ETV Bharat / state

আফগানিস্তানে কাজে গিয়ে আটকে বাংলার 3 শ্রমিক - শ্যাম মাইতি ও বর্ধমানের দুই যুবক

মুম্বইয়ের এক এজেন্ট মারফত মাস পাঁচেক আগে সোনার কাজে কাবুলে যান শ্যাম মাইতি ও বর্ধমানের দুই যুবক । কিন্তু এখনও ঘরে ফিরতে পারেননি ৷ অভিযোগ 12-14 ঘণ্টা কাজ করিয়ে নিয়ে কোনও বেতন দেওয়া হচ্ছে না ৷ আটকে রাখা হয়েছে পাসপোর্ট-ভিসাও ৷

ছবি
author img

By

Published : Nov 4, 2019, 3:25 PM IST

Updated : Nov 4, 2019, 3:36 PM IST

পোলবা (হুগলি), 4 নভেম্বর : আফগানিস্তানে কাজে গিয়ে আটকে পড়লেন তিন বাঙালি ৷ এদের মধ্যে একজন হুগলির পোলবার বাসিন্দা ৷ নাম শ্যাম মাইতি ৷ সঙ্গে রয়েছেন বর্ধমানের হামিম মালিক ও কুশান্ত মণ্ডল ৷ অভিযোগ, 12-14 ঘণ্টা কাজ করিয়ে নিয়ে কোনও বেতন দেওয়া হচ্ছে না ৷ আটকে রাখা হয়েছে পাসপোর্ট-ভিসাও ৷

মুম্বইয়ের এক এজেন্ট মারফত মাস পাঁচেক আগে সোনার কাজে কাবুলে যান শ্যাম মাইতি ও বর্ধমানের দুই যুবক । সেখানে প্রথম দু'মাস তাঁদেরকে চুক্তির তুলনায় কম বেতন দেওয়া হয় । এনিয়ে তিনজনের সঙ্গে বচসার শুরু কর্তৃপক্ষের ৷ এবার শুরু হয় অত্যাচার । 8 ঘণ্টার জায়গায় জোর করে কখনও 12 ঘণ্টা, কখনও বা 14 ঘণ্টা পর্যন্ত কাজ করানো হত বলে অভিযোগ । গত তিন মাস ধরে তাঁদের বেতনও দেওয়া হয়নি । ভিসা-পাসপোর্ট আটকে রেখে রীতিমতো গৃহবন্দী করে রাখা হয়েছে ৷ ফিরে আসতে চাইলে তিনজনকে 2 লাখ টাকা করে দিতে বলা হচ্ছে ।

ভিডিয়োয় শুনুন শ্যাম মাইতির স্ত্রীর বক্তব্য

পুরো বিষয়টি ফোন মারফত জানতে পারেন শ্যামবাবুর স্ত্রী পায়েল মাইতি ৷ তারপর এবিষয়ে পোলবা থানায় অভিযোগ জানাতে যান । অভিযোগ, থানা থেকে এবিষয়ে উপরমহলে জানানোর কথা বলে দায় সারে পুলিশ ৷ বর্তমানে আশঙ্কায় দিন গুনছে শ্যামের পরিবার । শ্যামের স্ত্রীর প্রার্থনা, বিষয়টির উপর যেন হস্তক্ষেপ করে বিদেশমন্ত্রক ৷

পোলবা (হুগলি), 4 নভেম্বর : আফগানিস্তানে কাজে গিয়ে আটকে পড়লেন তিন বাঙালি ৷ এদের মধ্যে একজন হুগলির পোলবার বাসিন্দা ৷ নাম শ্যাম মাইতি ৷ সঙ্গে রয়েছেন বর্ধমানের হামিম মালিক ও কুশান্ত মণ্ডল ৷ অভিযোগ, 12-14 ঘণ্টা কাজ করিয়ে নিয়ে কোনও বেতন দেওয়া হচ্ছে না ৷ আটকে রাখা হয়েছে পাসপোর্ট-ভিসাও ৷

