শ্রীরামপুর, 19 নভেম্বর : বৈদ্যবাটির পর শ্রীরামপুর । ডেঙ্গির মৃত্যু আরও একজনের । আজ ডেঙ্গিতে মৃত্যু হল এক শিশুর। নাম সুনিধি শর্মা(5)। বাড়ি শ্রীরামপুর কে এল গোস্বামী সরণিতে ।
রিষড়ার একটি বেসরকারি স্কুলে পড়াশোনা করত সুনিধি। কয়েকদিন ধরে জ্বরে ভুগছিল সে। আজ ভোরেই মৃত্যু হয় । বাবা কানহাইয়ালাল শর্মা বলেন, "জ্বরে ভুগছিল সুনিধি । প্রাথমিকভাবে চিকিৎসা করানোর পর মেডিকেল কলেজে ভরতি করা হয়। আজ ভোর ছ'টা নাগাদ মৃত্যু হয় তার।
বেশ কয়েকদিন ধরেই শ্রীরামপুর, রিষড়া, বৈদ্যবাটি অঞ্চলে ডেঙ্গির প্রাদুর্ভাব দেখা দিয়েছে । দিন কয়েক আগে বৈদ্যবাটির কাজিপাড়ায় ডেঙ্গিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছিল।