ETV Bharat / state

ভ্যাকিসন না পেয়ে স্বাস্থ্যকর্মীদের হুমকির অভিযোগ, আটক বিজেপি কর্মী - ডানকুনি

মোবাইলে মেসেজ পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে এসে ভ্যাকসিন না পাওয়ায় স্বাস্থ্যকর্মীদের হুমকি দেন এক ভ্যাকসিন গ্রাহক ৷ তিনি বিজেপি কর্মী ৷ এনিয়ে রাজনৈতিক দ্বন্দ্ব শুরু হয়েছে বিজেপি আর তৃণমূলের মধ্যে ৷ ওই বিজেপি কর্মীকে আটক করেছে ডানকুনি থানার পুলিশ ৷

স্বাস্থ্যকেন্দ্রে হুমকির অভিযোগ
স্বাস্থ্যকেন্দ্রে হুমকির অভিযোগ
author img

By

Published : Jun 15, 2021, 10:37 AM IST

ডানকুনি, (হুগলি) 15 জুন : কোভিড-19 ভ্যাকসিন না পেয়ে পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে দেওয়া, গাড়ি ভাঙচুরের হুমকি দিলেন এক ভ্যাকসিন গ্রাহক । জানা গিয়েছে, তিনি একজন বিজেপি কর্মী ৷ ঘটনাটি ডানকুনির 3 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রের । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই বিজেপি কর্মীকে আটক করে ৷

14 জুন ভ্যাকসিন নেওয়ার মেসেজ আসে গ্রাহকদের মোবাইলে । সেইমতো 3 নং ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে এলে তাঁদের বলা হয় ভ্যাকসিন নেই, দেওয়া যাবে না । তখন দেবাশিস গেটে নামে এক ভ্য়াকসিন গ্রাহক তাঁর মোবাইলে আসা মেসেজ দেখিয়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের দাবি করেন। উল্লেখ্য, দেবাশিস বিজেপি কর্মী ৷ কিন্তু স্বাস্থ্যকর্মীরা জানান, স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নেই, আগের দিন একটি ক্যাম্পে সব ভ্যাকসিন ফুরিয়ে গিয়েছে, বিষয়টি তাঁদের নাগালের বাইরে ৷ কিন্তু তারপরও দেবাশিস স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগ ৷ স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে, গাড়ি ভাঙচুর করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ । স্বাস্থ্যকর্মীরা বিষয়টি ডানকুনির পুরপ্রশাসক হাসিনা শবনমকে জানান । তিনি পুলিশকে খবর দিলে ডানকুনি থানার পুলিশ গিয়ে বিজেপি কর্মী দেবাশিস গেটেকে আটক করে । বিষয়টি নিয়ে শুরু হয়েছে তৃণমূল বনাম বিজেপির রাজনীতি ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি অহেতুক ঝামেলা পাকানোর চেষ্টা করছে । বিজেপির দাবি, ভ্যাকসিন পাওয়া নিয়ে জিজ্ঞাসা করার অধিকার সকলের আছে ।

কোভিড-19 ভ্যাকসিন না পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে হুমকি

আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠীকোন্দল, নাজিরহাট-1নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা পেশ

ডানকুনির বিজেপি মণ্ডল সভাপতি সুকান্ত মাজি বলেন, "স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছিল । যাঁদের প্রথম ডোজ হয়েছে, তাঁদের দ্বিতীয় ডোজের মেসেজ এসেছে আজ । স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করলে অন্যরকম ইস্যু বানিয়ে থানায় ফোন করা হয়। বিজেপির একজন কর্মীকে আটকে রাখে । জিজ্ঞাসা করলে যদি ফেঁসে যায় তাহলে মানুষের কথা বলার অধিকারটাই থাকবে না ৷ জানতে চাওয়াটা অপরাধ নয় । ওরা স্বাস্থ্যকেন্দ্রের জানলার বাইরে থেকে কথা বলেছিলেন । তৃণমূল বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনা করছে । এর একটা বিহিত হোক ।"

ডানকুনি পুরসভার পুরপ্রশাসক হাসিনা শবনম বলেন, "গতকাল পর্যন্ত একশোটা ভ্যাকসিন ছিল যা শেষ হয়ে গিয়েছে । একটা ভ্যাকসিনও আমাদের হাতে মজুত নেই । সাব-সেন্টারগুলোতে গর্ভবতী প্রসূতিদের চেকআপ চলছিল । কয়েকজন ছেলে এখুনি ভ্যাকসিন দিতে হবে বলে ঝামেলা করেছে । স্বাস্থ্যকর্মীরা বলেছেন, ভ্যাকসিন না থাকলে কোথা থেকে দেব । বিজেপির ছেলেদের কোনও কাজ নেই, তাই চক্রান্ত করে এটা করেছে । স্বাস্থ্যকর্মীদের বলেছে আটকে রাখব, তালা মারব, গাড়ি ভাঙচুর করব। আমি পুলিশ প্রশাসনকে বলব ব্যবস্থা নিতে ।"

