কামারকুণ্ড, 2 অগাস্ট : ঠিকা শ্রমিককে পিটিয়ে খুনের ঘটনায় আটজনকে গ্রেপ্তার করল পুলিশ ৷ তাদের গতকাল চন্দননগর আদালতে তোলা হয় ৷ আটজনের মধ্যে দু'জনকে 5 দিনের পুলিশ হেপাজত বাকি ছ'জনের 14 দিনের জেলা হেপাজতের নির্দেশ দেন বিচারক ৷
বেশ কয়েক মাস ধরে কামারকুণ্ডু রেল লাইন সম্প্রসারণের কাজ চলছিল । কাজের দায়িত্ব ছিল দুই ঠিকাদার সংস্থা উপর । ঠিকাদারের অধীনে কাজ করছিল প্রায় একশো শ্রমিক । মঙ্গলবার রাতে এই কাজে দায়িত্ব থাকা এক সুপারভাইজ়ারের তাঁবুতে ঢোকে দীপক মাহাত (১৭) ৷ এরপরই অভিযোগ ওঠে, সুপারভাইজ়ারের মোবাইল চুরি করেছে সে ৷ এই অভিযোগে তাকে খুঁটিতে বেঁধে রাখা হয় ৷ এরপর সুপারভাইজ়ারের নির্দেশে সাররাত তাকে বেধড়ক মারধর করা হয় ৷ মারের চোটে বুধবার সকালে হাসপাতাল নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার ৷
খবর পেয়ে ঘটনাস্থানে যায় সিঙ্গুর থানার পুলিশ ৷ এই ঘটনার তদন্ত শুরু করে গতকাল 8জনকে গ্রেপ্তার করা হয় ৷