ETV Bharat / state

হায়দরাবাদ ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাস্তায় অবস্থান শিক্ষিকার

হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার প্রতিবাদে অবস্থানে বসেছেন চুঁচুড়ার এক কম্পিউটার শিক্ষিকা ৷ কাউকে পাশে না পেলেও তিন দিন ধরে একা অবস্থানে বসেছেন তিনি ৷

অবস্থানে শিক্ষিকা
অবস্থানে শিক্ষিকা
author img

By

Published : Dec 3, 2019, 8:28 AM IST

Updated : Dec 3, 2019, 8:33 AM IST

চুঁচুড়া, 3 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ শুরু করেছে ৷ বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় চলছে প্রতিবাদ মিছিল ৷ ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তাল গোটা দেশ ৷ রাস্তায় নেমেছেন বাঁশবেড়িয়ার এক যুবতি ৷ গত তিনদিন ধরে চুঁচুড়া ঘড়ির মোড়ে মোমবাতি জ্বেলে রাস্তার মধ্যেই প্ল্যাকার্ড হাতে বসে আছেন তিনি ৷

পাশে রাখা পশু চিকিৎসকের ছবি ৷ মোমবাতি জ্বালানো ৷ ভিড় করেছেন বহু মানুষ ৷ কেউ কেউ প্রতিবাদে সমর্থন জানিয়েছেন ৷ তবে, সেভাবে পাশে কাউকে পাননি বহ্নিশিখা রায় ৷ ত্রিবেণীর বাসিন্দা বহ্নিশিখা পেশায় কম্পিউটার শিক্ষিকা ৷ তাঁর বক্তব্য, "ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে সমাজে ৷ হায়দরাবাদে ওই পশু চিকিৎসককে ধর্ষণ করা হয়েছে, তারপর তাকে হত্যা করা হয়েছে ৷ কালীঘাটেও নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে ৷ কাল খবরে দেখলাম, রাজস্থান একটি শিশুকেও ধর্ষণ করা হয়েছে ৷ প্রতিদিন এটা বেড়েই চলেছে ৷ আজ আমাদের মতো মেয়েদের প্রতিবাদ করা উচিত ৷"

প্রতিবাদে তাঁর এই অবস্থানে কাউকে সেভাবে পাশে পাননি বহ্নিশিখা ৷ বলেন, "আমি তিন দিন ধরে এই ঘড়ি মোড়ে অবস্থান করছি ৷ প্রথম দিন একা ছিলাম ৷ তারপর কয়েকজন বান্ধবী এসে বসেছিল ৷ আজ আমার ভাই পাশে রয়েছে ৷ সোশাল মিডিয়ায় সবাই তোলপাড় করছে ৷ তবে, কারও আমার পাশে এসে বসার ক্ষমতা নেই ৷ আমি অনেককেই অনুরোধ করেছি রাস্তায় নেমে আন্দোলন করার ৷ কিন্তু কেউ আমার পাশে থাকেননি ৷ ধর্ষক নাবালক হোক বা যেই হোক, তাদের শাস্তি দেওয়া খুব প্রয়োজন ৷"

চুঁচুড়া, 3 ডিসেম্বর : হায়দরাবাদে পশু চিকিৎসককে ধর্ষণ করে পুড়িয়ে মারার প্রতিবাদে সারা দেশে প্রতিবাদ শুরু করেছে ৷ বিভিন্ন রাজ্যে, বিভিন্ন জেলায় চলছে প্রতিবাদ মিছিল ৷ ধর্ষকদের ফাঁসির দাবিতে উত্তাল গোটা দেশ ৷ রাস্তায় নেমেছেন বাঁশবেড়িয়ার এক যুবতি ৷ গত তিনদিন ধরে চুঁচুড়া ঘড়ির মোড়ে মোমবাতি জ্বেলে রাস্তার মধ্যেই প্ল্যাকার্ড হাতে বসে আছেন তিনি ৷

পাশে রাখা পশু চিকিৎসকের ছবি ৷ মোমবাতি জ্বালানো ৷ ভিড় করেছেন বহু মানুষ ৷ কেউ কেউ প্রতিবাদে সমর্থন জানিয়েছেন ৷ তবে, সেভাবে পাশে কাউকে পাননি বহ্নিশিখা রায় ৷ ত্রিবেণীর বাসিন্দা বহ্নিশিখা পেশায় কম্পিউটার শিক্ষিকা ৷ তাঁর বক্তব্য, "ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে সমাজে ৷ হায়দরাবাদে ওই পশু চিকিৎসককে ধর্ষণ করা হয়েছে, তারপর তাকে হত্যা করা হয়েছে ৷ কালীঘাটেও নাবালিকাকে ধর্ষণ করা হয়েছে ৷ কাল খবরে দেখলাম, রাজস্থান একটি শিশুকেও ধর্ষণ করা হয়েছে ৷ প্রতিদিন এটা বেড়েই চলেছে ৷ আজ আমাদের মতো মেয়েদের প্রতিবাদ করা উচিত ৷"