ডানকুনি, (হুগলি) 15 জুন : কোভিড-19 ভ্যাকসিন না পেয়ে পৌরসভার স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে দেওয়া, গাড়ি ভাঙচুরের হুমকি দিলেন এক ভ্যাকসিন গ্রাহক । জানা গিয়েছে, তিনি একজন বিজেপি কর্মী ৷ ঘটনাটি ডানকুনির 3 নম্বর ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রের । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই বিজেপি কর্মীকে আটক করে ৷

14 জুন ভ্যাকসিন নেওয়ার মেসেজ আসে গ্রাহকদের মোবাইলে । সেইমতো 3 নং ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নিতে এলে তাঁদের বলা হয় ভ্যাকসিন নেই, দেওয়া যাবে না । তখন দেবাশিস গেটে নামে এক ভ্য়াকসিন গ্রাহক তাঁর মোবাইলে আসা মেসেজ দেখিয়ে ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের দাবি করেন। উল্লেখ্য, দেবাশিস বিজেপি কর্মী ৷ কিন্তু স্বাস্থ্যকর্মীরা জানান, স্বাস্থ্যকেন্দ্রে ভ্যাকসিন নেই, আগের দিন একটি ক্যাম্পে সব ভ্যাকসিন ফুরিয়ে গিয়েছে, বিষয়টি তাঁদের নাগালের বাইরে ৷ কিন্তু তারপরও দেবাশিস স্বাস্থ্যকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন বলে অভিযোগ ৷ স্বাস্থ্যকেন্দ্রে তালা লাগিয়ে, গাড়ি ভাঙচুর করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ । স্বাস্থ্যকর্মীরা বিষয়টি ডানকুনির পুরপ্রশাসক হাসিনা শবনমকে জানান । তিনি পুলিশকে খবর দিলে ডানকুনি থানার পুলিশ গিয়ে বিজেপি কর্মী দেবাশিস গেটেকে আটক করে । বিষয়টি নিয়ে শুরু হয়েছে তৃণমূল বনাম বিজেপির রাজনীতি ৷ তৃণমূলের অভিযোগ, বিজেপি অহেতুক ঝামেলা পাকানোর চেষ্টা করছে । বিজেপির দাবি, ভ্যাকসিন পাওয়া নিয়ে জিজ্ঞাসা করার অধিকার সকলের আছে ।

কোভিড-19 ভ্যাকসিন না পেয়ে স্বাস্থ্যকেন্দ্রে হুমকি

আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠীকোন্দল, নাজিরহাট-1নং গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে অনাস্থা পেশ

ডানকুনির বিজেপি মণ্ডল সভাপতি সুকান্ত মাজি বলেন, "স্বাস্থ্যকেন্দ্রে টিকা দেওয়া হচ্ছিল । যাঁদের প্রথম ডোজ হয়েছে, তাঁদের দ্বিতীয় ডোজের মেসেজ এসেছে আজ । স্বাস্থ্যকর্মীদের জিজ্ঞাসাবাদ করলে অন্যরকম ইস্যু বানিয়ে থানায় ফোন করা হয়। বিজেপির একজন কর্মীকে আটকে রাখে । জিজ্ঞাসা করলে যদি ফেঁসে যায় তাহলে মানুষের কথা বলার অধিকারটাই থাকবে না ৷ জানতে চাওয়াটা অপরাধ নয় । ওরা স্বাস্থ্যকেন্দ্রের জানলার বাইরে থেকে কথা বলেছিলেন । তৃণমূল বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার পরিকল্পনা করছে । এর একটা বিহিত হোক ।"

ডানকুনি পুরসভার পুরপ্রশাসক হাসিনা শবনম বলেন, "গতকাল পর্যন্ত একশোটা ভ্যাকসিন ছিল যা শেষ হয়ে গিয়েছে । একটা ভ্যাকসিনও আমাদের হাতে মজুত নেই । সাব-সেন্টারগুলোতে গর্ভবতী প্রসূতিদের চেকআপ চলছিল । কয়েকজন ছেলে এখুনি ভ্যাকসিন দিতে হবে বলে ঝামেলা করেছে । স্বাস্থ্যকর্মীরা বলেছেন, ভ্যাকসিন না থাকলে কোথা থেকে দেব । বিজেপির ছেলেদের কোনও কাজ নেই, তাই চক্রান্ত করে এটা করেছে । স্বাস্থ্যকর্মীদের বলেছে আটকে রাখব, তালা মারব, গাড়ি ভাঙচুর করব। আমি পুলিশ প্রশাসনকে বলব ব্যবস্থা নিতে ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.