ETV Bharat / state

লকডাউনে হুগলিতে বাড়ছে বালি মাফিয়াদের দৌরাত্ম, অভিযোগ লকেটের - লকেট চট্টোপাধ্যায়

গুপ্তিপাড়াসহ একাধিক এলাকায় বালি চুরির ঘটনা বাড়ছে । এমনই অভিযোগ হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়ের ।

Lockdown
লকেট চট্টোপাধ্যায়
author img

By

Published : Apr 9, 2020, 8:29 PM IST

হুগলি, 9 এপ্রিল : লকডাউনের সুযোগ নিয়ে বাড়ছে বালি মাফিয়াদের দৌরাত্ম । গুপ্তিপাড়ার একাধিক এলাকায় লকডাউনের মাঝেই চলছে বালি চুরি । একাধিক অভিযোগ নিয়ে জেলাশাসকের দপ্তরে অভিযোগ জানালেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।

লকডাউনে রেশন দোকানগুলিতে পাঁচ কেজির বদলে দু'কেজি করে চাল দেওয়া হচ্ছে বলেও জেলাশাসকের কাছে অভিযোগ জানান তিনি । তবে এই বিষয়ে কোনও উত্তর পাননিবলে জানিয়েছেন । বলা হয়েছে, দু'কেজি করেই চাল বিলির নির্দেশ রয়েছে ।

কী বলছেন BJP সাংসদ

পাশাপাশি হুগলি লোকসভা এলাকায় কোনও কোয়ারান্টাইন কেন্দ্র না থাকা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন সাংসদ । বলেন, "আরামবাগে আছে, ডানকুনিতে আছে, উত্তরপাড়ায় আছে । কিন্তু হুগলি লোকসভা এলাকায় কোনও কোয়ারান্টাইন সেন্টার নেই ।" চুঁচুড়া হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও প্রশ্ন তোলেন সাংসদ । হাসপাতালে পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজ়ার ও PPE কিট নেই বলেও অভিযোগ জানান তিনি ।

হুগলি, 9 এপ্রিল : লকডাউনের সুযোগ নিয়ে বাড়ছে বালি মাফিয়াদের দৌরাত্ম । গুপ্তিপাড়ার একাধিক এলাকায় লকডাউনের মাঝেই চলছে বালি চুরি । একাধিক অভিযোগ নিয়ে জেলাশাসকের দপ্তরে অভিযোগ জানালেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায় ।

লকডাউনে রেশন দোকানগুলিতে পাঁচ কেজির বদলে দু'কেজি করে চাল দেওয়া হচ্ছে বলেও জেলাশাসকের কাছে অভিযোগ জানান তিনি । তবে এই বিষয়ে কোনও উত্তর পাননিবলে জানিয়েছেন । বলা হয়েছে, দু'কেজি করেই চাল বিলির নির্দেশ রয়েছে ।

কী বলছেন BJP সাংসদ

পাশাপাশি হুগলি লোকসভা এলাকায় কোনও কোয়ারান্টাইন কেন্দ্র না থাকা নিয়েও ক্ষোভপ্রকাশ করেন সাংসদ । বলেন, "আরামবাগে আছে, ডানকুনিতে আছে, উত্তরপাড়ায় আছে । কিন্তু হুগলি লোকসভা এলাকায় কোনও কোয়ারান্টাইন সেন্টার নেই ।" চুঁচুড়া হাসপাতালের স্বাস্থ্য পরিকাঠামো নিয়েও প্রশ্ন তোলেন সাংসদ । হাসপাতালে পর্যাপ্ত মাস্ক, স্যানিটাইজ়ার ও PPE কিট নেই বলেও অভিযোগ জানান তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.