চন্দননগর, 27 অগাস্ট : 72 টি তাজা বোমাসহ একাধিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় গতকাল রাতে ৷ ধৃত ছয় ৷ ধৃতরা খানাকুলের বাসিন্দা ৷ আজ আরামবাগ মহকুমা আদালতে তাদের তোলা হয় ৷
গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে খানাকুলের বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ ৷ বিভিন্নস্থানে তাজা বোমা থেকে শুরু করে একাধিক আধুনিক আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় ৷
হুগলি গ্রামীণ পুলিশ সুপার তথাগত বসু বলেন, হিংসাত্মক ঘটনায় জড়িত ছয় অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে ৷ সংঘর্ষের জন্য এলাকায় বোমা মজুত করা হয়েছিল ৷ পুলিশ রেইড করে কয়েকটি আধুনিক আগ্নেয়াস্ত্রসহ 72টি তাজা বোমা উদ্ধার করে ৷ অভিযুক্তরা কিছু দিন ধরে ঘটে যাওয়া হিংসাত্মক ঘটনায় জড়িত ছিল ৷
তিনি আরও জানান, আগামী দিনে যে কোনও হিংসাত্মক ঘটনা এড়াতে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে ওই এলাকায় ৷ এলাকাভিত্তিক পুলিশের ফাঁড়িগুলি সক্রিয় করা হচ্ছে ৷ ধৃতরা কী কী পরিকল্পনা করেছে তার কিনারা করা হচ্ছে ৷ জিজ্ঞাসাবাদ চলছে ৷
প্রসঙ্গত, মঙ্গলবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানাকুলের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেন ৷ বলেন, "বার বার রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠেছে আরামবাগের খানাকুল ব্লক ৷ হুগলির পুলিশ সুপারকে সেই বিষয়ে নজরে রাখতে হবে ৷" তারপরই তৎপর হয় পুলিশ ৷