হুগলি, 1 নভেম্বর : পুলিশ এখন শাসকদলের পুতুল । মানুষের নিরপত্তা দিতে ব্যর্থ পুলিশ । হুগলিতেও আইন-শৃঙ্খলা কিছুই নেই । আজ হুগলির এঙ্গাসে এসে এভাবেই পুলিশ-প্রশাসনকে আক্রমণ করেন বিরোধী দলনেতা আবদুল মান্নান ।
কংগ্রেস এই নেতা বলেন, "একশো মিটার দূরে পুলিশ ফাঁড়ি । স্কুলের পাশে ফাঁড়ি থাকা সত্বেও কী করে বোমা বিস্ফোরণ হল ? এর আগেও এই ধরনের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে । পুলিশ প্রশাসন কী করছে ? চুঁচুড়ায় যুবকের দেহ বিভিন্ন খণ্ড খণ্ড করে ফেলে দিয়েছে । যেখানে-সেখানে বোমা রেখে যাচ্ছে । আর সেই বোমা ফেটে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে কায়ামুদ্দিনের মতো একটা শিশু । এর দায় কার ?"
প্রসঙ্গত, গতকাল ভদ্রেশ্বরের এঙ্গাসে বোমা ফেটে গুরুতর জখম হয় এক শিশু । NRS হাসপাতালে তার চিকিৎসা চলছে । যেখানে বোমা ফাটে সেই এলাকা ঘুরে আসেন চাঁপদানী বিধানসভার আব্দুল মান্নান ।
এদিকে, তাঁকে কটাক্ষ করতে ছাড়েননি তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় । তিনি বলেন, "অধীর চৌধুরি, আবদুল মান্নান BJP-র বড় এজেন্ট হয়েছেন । BJP-র আর মান্নানের গলার সুরও এক, আবার রাজ্যপালের গলার সুরও একই । ঘটনা সত্যিই দুঃখজনক । কিন্তু এর সঙ্গে শাসকদলের কী সম্পর্ক ? BJP-র কত দালালি করবেন আবদুল মান্নান?"