ETV Bharat / state

শ্রীরামপুরে ডেঙ্গিতে মৃত্যু শিশুর - child died of dengue news

কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল বছর পাঁচেকের সুনিধি শর্মা। আজ ভোর ছ'টা নাগাদ মৃত্যু হয় তার। ঘটনাটি শ্রীরামপুর কে এল গোস্বামী সরণির ।

ছবি
author img

By

Published : Nov 19, 2019, 2:35 PM IST

Updated : Nov 19, 2019, 7:21 PM IST

শ্রীরামপুর, 19 নভেম্বর : বৈদ্যবাটির পর শ্রীরামপুর । ডেঙ্গির মৃত্যু আরও একজনের । আজ ডেঙ্গিতে মৃত্যু হল এক শিশুর। নাম সুনিধি শর্মা(5)। বাড়ি শ্রীরামপুর কে এল গোস্বামী সরণিতে ।

রিষড়ার একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করত সুনিধি। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল সে। আজ ভোরেই মৃত্যু হয় । বাবা কানহাইয়ালাল শর্মা বলেন, "জ্বরে ভুগছিল সুনিধি । প্রাথমিকভাবে চিকিৎসা করানোর পর মেডিকেল কলেজে ভরতি করা হয়। আজ ভোর ছ'টা নাগাদ মৃত্যু হয় তার।

ভিডিয়োয় শুনুন সুনিধি শর্মার বাবার বক্তব্য

বেশ কয়েকদিন ধরেই শ্রীরামপুর, রিষড়া, বৈদ্যবাটি অঞ্চলে ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দিয়েছে । দিন কয়েক আগে বৈদ্যবাটির কাজিপাড়ায় ডেঙ্গিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।

শ্রীরামপুর, 19 নভেম্বর : বৈদ্যবাটির পর শ্রীরামপুর । ডেঙ্গির মৃত্যু আরও একজনের । আজ ডেঙ্গিতে মৃত্যু হল এক শিশুর। নাম সুনিধি শর্মা(5)। বাড়ি শ্রীরামপুর কে এল গোস্বামী সরণিতে ।

রিষড়ার একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করত সুনিধি। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল সে। আজ ভোরেই মৃত্যু হয় । বাবা কানহাইয়ালাল শর্মা বলেন, "জ্বরে ভুগছিল সুনিধি । প্রাথমিকভাবে চিকিৎসা করানোর পর মেডিকেল কলেজে ভরতি করা হয়। আজ ভোর ছ'টা নাগাদ মৃত্যু হয় তার।

ভিডিয়োয় শুনুন সুনিধি শর্মার বাবার বক্তব্য

বেশ কয়েকদিন ধরেই শ্রীরামপুর, রিষড়া, বৈদ্যবাটি অঞ্চলে ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দিয়েছে । দিন কয়েক আগে বৈদ্যবাটির কাজিপাড়ায় ডেঙ্গিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।

Intro:ডেঙ্গুতে মৃত্যু হলো পাঁচ বছরের এক শিশুর।নাম সুনিধি শর্মা। বাড়ি শ্রীরামপুর কে এল গোস্বামী সরণীর বাসিন্দা। রিষড়া একটি বেসরকারি স্কুলে নার্সারীতে পড়াশোনা ও করত। গত কয়েকদিনের জ্বরে আজ ভোরে তার মৃত্যু হয়।বাবা কানহাইয়ালাল শর্মার দাবি পাঁচ বছরের মেয়ে সুনিধি গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছিলো।স্থানীয়ভাবে চিকিৎসা করানোর পর মেডিকেল কলেজে ভর্তি করা হয়।আজ ভোর ছ'টা নাগাদ মৃত্যু হয় তাঁর।বেশ কিছুদিন ধরেই শ্রীরামপুর রিষড়া বৈদ্যবাটি অঞ্চলে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে মানুষ।কয়েকদিন আগে বৈদ্যবাটির কাজিপাড়া এলাকায় এক ব্যাক্তির জ্বরে ভুগে মৃত্যু হয়। Body:WB_HGL_RISRA DENGUE DEATH_7203418Conclusion:
Last Updated : Nov 19, 2019, 7:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.