চন্দননগর, 21 ফেব্রুয়ারি: অ্যাপ ইনস্টল করে প্রতারকদের ফাঁদে পা দিয়ে খোয়া গেল 90 হাজার টাকা । ঘটনাটি চুঁচুড়ার । কল্লোল মল্লিক নামে চুঁচুড়ার এক বাসিন্দার অ্যাকাউন্ট থেকে টাকা খোয়া যায় ।
চলতি বছরের জানুয়ারি মাসের 18 তারিখে কল্লোলবাবু নিজের ফোনে অনলাইনে টাকা লেনদেনের একটি অ্যাপ ইনস্টল করেন । KYC-ও জমা দেন । গতকাল হঠাৎ তার ফোনে KYC জমা করার জন্য ফের একটি মেসেজ আসে । সঙ্গে একটি নম্বরে ফোন করতে বলা হয় । নম্বরটিতে ফোন করা মাত্রই অপরদিক থেকে কুইক সার্ফ অ্যাপ ইনস্টল করতে বলা হয় । ডেবিট কার্ড মারফত 1 টাকা ওই অ্যাপ ওয়ালেটে দিতে বলা হয় । তারপর আবার ইন কোয়ার নামে অ্যাপ ইনস্টল করতে বলা হয় । তা করতেই মুহূর্তের মধ্যে কল্লোলবাবুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট শূন্য হয়ে যায় ।
ঘটনার পর তিনি চন্দননগর সাইবার ক্রাইম শাখায় অভিযোগ দায়ের করেন । সাইবার ক্রাইম শাখার অধিকর্তারা জানান, পুরোটাই অনলাইন পারচেজ়ের মাধ্যমে টাকা ট্রান্সফার করেছে প্রতারকরা । তারা মনে করছেন ব্যাঙ্ক প্রতারণার নতুন কায়দা শুরু হয়েছে । অনেকেই অ্যাপের মাধ্যমে টাকা লেনদেনের ব্যাপারে ওয়াকিবহাল নন । প্রতারকদের কৌশলে পা দিয়ে প্রতারিত হচ্ছেন অনেকে । তদন্তে নেমেছে পুলিশ ।