মুম্বইয়ের এক এজেন্ট মারফত মাস পাঁচেক আগে সোনার কাজে কাবুলে যান শ্যাম মাইতি ও বর্ধমানের দুই যুবক । সেখানে প্রথম দু'মাস তাঁদেরকে চুক্তির তুলনায় কম বেতন দেওয়া হয় । এনিয়ে তিনজনের সঙ্গে বচসার শুরু কর্তৃপক্ষের ৷ এবার শুরু হয় অত্যাচার । 8 ঘণ্টার জায়গায় জোর করে কখনও 12 ঘণ্টা, কখনও বা 14 ঘণ্টা পর্যন্ত কাজ করানো হত বলে অভিযোগ । গত তিন মাস ধরে তাঁদের বেতনও দেওয়া হয়নি । ভিসা-পাসপোর্ট আটকে রেখে রীতিমতো গৃহবন্দী করে রাখা হয়েছে ৷ ফিরে আসতে চাইলে তিনজনকে 2 লাখ টাকা করে দিতে বলা হচ্ছে ।

ভিডিয়োয় শুনুন শ্যাম মাইতির স্ত্রীর বক্তব্য

পুরো বিষয়টি ফোন মারফত জানতে পারেন শ্যামবাবুর স্ত্রী পায়েল মাইতি ৷ তারপর এবিষয়ে পোলবা থানায় অভিযোগ জানাতে যান । অভিযোগ, থানা থেকে এবিষয়ে উপরমহলে জানানোর কথা বলে দায় সারে পুলিশ ৷ বর্তমানে আশঙ্কায় দিন গুনছে শ্যামের পরিবার । শ্যামের স্ত্রীর প্রার্থনা, বিষয়টির উপর যেন হস্তক্ষেপ করে বিদেশমন্ত্রক ৷

Intro:জাড্ডার পর এবার আফগানিস্তান। আবারও বেশী টাকার লোভে বিদেশে পাড়ি দিয়ে আটকে পড়লো তিন ভারতীয়। তিন জনই বাঙালী। এদের মধ্যে একজন হুগলি জেলার। হুগলির পোলবা থানার কামদেবপুর ধুমার বাসিন্দা শ্যাম মাইতি(৩৪) সহ বর্ধমানের হামিম মল্লিক এবং কুশান্ত মন্ডল মুম্বাইয়ের এক এজেন্ট মারফত মাস পাঁচেক আগে সোনার কাজে আফগানিস্তানের কাবুলে যায়। সেখানে প্রথম দু'মাস তাঁদেরকে কন্ট্র্যাকটের তুলনায় কম বেতন দেওয়া হয়। এনিয়ে নিয়েই তিনজনের সাথে বচসার সূত্রপাত। তারপর থেকেই শুরু হয় অত্যাচার। ৮ ঘন্টার জায়গায় বলপূর্বক ১২ঘন্টা আবার কোনকোনদিন চৌদ্দ ঘন্টা পর্যন্ত কাজ করানো হচ্ছে বলে অভিযোগ। বিগত তিন মাস ধরে তাঁদের বেতনও দেওয়া হয়নি। ভিসা-পাসপোর্টি আটকে রেখে রিতিমত গৃহবন্দী করে রাখা হয়েছে তাঁদের। ফিরে আসতে চাইলে তিনজনকে ২লক্ষ টাকা করে দিতে বলা হচ্ছে। যেই টাকা তাঁদের কাছে নেই। ফোন মারফত এই বিষয়টি জানতে পেরে শ্যামবাবুর স্ত্রী পায়েল মাইতি এবিষয়ে পোলবা থানায় অভিযোগ জানাতে যায়। কিন্তু অভিযোগ থানা থেকে এবিষয়ে উপরমহলে জানানোর কথা বলে দায় সাড়া হয়। কিন্তু সাদামাটা এই পরিবার কার কাছে যাবে কিছুই বুঝতে পারছে না। বর্তমানে আশঙ্কায় দিন কাটাচ্ছেন শ্যামবাবুর পরিবার। পায়েল দেবী চায় এবিষয়ে বিদেশমন্ত্রক হস্তক্ষেপ করুক।Body:WB_HGL_GOLD WORKMANS RESCUE AFGANISTHAN_7203418Conclusion:
Last Updated : Nov 4, 2019, 3:36 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.