ETV Bharat / state

কল্যাণের নামে কুরুচিকর পোস্ট, ফাঁড়ি ভাঙচুর ; ধৃতদের জেল হেপাজত

কল্যাণ ব্যানার্জির কুরুচিকর ছবি ফেসবুকে শেয়ারের মামলায় মোট ছ'জনকে 14 দিনের জেল হেপাজতের নির্দেশ দিল শ্রীরামপুর আদালত ।

author img

By

Published : May 9, 2019, 11:31 PM IST

Updated : May 9, 2019, 11:40 PM IST

শ্রীরামপুরে আদালতে তোলা হচ্ছে ধৃতদের

শ্রীরামপুর, 9 মে : কল্যাণ ব্যানার্জির ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ারের ঘটনায় ধৃতদের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ । আজ ছয় অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হয় ।

ভোট প্রচারের সময় 21 এপ্রিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জিকে শ্রীরামপুরের এক যুবতি মালা পরিয়ে দেন । সেই ছবি মোবাইলে তুলে রাখেন যুবতির ভাই । পরে সেই ছবি যুবতির বাবা ফেসবুকে পোস্ট করেন । RSS নেতা অমনিশ আইয়ার তা শেয়ার করেন । সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি । কু-ইঙ্গিত ও কুৎসা করার অভিযোগ জানায় তৃণমূল । পাশাপাশি ওই যুবতিও অমনিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ।

দেখুন ভিডিয়ো

গতরাতে অঞ্জনগর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে আনলে BJP কর্মীরা শেওড়াফুলি ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান । পাশাপাশি GT রোড অবরোধ করেন । অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে । ফাঁড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে BJP কর্মীদের বিরুদ্ধে । এই ঘটনায় অলোক সরকার, ইন্দ্রজিৎ সিং, রবীন্দ্র শর্মা, আশিস সিং ও রবীন্দ্র কুমার সাউকে গ্রেপ্তার করে পুলিশ । এরমধ্যে ইন্দ্রজিৎ চাঁপদানি মণ্ডলের সহ-সভাপতি । আজ ছ'জনকেই আদালতে তোলা হয় ।

শ্রীরামপুর আদালতে দাঁড়িয়ে BJP নেতা অলোক সরকার ও অমনিশ কল্যাণের বিরুদ্ধে স্লোগান তোলেন । তাঁরা বলেন, "আমরা যদি ফাঁড়ি ভাঙচুর করি পুলিশ CCTV ফুটেজ দেখাক। আর কোনও কুরুচিকর মন্তব্য করিনি সোশাল মিডিয়ায় । মানুষকে বুঝে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি । মিথ্যা মামলায় আমাদের ফাঁসানো হয়েছে ।"

শ্রীরামপুর, 9 মে : কল্যাণ ব্যানার্জির ছবি বিকৃত করে ফেসবুকে শেয়ারের ঘটনায় ধৃতদের 14 দিনের জেল হেপাজতের নির্দেশ । আজ ছয় অভিযুক্তকে শ্রীরামপুর আদালতে তোলা হয় ।

ভোট প্রচারের সময় 21 এপ্রিল শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কল্যাণ ব্যানার্জিকে শ্রীরামপুরের এক যুবতি মালা পরিয়ে দেন । সেই ছবি মোবাইলে তুলে রাখেন যুবতির ভাই । পরে সেই ছবি যুবতির বাবা ফেসবুকে পোস্ট করেন । RSS নেতা অমনিশ আইয়ার তা শেয়ার করেন । সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে সেই ছবি । কু-ইঙ্গিত ও কুৎসা করার অভিযোগ জানায় তৃণমূল । পাশাপাশি ওই যুবতিও অমনিশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন ।

