ETV Bharat / state

কামারকুণ্ডুতে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার 8 - murdering minor boy

মঙ্গলবার রাতে সুপারভাইজ়ারের মোবাইল চুরির অপরাধে বেধড়ক মারধর করা হয় দীপক মাহাতকে (১৭) ৷ মারের চোটে মৃত্যু হয় তার ৷ এই ঘটনায় গতকাল 8 জনকে গ্রেপ্তার করে পুলিশ ৷

কামারকুণ্ডুতে মোবাইল চোর সন্দেহে পিটিয়ে খুনের ঘটনায় গ্রেপ্তার 8
author img

By

Published : Aug 2, 2019, 3:10 PM IST

কামারকুণ্ড, 2 অগাস্ট : ঠিকা শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তাদের গতকাল চন্দননগর আদালতে তোলা হয় ৷ আটজনের মধ্যে দু'জনকে 5 দিনের পুলিশ হেপাজত বাকি ছ'জনের 14 দিনের জেলা হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷


বেশ কয়েক মাস ধরে কামারকুণ্ডু রেল লাইন সম্প্রসারণের কাজ চলছিল । কাজের দায়িত্ব ছিল দুই ঠিকাদার সংস্থা উপর । ঠিকাদারের অধীনে কাজ করছিল প্রায় একশো শ্রমিক । মঙ্গলবার রাতে এই কাজে দায়িত্ব থাকা এক সুপারভাইজ়ারের তাঁবুতে ঢোকে দীপক মাহাত (১৭) ৷ এরপরই অভিযোগ ওঠে, সুপারভাইজ়ারের মোবাইল চুরি করেছে সে ৷ এই অভিযোগে তাকে খুঁটিতে বেঁধে রাখা হয় ৷ এরপর সুপারভাইজ়ারের নির্দেশে সাররাত তাকে বেধড়ক মারধর করা হয় ৷ মারের চোটে বুধবার সকালে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার ৷

খবর পেয়ে ঘটনাস্থানে যায় সিঙ্গুর থানার পুলিশ ৷ এই ঘটনার তদন্ত শুরু করে গতকাল 8জনকে গ্রেপ্তার করা হয় ৷

কামারকুণ্ড, 2 অগাস্ট : ঠিকা শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তাদের গতকাল চন্দননগর আদালতে তোলা হয় ৷ আটজনের মধ্যে দু'জনকে 5 দিনের পুলিশ হেপাজত বাকি ছ'জনের 14 দিনের জেলা হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷


বেশ কয়েক মাস ধরে কামারকুণ্ডু রেল লাইন সম্প্রসারণের কাজ চলছিল । কাজের দায়িত্ব ছিল দুই ঠিকাদার সংস্থা উপর । ঠিকাদারের অধীনে কাজ করছিল প্রায় একশো শ্রমিক । মঙ্গলবার রাতে এই কাজে দায়িত্ব থাকা এক সুপারভাইজ়ারের তাঁবুতে ঢোকে দীপক মাহাত (১৭) ৷ এরপরই অভিযোগ ওঠে, সুপারভাইজ়ারের মোবাইল চুরি করেছে সে ৷ এই অভিযোগে তাকে খুঁটিতে বেঁধে রাখা হয় ৷ এরপর সুপারভাইজ়ারের নির্দেশে সাররাত তাকে বেধড়ক মারধর করা হয় ৷ মারের চোটে বুধবার সকালে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার ৷

খবর পেয়ে ঘটনাস্থানে যায় সিঙ্গুর থানার পুলিশ ৷ এই ঘটনার তদন্ত শুরু করে গতকাল 8জনকে গ্রেপ্তার করা হয় ৷

Intro:Body:গত মঙ্গলবার রাত্রে হুগলীর কামারকুন্ডু এলাকায় মোবাইল ফোন চুরির অপবাদ দিয়ে পিটিয়ে খুন করা হয়ে ছিল এক নাবালক ঠিকা শ্রমিক কে।এই ঘটনায় সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মোট আটজন কে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ। আজ তাদের চন্দনগর আদালতে তোলা হয়।

বেশ কয়েক মাস ধরেই কামার কুন্ডু রেল লাইনের সম্প্রসারণের কাজ চলছিল।কাজের দায়িত্ব ছিল ঠিকাদার দের।ঠিকাদারের অধীনে কাজ করছিল প্রায় একশো শ্রমিক।এখানে দুই ঠিকাদার সংস্থা কাজ করছিল বলে জানাযায়।

গত মঙ্গলবার রাত্রে দীপক মাহাতো (১৭) নামে এক শ্রমিক দায়িত্বে থাকা এক সুপার ভাইজারের তাঁবুতে ঢোকে। কোন কারণ বশত সেই সময় তাকে মোবাইল চোর অপবাদ দিয়ে একটি খুঁটির মধ্যে বেঁধে রাখে এবং তাকে সারা রাত ব্যাপক মারধোর কর হয় দায়িত্বে থাকা সুপার ভাইজারের নির্দেশে।ভোরের দিকে লুটিয়ে পড়ে ওই শ্রমিক। গত কাল সকালে সিঙ্গুর হাসপাতালে নিয়ে যাবার পথেই তার মৃত্যু হয়।খবর পেয়ে সিঙ্গুর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং তদন্ত শুরু করে।
রাজ্যের বিভিন্ন জেলা থেকে শ্রমিকরা এখানে কাজ করতো।মৃত দীপকের বাড়ি নদিয়ার কল্যাণী সীমান্ত এলাকায়।

wb_hgl_01_kamarkundu murdar geptar_vis_10007Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.