ETV Bharat / state

সচেতন নাগরিকের পরিচয় দিলেন চুঁচুড়ার পুণ্যার্থীরা - কোরোনা ভাইরাস সুরক্ষা

গত 6 মার্চ চুঁচুড়ার গোরস্থান থেকে 60 জন মহিলা ঘুরতে বেরিয়েছিলেন । তীর্থে ঘোরার সময় কোরোনা সম্পর্কে জানতে পারেন তাঁরা । ওই পুণ্যার্থী বোঝাই বাস বাড়িতে না নামিয়ে সোজা হাসপাতালে যান ৷ স্বাস্থ্য পরীক্ষা করে সচেতন নাগরিকের পরিচয় দেন পুণ্যার্থীরা ৷

A group of Punarthis were introduced to the conscious citizen
সচেতন নাগরিকের পরিচয় দিল একদল পুণ্যার্থী
author img

By

Published : Mar 22, 2020, 4:09 PM IST

চুঁচুড়া, 22 মার্চ : কোরোনা আতঙ্কের মাঝে সচেতন নাগরিকের পরিচয় দিলেন একদল পর্যটক । তাঁরা চুঁচুড়ার গোরস্থানের বাসিন্দা । ধরমপুর এলাকা থেকে 60 জনের পর্যটক গিয়েছিল উত্তর ভারত ও পঞ্জাবে । কোরোনার ভয়ে বাড়িতে না গিয়ে সোজা হাসপাতালে ঢুকল তাঁদের বাস । একে একে নামলেন পর্যটকরা । চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পরীক্ষার জন্য যে জায়গা ঠিক হয়েছে সেখানে লাইন দিয়ে পরীক্ষা করালেন তারা । অন্য কারও সাহায্য ছাড়া গৃহবন্দী থাকবেন বলে জানিয়েছেন তাঁরা ৷

গত 6 মার্চ চুঁচুড়ার গোরস্থান থেকে 60 জন দিল্লি, হরিদ্বার, মথুরা-বৃন্দাবন, পঞ্জাব, হৃষিকেশ, দেরাদুন ঘোরার সময় কোরোনা নিয়ে সর্তকতা অবলম্বনের কথা জানতে পারেন পর্যটকরা । বেনারস যাওয়ার কথা থাকলেও সেখানে না গিয়ে সোজা ফিরে আসেন চুঁচুড়ায় । পুণ্যার্থী বোঝাই বাস বাড়িতে না নামিয়ে সোজা হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়।

সচেতন নাগরিকের পরিচয় দিল একদল পুণ্যার্থী

হাসপাতাল সূত্রে খবর, শরীরে কোরোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি । হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে । বিদেশ বা ভিন রাজ্য থেকে ফিরে অনেকেই সামাজিক মেলামেশা করছেন যে কারণে কোরোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে । সে কথা মাথায় রেখেই চুঁচুড়ার পর্যটকরা দৃষ্টান্ত গড়লেন ৷

চুঁচুড়া, 22 মার্চ : কোরোনা আতঙ্কের মাঝে সচেতন নাগরিকের পরিচয় দিলেন একদল পর্যটক । তাঁরা চুঁচুড়ার গোরস্থানের বাসিন্দা । ধরমপুর এলাকা থেকে 60 জনের পর্যটক গিয়েছিল উত্তর ভারত ও পঞ্জাবে । কোরোনার ভয়ে বাড়িতে না গিয়ে সোজা হাসপাতালে ঢুকল তাঁদের বাস । একে একে নামলেন পর্যটকরা । চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে পরীক্ষার জন্য যে জায়গা ঠিক হয়েছে সেখানে লাইন দিয়ে পরীক্ষা করালেন তারা । অন্য কারও সাহায্য ছাড়া গৃহবন্দী থাকবেন বলে জানিয়েছেন তাঁরা ৷

গত 6 মার্চ চুঁচুড়ার গোরস্থান থেকে 60 জন দিল্লি, হরিদ্বার, মথুরা-বৃন্দাবন, পঞ্জাব, হৃষিকেশ, দেরাদুন ঘোরার সময় কোরোনা নিয়ে সর্তকতা অবলম্বনের কথা জানতে পারেন পর্যটকরা । বেনারস যাওয়ার কথা থাকলেও সেখানে না গিয়ে সোজা ফিরে আসেন চুঁচুড়ায় । পুণ্যার্থী বোঝাই বাস বাড়িতে না নামিয়ে সোজা হাসপাতালে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা নেওয়া হয়।

সচেতন নাগরিকের পরিচয় দিল একদল পুণ্যার্থী

হাসপাতাল সূত্রে খবর, শরীরে কোরোনা ভাইরাসের লক্ষণ পাওয়া যায়নি । হোম কোয়ারান্টাইনে থাকতে বলা হয়েছে । বিদেশ বা ভিন রাজ্য থেকে ফিরে অনেকেই সামাজিক মেলামেশা করছেন যে কারণে কোরোনা সংক্রমণের আশঙ্কা তৈরি হচ্ছে । সে কথা মাথায় রেখেই চুঁচুড়ার পর্যটকরা দৃষ্টান্ত গড়লেন ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.