ETV Bharat / state

সিঙ্গুরে ছিনতাইয়ে বাধা দিতে গিয়ে খুন প্রৌঢ় - shoot

শুক্রবার বিকাল 4টে নাগাদ মনোজ মণ্ডল তাঁর ছেলে-মেয়ে এবং স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি কানগুঁই থেকে 2 নং জাতীয় সড়ক ধরে ফিরছিলেন ৷ সেই সময় দু’জন ছিনতাইকারী তাঁদের অনুসরণ করতে শুরু করে ৷ শেষে দুর্গাপুর জাতীয় সড়ক থেকে গ্ৰামের রাস্তায় নামতেই দুই দুষ্কৃতী তাঁদের পথ আটকায় ৷

সিঙ্গুরে ছিনতাইবাজের হাতে খুন এক ব্যক্তি
সিঙ্গুরে ছিনতাইবাজের হাতে খুন এক ব্যক্তি
author img

By

Published : Jun 18, 2021, 10:12 PM IST

হুগলি, 18 জুন : ছিনতাইকারীদের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃত ব্যক্তির নাম মনোজ মণ্ডল । বয়স 50 বছর ৷ বাড়ি সিঙ্গুরের সিংহের ভেড়ি এলাকায় । মনোজ পেশায় ভ্যান চালক ৷ ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের সিংহের ভেড়ি গ্ৰামে ৷

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকাল 4টে নাগাদ মনোজ মণ্ডল তাঁর ছেলে-মেয়ে এবং স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি কানগুঁই থেকে 2 নং জাতীয় সড়ক ধরে নিজের ভ্যানে করে ফিরছিলেন ৷ সেই সময় দু’জন ছিনতাইকারী তাঁদের অনুসরণ করতে শুরু করে ৷ শেষে দুর্গাপুর জাতীয় সড়ক থেকে গ্ৰামের রাস্তায় নামতেই ওই দুই ছিনতাইকারী তাঁদের পথ আটকায় ৷ এবং তাঁদের সবকিছু কেড়ে নিতে যায় ৷ সেই সময় মনোজবাবু বাধা দিতে গেলে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা ৷ সেখানেই লুটিয়ে পড়েন তিনি ৷ এরপর দুষ্কৃতীরা তাঁর স্ত্রী, ছেলে-মেয়ের থেকে গয়না, ফোন লুঠ করে পালায় ।

ছিনতাইবাজের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির

ভরা বিকালে এ ধরনের ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে সিঙ্গুরের সিংহের ভেড়ি গ্ৰামে ৷ স্থানীয়দের কথায়, এই ধরনের ঘটনা এলাকায় প্রথম ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ পুলিশ মনোজকে উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । দুষ্কৃতীদের এখনও চিহ্নিত করা যায়নি ৷ ঘটনার তদন্তে নেমেছে সিঙ্গুর থানার পুলিশ ৷

আরও পড়ুন : করোনার ধাক্কায় চন্দননগরের আলোক শিল্পে অন্ধকার

হুগলি, 18 জুন : ছিনতাইকারীদের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির ৷ মৃত ব্যক্তির নাম মনোজ মণ্ডল । বয়স 50 বছর ৷ বাড়ি সিঙ্গুরের সিংহের ভেড়ি এলাকায় । মনোজ পেশায় ভ্যান চালক ৷ ঘটনাটি ঘটেছে সিঙ্গুরের সিংহের ভেড়ি গ্ৰামে ৷

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকাল 4টে নাগাদ মনোজ মণ্ডল তাঁর ছেলে-মেয়ে এবং স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি কানগুঁই থেকে 2 নং জাতীয় সড়ক ধরে নিজের ভ্যানে করে ফিরছিলেন ৷ সেই সময় দু’জন ছিনতাইকারী তাঁদের অনুসরণ করতে শুরু করে ৷ শেষে দুর্গাপুর জাতীয় সড়ক থেকে গ্ৰামের রাস্তায় নামতেই ওই দুই ছিনতাইকারী তাঁদের পথ আটকায় ৷ এবং তাঁদের সবকিছু কেড়ে নিতে যায় ৷ সেই সময় মনোজবাবু বাধা দিতে গেলে তাঁকে গুলি করে দুষ্কৃতীরা ৷ সেখানেই লুটিয়ে পড়েন তিনি ৷ এরপর দুষ্কৃতীরা তাঁর স্ত্রী, ছেলে-মেয়ের থেকে গয়না, ফোন লুঠ করে পালায় ।

ছিনতাইবাজের গুলিতে মৃত্যু হল এক ব্যক্তির

ভরা বিকালে এ ধরনের ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে সিঙ্গুরের সিংহের ভেড়ি গ্ৰামে ৷ স্থানীয়দের কথায়, এই ধরনের ঘটনা এলাকায় প্রথম ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ৷ পুলিশ মনোজকে উদ্ধার করে সিঙ্গুর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় । দুষ্কৃতীদের এখনও চিহ্নিত করা যায়নি ৷ ঘটনার তদন্তে নেমেছে সিঙ্গুর থানার পুলিশ ৷

আরও পড়ুন : করোনার ধাক্কায় চন্দননগরের আলোক শিল্পে অন্ধকার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.