজ তদন্তে নামেন মগড়া বিডিও অফিসের আধিকারীকরা । পরে মগড়া থানার পুলিশও আসে । কেন বেশি দাম নেওয়া হচ্ছে, প্রশ্ন করেন আধিকারিকরা ৷ কালোবাজারি করলে মামলা করা হবে বলে জানিয়ে দেওয়া হয় মঙ্গলবার ৷

যদিও এনআর এন্টারপ্রাইজের কর্ণধার অরিন্দম দাসের দাবি, বেশি টাকা নেওয়া হয় না । উল্টে মানুষকে সাহায্য করা হয় ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.