ETV Bharat / state

তৃণমূল কার্যালয় ভাঙুচরের অভিযোগ, অস্বীকার BJP-র

তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ৷

পৌরসভার তৃণমূলের দলীয় কার্যালয়ে চলে ভাঙচুর
author img

By

Published : Aug 1, 2019, 3:23 PM IST

Updated : Aug 1, 2019, 3:29 PM IST

তারকেশ্বর, 1 অগাস্ট: তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ৷ তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷

অভিযোগ, গতকাল রাতে BJP আশ্রিত দুষ্কৃতীরা তারকেশ্বর পৌরভার 14 নম্বর ওয়ার্ডের সামনে থাকা তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালায় ৷ কার্যালয়ে আগুনও ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ দলীয় কার্যালয় থেকে টাকা চুরির অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব ৷ এছাড়াও বেশকিছু পোস্টার ও তৃণমূলের পতাকা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম ভাণ্ডারি বলেন, "আজ সকালে এসে দেখি, দলীয় কার্যালয়ের দরজা ভাঙা ৷ কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে ৷ বাসস্ট্যান্ড পর্যন্ত থাকা দলীয় পতাকা ছিঁড়ে নালায় ফেলে দিয়েছে ৷ দলনেত্রীর নির্দেশে জনসংযোগ যাত্রার ফলে মানুষ তৃণমূলের দিকে ঝুঁকছে ৷ BJP নেতৃত্ব ভয় পেয়েই একাজ করেছে ৷"

TMC
ছেঁড়া হয়েছে তৃণমূলের ব্যানার

আরও পড়ুন : মানুষ ক্ষিপ্ত, জনসংযোগ করেও তৃণমূলের ভাগ্য ফিরবে না : সায়ন্তন

যদিও অভিযোগ অস্বীকার করে BJP-র টাউন সভাপতি সন্দীপ সরকার বলেন, "এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয় ৷ প্রশাসনের কাছে অনুরোধ করব ঘটনার সঠিক তদন্ত করা হোক ৷ তৃণমূল নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে বদনাম করার জন্য BJP-র ঘাড়ে দোষ চাপাচ্ছে ৷ এরকম ঘৃণ্য রাজনীতি BJP করে না ৷"

তারকেশ্বর, 1 অগাস্ট: তৃণমূল কার্যালয়ে ভাঙচুর ও পতাকা ছেঁড়ার অভিযোগ উঠল BJP-র বিরুদ্ধে ৷ যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় BJP নেতৃত্ব ৷ তারকেশ্বর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডের ঘটনা ৷

অভিযোগ, গতকাল রাতে BJP আশ্রিত দুষ্কৃতীরা তারকেশ্বর পৌরভার 14 নম্বর ওয়ার্ডের সামনে থাকা তৃণমূল কার্যালয়ে ভাঙচুর চালায় ৷ কার্যালয়ে আগুনও ধরিয়ে দেওয়ার চেষ্টা করে দুষ্কৃতীরা ৷ দলীয় কার্যালয় থেকে টাকা চুরির অভিযোগ তুলেছে তৃণমূল নেতৃত্ব ৷ এছাড়াও বেশকিছু পোস্টার ও তৃণমূলের পতাকা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ ৷ 14 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর উত্তম ভাণ্ডারি বলেন, "আজ সকালে এসে দেখি, দলীয় কার্যালয়ের দরজা ভাঙা ৷ কার্যালয়ের আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে ৷ বাসস্ট্যান্ড পর্যন্ত থাকা দলীয় পতাকা ছিঁড়ে নালায় ফেলে দিয়েছে ৷ দলনেত্রীর নির্দেশে জনসংযোগ যাত্রার ফলে মানুষ তৃণমূলের দিকে ঝুঁকছে ৷ BJP নেতৃত্ব ভয় পেয়েই একাজ করেছে ৷"

TMC
ছেঁড়া হয়েছে তৃণমূলের ব্যানার

আরও পড়ুন : মানুষ ক্ষিপ্ত, জনসংযোগ করেও তৃণমূলের ভাগ্য ফিরবে না : সায়ন্তন

যদিও অভিযোগ অস্বীকার করে BJP-র টাউন সভাপতি সন্দীপ সরকার বলেন, "এই ঘটনার সঙ্গে দলের কেউ যুক্ত নয় ৷ প্রশাসনের কাছে অনুরোধ করব ঘটনার সঠিক তদন্ত করা হোক ৷ তৃণমূল নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে বদনাম করার জন্য BJP-র ঘাড়ে দোষ চাপাচ্ছে ৷ এরকম ঘৃণ্য রাজনীতি BJP করে না ৷"

Intro:Body:তারকেশ্বর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর এবং শহরের বিভিন্ন জায়গায় তৃণমূলের দলীয় পতাকা ছেঁড়ার অভিযোগ বিজেপি বিরুদ্ধে।অভিযোগ অস্বীকার বিজেপির।
অভিযোগ গত কাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তারকেশ্বর পৌরসভার সামনে অবস্থিত ১১ নম্বর ওয়ার্ডে পার্টি অফিসে ব্যাপক ভাঙচুর চালায়।
এছাড়া আগুন লাগানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ।
ওই পার্টি অফিসে থাকা আসবাস পত্র ভাঙচুর এবং অফিসে থাকা বেশ কিছু টাকা চুরি হয়েছে বলে অভিযোগ।
এছাড়া শহরে লাগানো ব্যানার কেটে দেওয়া এবং দলীয় পতাকা ছিঁড়ে ফেলে দেওয়া হয়।
সমস্ত ঘটনার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে।
১১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার উত্তম ভান্ডারী বলেন গতকাল রাতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের পার্টি অফিসে ভাঙচুর চালায় এবং অফিসে আগুন লাগানোর চেষ্টা করে।এছাড়া শহরের বিভিন্ন জায়গায় দলীয় পতাকা ,ব্যানার ছিঁড়ে ফেলে দেয়।বিজেপি এসব করছে তার কারণ এলাকার মানুষ আবার তৃণমূল কংগ্রেসের দিকে ঝুঁকতে শুরু করেছে মমতা ব্যানার্জির জনসংযোগের ফলে।সেটা বিজেপি সহ্য করতে না পেরে এই ধরণের ঘটনা ঘটাচ্ছে।

যদিও বিজেপি তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।বিজেপির তারকেশ্বর টাউন সভাপতি সন্দীপ সরকার বলেন এই ঘটনার সাথে বিজেপির কেউ যুক্ত নয়।প্রশাসনের কাছে অনুরোধ করবো সঠিক তদন্ত করুক কারা করেছে।তৃণমূল নিজেরাই নিজেদের পার্টি অফিস ভাঙচুর করে বিজেপির ঘাড়ে দোষ চাপাচ্ছে বিজেপি কে বদনাম করার জন্য।এরকম ঘৃণ্য রাজনীতি বিজেপি করে না।

wb_hgl_01_tarakeswar_tmc party office attack_copi_10007

B_1_উত্তম ভান্ডারী(তৃণমূল কাউন্সিলার)
B_2_সন্দীপ সরকার(বিজেপি টাউন সভাপতি)Conclusion:
Last Updated : Aug 1, 2019, 3:29 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.