তারকেশ্বর, 6 জুন : পাঁচ নয়, দশ নয় । বৃদ্ধের মূত্রথলি থেকে বের হল ৩০০ গ্রামের পাথর । অস্ত্রোপচার করে মূত্রথলি থেকে তিনশো গ্রাম ওজনের পাথর বের করার পর হতবাক চিকিৎসকও । কিডনিতে পাথরের ঘটনা আকছার শোনা গেলেও কিছু বিরল ঘটনার সাক্ষীও থাকেন চিকিৎসকেরা । মূত্রথলিতে এত বড় পাথরের ঘটনা তেমনই বিরল এ রাজ্যে । দাবি চিকিৎসকের (In a rare operation 300 gm stone removed from urinary bladder) ।
পুরশুড়ার 68 বছরের শেখ মেহের আলি বেশ কয়েকমাস ধরে প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন । বর্ধমান মেডিক্যাল কলেজের চিকিৎসক এ.কে খানের পরামর্শে ইউএসজি রিপোর্ট করানোর পরই মূত্রথলিতে পাথর ধরা পড়ে বৃদ্ধের । যদিও অস্ত্রোপচারের যাবতীয় ব্যবস্থা করা হয় তারকেশ্বরের চাঁপাডাঙা এলাকার একটি নার্সিংহোমে । রবিবার সন্ধ্যায় প্রায় দু'ঘন্টা ধরে অস্ত্রোপচারের পর ৩০০ গ্রাম ওজনের পাথরটি সফলভাবে বের করতে সক্ষম হন চিকিৎসক এ.কে খান এবং তাঁর সহকারীরা ।
আরও পড়ুন : বর্ধমান মেডিক্যাল কলেজে আগুনে পুড়ে মহিলার মৃত্যুতে ফরেনসিক দল
তবে বিরল এই ঘটনায় হতবাক চিকিৎসক থেকে স্বাস্থ্যকর্মীরা । চিকিৎসক এ.কে খান বলেন, "কিডনিতে পাথর একটা সাধরণ ব্যাপার, কিন্তু মূত্রথলিতে এত বড় পাথর । এটা একেবারেই বিরল । অপারেশনের পর রোগী সুস্থ আছেন । তবে অনিয়মিত খাদ্যাভ্যাস ও ধূমপানের কারণেই এমন রোগের সৃষ্টি হয় ।" রোগীকে স্বাস্থ্যকর খাবার এবং পরিমাণ মত জল খাওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসক এ.কে খান । রোগীকে ধূমপান পুরোপুরি বন্ধ করারও পরামর্শ দিয়েছেন তিনি ।