পোলবা (হুগলি), 4 নভেম্বর : আফগানিস্তানে কাজে গিয়ে আটকে পড়লেন তিন বাঙালি ৷ এদের মধ্যে একজন হুগলির পোলবার বাসিন্দা ৷ নাম শ্যাম মাইতি ৷ সঙ্গে রয়েছেন বর্ধমানের হামিম মালিক ও কুশান্ত মণ্ডল ৷ অভিযোগ, 12-14 ঘণ্টা কাজ করিয়ে নিয়ে কোনও বেতন দেওয়া হচ্ছে না ৷ আটকে রাখা হয়েছে পাসপোর্ট-ভিসাও ৷
মুম্বইয়ের এক এজেন্ট মারফত মাস পাঁচেক আগে সোনার কাজে কাবুলে যান শ্যাম মাইতি ও বর্ধমানের দুই যুবক । সেখানে প্রথম দু'মাস তাঁদেরকে চুক্তির তুলনায় কম বেতন দেওয়া হয় । এনিয়ে তিনজনের সঙ্গে বচসার শুরু কর্তৃপক্ষের ৷ এবার শুরু হয় অত্যাচার । 8 ঘণ্টার জায়গায় জোর করে কখনও 12 ঘণ্টা, কখনও বা 14 ঘণ্টা পর্যন্ত কাজ করানো হত বলে অভিযোগ । গত তিন মাস ধরে তাঁদের বেতনও দেওয়া হয়নি । ভিসা-পাসপোর্ট আটকে রেখে রীতিমতো গৃহবন্দী করে রাখা হয়েছে ৷ ফিরে আসতে চাইলে তিনজনকে 2 লাখ টাকা করে দিতে বলা হচ্ছে ।
পুরো বিষয়টি ফোন মারফত জানতে পারেন শ্যামবাবুর স্ত্রী পায়েল মাইতি ৷ তারপর এবিষয়ে পোলবা থানায় অভিযোগ জানাতে যান । অভিযোগ, থানা থেকে এবিষয়ে উপরমহলে জানানোর কথা বলে দায় সারে পুলিশ ৷ বর্তমানে আশঙ্কায় দিন গুনছে শ্যামের পরিবার । শ্যামের স্ত্রীর প্রার্থনা, বিষয়টির উপর যেন হস্তক্ষেপ করে বিদেশমন্ত্রক ৷