আরামবাগ, 7 জুন: "বিজেপি প্রতিহিংসামূলক রাজনীতি করছে । মাঠে নেমে আপনারা লড়াই করুন । দিল্লিতে কৃষি ভবনের সামনে অনির্দিষ্টকালের জন্য ধরনায় বসব । আপনারা সঙ্গে থাকবেন । কারণ আপনাদের একশো দিনের কাজ ও আবাসের টাকার জন্যে লড়াই করছি আমরা ।" বুধবার আরামবাগে দলীয় সভা থেকে এই উক্তি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ এদিন নবজোয়ার কর্মসূচিতে আরামবাগে জনসভা ছিল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ৷
অভিষেক এদিনের সভায় উপস্থিত কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে বলেন, "আগামিদিনের পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে লড়াই করুন । আরামবাগের বিজেপির বিধায়ক বিধানসভায় কিছুই বলেন না । শুধুমাত্র ওয়াকআউট করে চলে আসেন বিধানসভা থেকে । আরামবাগের দামোদর, মুন্ডাশ্বরী-সহ বিভিন্ন খালগুলিকে নিয়ে সমস্যা হয় সাধারণ মানুষের । বন্যার সময় আরও ভয়াবহ পরিস্থিতি হয় । খেয়া পারাপারের জন্য অধিক টাকা নেওয়া হয় । সে ই কারণেই আমি কথা বলেছি, কৃষকরা যারা কৃষি পণ্য নিয়ে যাবেন, এই খেয়া পারাপার করবেন তাঁদের এক পয়সাও দিতে হবে না, আগামিকাল থেকে ফ্রি করে দেওয়া হবে । সাধারণ মানুষের জন্য নির্ধারিত মূল্য ছাড়া বেশি টাকা নেওয়া হবে না । কোনও এজেন্সি যদি এর বিরোধিতা করে তাহলে তার কঠোর ব্যবস্থা নেওয়া হবে ।"
আরও পড়ুন: 50 কোটি খরচ করলে ট্রেন দুর্ঘটনায় এত মৃত্যু হত না, কেন্দ্রকে খোঁচা অভিষেকের
আলুর বীজ নিয়ে কৃষকদের সমস্যার সমাধান করতে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তিনি জানান, এই কর্মসূচির পর কয়েক মাস সময় লাগবে, কিন্তু রাজ্য সরকার আলু বীজের ব্যবস্থা করবে । বিজেপির ফাঁদে পা না-দিয়ে, আগামিদিনে তৃণমূলের পাশে দাঁড়াতে তিনি সকলকে আহ্বান জানান ৷ তাঁর দাবি, আগে তৃণমূলের 34 জন সাংসদ ছিল, বিজেপি সরকার তখন 100 দিনের টাকা, আবাস যোজনার টাকা আটকায়নি ৷ 2019 লোকসভা ভোটে রাজ্যে বেজি বেশি আসন পায়, তৃণমূলের আসন সংখ্যাও কমে যায়, তার ফলেই কেন্দ্র চক্রান্ত করে এই টাকা বন্ধ করে দিয়েছে ৷