দেখুন ভিডিয়ো

গতরাতে অঞ্জনগর থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে আনলে BJP কর্মীরা শেওড়াফুলি ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখান । পাশাপাশি GT রোড অবরোধ করেন । অবরোধ তুলতে পুলিশ লাঠিচার্জ করে । ফাঁড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে BJP কর্মীদের বিরুদ্ধে । এই ঘটনায় অলোক সরকার, ইন্দ্রজিৎ সিং, রবীন্দ্র শর্মা, আশিস সিং ও রবীন্দ্র কুমার সাউকে গ্রেপ্তার করে পুলিশ । এরমধ্যে ইন্দ্রজিৎ চাঁপদানি মণ্ডলের সহ-সভাপতি । আজ ছ'জনকেই আদালতে তোলা হয় ।

শ্রীরামপুর আদালতে দাঁড়িয়ে BJP নেতা অলোক সরকার ও অমনিশ কল্যাণের বিরুদ্ধে স্লোগান তোলেন । তাঁরা বলেন, "আমরা যদি ফাঁড়ি ভাঙচুর করি পুলিশ CCTV ফুটেজ দেখাক। আর কোনও কুরুচিকর মন্তব্য করিনি সোশাল মিডিয়ায় । মানুষকে বুঝে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছি । মিথ্যা মামলায় আমাদের ফাঁসানো হয়েছে ।"

Intro:কল্যাণ ব্যানার্জ্জী কুরুচিকর ছবি ফেসবুকে শেয়ার নিয়ে শেওড়াফুলি ফাঁড়িতে ঘেরাও ভাঙচুর সহ বেশ কয়েকটি কেসে মোট ছয় জনকে গ্রেফতার করে শ্রীরামপুর পুলিশ।শেওড়াফুলি থেকে RSS নেতা অমানিষ আইয়ার,আলোক সরকার ও চাঁপদানি মন্ডল সভাপতি সহ ইন্দ্রজিত সিং,রবীন্দ্র শর্মা,আশীষ সিং বিজেপি কর্মীদের আজ শ্রীরামপুর কোর্টে তোলা হলে।বিচারক প্রত্যেককেই ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। Body:ঘটনার সূত্র পাত ভোট প্রচারের সময় গত ২১ এপ্রিল কল্যাণ ব্যানার্জীকে শ্রীরামপুরের এক যুবতী মালা পরিয়ে দেয়।সেই ছবি মোবাইলে তুলে রাখে যুবতীর ভাই।পরে সেই ছবি যুবতীর বাবা ফেসবুকে পোস্ট করেন।শেওড়াফুলির যুবক অমানিষ আইয়ার সেই ছবি শেয়ার করে।সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে সেই ছবি।তাতে কু ইঙ্গিত পূর্ণ, এবং বিদায়ী সাংসদের বিরুদ্ধে কুৎসা করার জন্য পুলিশে অভিযোগ জানায় তৃনমূল।পাশাপাশি ওই যুবতীও তার সম্মানহানী হয়েছে বলে সংঘের সদস্য অমানিষ আইয়ারের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়।গতকাল রাতে অঞ্জনগর থেকে অভিযুক্তকে গ্রেফতার করে আনলে শেওড়াফুলি ফাঁড়িতে ঘেরাও করে বিজেপির পক্ষ থেকে।জিটি রোড অবরোধ করা।পরে পুলিশ এসে অবরোধ তুলতে লাঠিচার্জ করে।ফাঁড়ি ভাঙচুরে অভিযোগ ওঠে বেশ কিছু বিজেপি নেতা কর্মীদের উপর।তবে বিজেপির নেতা আলোক সরকার ও অমানিশা শ্রীরামপুর আদালতে কল্যাণ বিরুদ্ধে স্লোগান তোলে।তাদের দাবি আমরা যদি ফাঁড়ি ভাঙচুর করি পুলিশ CCTV ফুটেজ দেখাক।আর কোনো কুরুচি কর মন্তব্য করিনি সোশ্যাল মিডিয়া।মানুষ কে বুঝে ভোট দেওয়া আবেন জানিছি।মিথ্যা কেসে আমাদের ফাঁসানো হয়েছে।Conclusion:
Last Updated : May 9, 2019, 11:40 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.