ETV Bharat / state

হুগলির একাধিক জায়গা থেকে চালু হল 6 জোড়া সরকারি বাস - কামারকুন্ডু

তারকেশ্বর,হরিপাল,কামারকুন্ডু থেকে ধর্মতলা পর্যন্ত চালু হল ছয় জোড়া সরকারি বাস । আজ সকালে হরিপালের বিধায়ক বেচারাম মান্না বাসগুলির উদ্বোধন করেন ।

ছবি
ছবি
author img

By

Published : Jun 18, 2020, 3:32 AM IST

তারকেশ্বর, 17 জুন : 6 জোড়া SBSTC বাস চালু করা হল । তারকেশ্বর, হরিপাল,কামারকুন্ডু থেকে ধর্মতলা পর্যন্চ চলবে বাসগুলি ।

আজ সকালে আনুষ্ঠানিকভাবে এই বাস পরিষেবার উদ্বোধন করা হয় । হরিপালের বিধায়ক বেচারাম মান্না উদ্বোধন করেন । উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের ডিভিশানাল ম্যানেজার শুভেন্দু মুখোপাধ্যায়,পরিবহন দপ্তরের আইন অফিসার মঙ্গল সরেন-সহ বিশিষ্ট ব্যক্তিরা । তারকেশ্বর,হরিপাল এবং কামারকুন্ডু থেকে প্রথম ছয়টি বাস ছাড়ে সকাল আটটায় । এরপর আরও 6টি বাস ছাড়ে সকাল সাড়ে 8 টায় । একই ভাবে ধর্মতলা থেকে 6টি বাস সন্ধে 6 টায় এবং আরও 6টি বাস সাড়ে 6টায় ছেড়ে পুনরায় হরিপাল কামারকুন্ডু এবং তারকেশ্বর ফিরে আসবে ।

অন্যদিকে, তারকেশ্বর থেকে ধর্মতলা পর্যন্ত চলাচলের 2টি বাসের শুভ উদ্বোধন করেন তারকেশ্বরের পৌর প্রশাসক স্বপন সামন্ত এবং এবং পৌর সদস্য উত্তম কুন্ডু । এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের দুই আধিকারিক । তারকেশ্বর থেকে হরিপাল সিঙ্গুর ডানকুনি, নবান্ন হয়ে ধর্মতলা পৌঁছাবে বাস গুলি ।জেলায় ছয় জোড়া বাস পরিষেবা চালুর পাশাপাশি ধনিয়াখালীর ভাণ্ডারহাটি থেকে বাবুঘাট পর্যন্ত একটি সরকারি বাস পরিষেবার উদ্বোধন করেন মন্ত্রী অসীমা পাত্র । সকাল 8টায় ধনিয়াখালির ভান্ডার হাটি থেকে বাসটি ছেড়ে ডানকুনি নবান্ন হয়ে 10:20 মিনিটে পৌঁছাবে বাবুঘাট । পুনরায় বাবুঘাট থেকে বিকেল 5:20 মিনিটে ছেড়ে ভান্ডার হাটি ফিরে আসবে সন্ধে সাড়ে সাতটা নাগাদ।

তারকেশ্বর, 17 জুন : 6 জোড়া SBSTC বাস চালু করা হল । তারকেশ্বর, হরিপাল,কামারকুন্ডু থেকে ধর্মতলা পর্যন্চ চলবে বাসগুলি ।

আজ সকালে আনুষ্ঠানিকভাবে এই বাস পরিষেবার উদ্বোধন করা হয় । হরিপালের বিধায়ক বেচারাম মান্না উদ্বোধন করেন । উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের ডিভিশানাল ম্যানেজার শুভেন্দু মুখোপাধ্যায়,পরিবহন দপ্তরের আইন অফিসার মঙ্গল সরেন-সহ বিশিষ্ট ব্যক্তিরা । তারকেশ্বর,হরিপাল এবং কামারকুন্ডু থেকে প্রথম ছয়টি বাস ছাড়ে সকাল আটটায় । এরপর আরও 6টি বাস ছাড়ে সকাল সাড়ে 8 টায় । একই ভাবে ধর্মতলা থেকে 6টি বাস সন্ধে 6 টায় এবং আরও 6টি বাস সাড়ে 6টায় ছেড়ে পুনরায় হরিপাল কামারকুন্ডু এবং তারকেশ্বর ফিরে আসবে ।

অন্যদিকে, তারকেশ্বর থেকে ধর্মতলা পর্যন্ত চলাচলের 2টি বাসের শুভ উদ্বোধন করেন তারকেশ্বরের পৌর প্রশাসক স্বপন সামন্ত এবং এবং পৌর সদস্য উত্তম কুন্ডু । এছাড়াও উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের দুই আধিকারিক । তারকেশ্বর থেকে হরিপাল সিঙ্গুর ডানকুনি, নবান্ন হয়ে ধর্মতলা পৌঁছাবে বাস গুলি ।জেলায় ছয় জোড়া বাস পরিষেবা চালুর পাশাপাশি ধনিয়াখালীর ভাণ্ডারহাটি থেকে বাবুঘাট পর্যন্ত একটি সরকারি বাস পরিষেবার উদ্বোধন করেন মন্ত্রী অসীমা পাত্র । সকাল 8টায় ধনিয়াখালির ভান্ডার হাটি থেকে বাসটি ছেড়ে ডানকুনি নবান্ন হয়ে 10:20 মিনিটে পৌঁছাবে বাবুঘাট । পুনরায় বাবুঘাট থেকে বিকেল 5:20 মিনিটে ছেড়ে ভান্ডার হাটি ফিরে আসবে সন্ধে সাড়ে সাতটা নাগাদ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.