প্রতিবাদে তাঁর এই অবস্থানে কাউকে সেভাবে পাশে পাননি বহ্নিশিখা ৷ বলেন, "আমি তিন দিন ধরে এই ঘড়ি মোড়ে অবস্থান করছি ৷ প্রথম দিন একা ছিলাম ৷ তারপর কয়েকজন বান্ধবী এসে বসেছিল ৷ আজ আমার ভাই পাশে রয়েছে ৷ সোশাল মিডিয়ায় সবাই তোলপাড় করছে ৷ তবে, কারও আমার পাশে এসে বসার ক্ষমতা নেই ৷ আমি অনেককেই অনুরোধ করেছি রাস্তায় নেমে আন্দোলন করার ৷ কিন্তু কেউ আমার পাশে থাকেননি ৷ ধর্ষক নাবালক হোক বা যেই হোক, তাদের শাস্তি দেওয়া খুব প্রয়োজন ৷"

Intro:ধর্ষকদের ফাঁসির দাবিতে রাস্তায় নেমে অবস্থান তরুণীর।বহ্নি শিখার বাড়ি বাঁশবেরিয়া।সে কম্পিউটারের শিক্ষিকা। হায়দ্রাবাদে পশু চিকিৎসক প্রিয়াঙ্কার কে ধর্ষণ করে পুড়িয়ে মারার প্রতিবাদে তার এই অবস্থান। গত তিনদিন ধরে চুঁচুড়া ঘড়ির মোরে মোমবাতি জ্বেলে রাস্তার মধ্যেই প্যাকেট হাতে বসে আছে এই শিক্ষিকা ।সামনে প্রিয়াংকার ছবি মোমবাতি জালানো অবস্থায় বহু মানুষ ভিড় জমাচ্ছেন ।কেউ কেউ প্রতিবাদের ভাষাও বলছেন। কিন্তু পাশে সেরকমভাবে কাউকে পাইনি বহ্নিশিখা। এর আগেও দিল্লিতে নির্ভয়া কান্ড এ রাজ্যে কামদুনির প্রতিবাদে উত্তাল হয়েছিল দেশ। এরপর প্রিয়াঙ্কার নৃশংস হত্যার ঘটনা গোটা দেশজুড়ে যখন তোলপাড়। তখন এই তরুণী রাস্তায় বসে প্রতিবাদ জানাতে পিছু হটেনি।
ত্রিবেণীর তরুণী বহ্নিশিখা বক্তব্য ধর্ষণের ঘটনা বেড়েই চলেছে সমাজে।প্রিয়াঙ্কাকে ধর্ষণ করা হয়েছে তারপর তাকে হত্যা করা হয়েছে । কালীঘাটের বাচ্চাকেও ধর্ষণ করা হয়েছে । কালকে আমি খবরে দেখালাম রাজস্থান একটি বাচ্চাকেও ধর্ষণ করেছে। এটা দিনে দিনে বেড়েই চলেছে ।আজকে যদি আমি আমাদের মত মেয়েরা যদি প্রতিবাদ না করি। বর্তমান সমাজ যা দাঁড়িয়েছে এর থেকে তো ভালো আমরা নগ্ন হয়ে ঘুড়ি দাবি বহ্নিশিখার। আমাদের সম্মান যখন রাখাই হচ্ছে না নগ্ন হয়ে ঘোরাটাই স্বাভাবিক ।আজ আমি তৃতীয় দিনে এই ঘড়ি মোড়ে অবস্থান-বিক্ষোভ করছি। প্রথম দিন আমি একা ছিলাম। তারপর কিছু বান্ধবী এসে বসেছিল ।আজ আমার ভাই পাশে রয়েছে।সকলেই সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করছে এই ধর্ষণের ঘটনায় ।পোস্ট করা হচ্ছে কিন্তু আমার পাশে এসে বসার কারো ক্ষমতা নেই কারুর। আমি একাই শুরু করেছি এই ধর্ষণের প্রতিবাদে অবস্থান করছি। আমি অবস্থানের সঙ্গে সঙ্গেই রাস্তায় নেমে আন্দোলনে অনেককে অনুরোধ করেছি। কিন্তু কেউ আমার পাশে থাকেনি। যে ধর্ষকরা ধর্ষণ করছে আমার মনে হয় কেউ নাবালক হোক বা যাই হোক তাদের শাস্তি দেয়া খুব প্রয়োজন। কারাদণ্ডের চেয়েও কঠিন সাজা দেয়া হোক। কারণ ধর্ষকরা বেরিয়ে আবার একই ঘটনা ঘটাচ্ছে। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে বন্নি শিখা। যাতে তারার মেয়েদের দিকে তাকাতেও ভয় পায় ।আজকে চুঁচুড়া থেকে চন্দননগর হুগলি সহ কলকাতা গোটা ভারতবর্ষে এই প্রতিবাদ গড়ে তুলতে চাই আমরা। আমি মেয়ে হয়ে একটা প্রতিবাদে নেমেছি এর জন্য কোন সংগঠনের প্রয়োজন হয় না। মেয়ে হয়ে মেয়েদের জন্য প্রতিবাদ করছি এর জন্য আমার কোন ভয় নেই।Body:WB_HGL_RAPE CASE CHUCHURA PROTEST_7203418Conclusion:
Last Updated : Dec 3, 2019, 8:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.