ETV Bharat / state

Uttarpara Death : ঝিলে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু তিন নাবালকের - 3 boys die after drowning at uttarpara

ইটখোলা ঝিলে স্নান করতে গিয়ে মৃত তিন নাবালক (3 boys dies after drowning a lake) । ঘটনাটি উত্তরপাড়ার মাখলা এলাকার ৷ তিন নাবালকের মৃত্যুতে ওই এলাকায় নেমেছে শোকের ছায়া।

hooghly news
স্নান করতে গিয়ে মৃত তিন নাবালক
author img

By

Published : May 23, 2022, 10:46 PM IST

উত্তরপাড়া, 23 মে : স্নান করতে হুগলির উত্তরপাড়ায় নেমে জলে ডুবে মৃত্যু তিন নাবালকের ৷ উত্তরপাড়ার মাখলার ইটখোলা অঞ্চলে বিএনএস ঝিলে সোমবার দুপুরে স্নান করতে নামে ওই তিনজন ৷ হঠাৎই তারা জলে তলিয়ে যায় (3 boys dies after drowning a lake) ৷ পরে তাদের দেহ উদ্ধার হয় ৷ তিনজন হল আশিষ সাউ (10),আদিত্য সাউ (12) ও অঙ্কিত কুমার (13)। তাদের বাড়ি উত্তরপাড়া কোতরং পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের মাখলা সেবা সদন অঞ্চলে ।

মৃত তিন বালক স্থানীয় প্রহ্লাদ শিক্ষা নিকেতনের ছাত্র । আশীষ ষষ্ঠ, আদিত্য সপ্তম এবং অঙ্কিত অষ্টম শ্রেণির ছাত্র। তিনজনই সাঁতার জানত না বলে জানিয়েছেন তাদের পরিবার। বাড়িতে কাউকে কিছু না বলেই স্নানে গিয়েছিল ওরা ৷ এরপরই ঝিলের জলে তলিয়ে যায়। পরে খোঁজ করতে গিয়ে তাদের ঝিল থেকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন ।

জলে ডুবে মৃত্যু তিন নাবালকের

আরও পড়ুন : স্নানে গিয়ে ড্যামের জলে ডুবে মৃত্য়ু সেনাকর্মীর

ঘটনার খবর শুনে হাসপাতালে পৌঁছন পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব ও ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডল । দিলীপ যাদব জানান, অত্যন্ত মর্মান্তিক ঘটনা । পৌরসভার পক্ষ থেকে তাঁরা সব সময় মৃতদের পরিবারের পাশে আছেন । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । এই ঘটনায় উত্তরপাড়া থানা তিনটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে । অন্যদিকে তিন বালকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ৷

উত্তরপাড়া, 23 মে : স্নান করতে হুগলির উত্তরপাড়ায় নেমে জলে ডুবে মৃত্যু তিন নাবালকের ৷ উত্তরপাড়ার মাখলার ইটখোলা অঞ্চলে বিএনএস ঝিলে সোমবার দুপুরে স্নান করতে নামে ওই তিনজন ৷ হঠাৎই তারা জলে তলিয়ে যায় (3 boys dies after drowning a lake) ৷ পরে তাদের দেহ উদ্ধার হয় ৷ তিনজন হল আশিষ সাউ (10),আদিত্য সাউ (12) ও অঙ্কিত কুমার (13)। তাদের বাড়ি উত্তরপাড়া কোতরং পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের মাখলা সেবা সদন অঞ্চলে ।

মৃত তিন বালক স্থানীয় প্রহ্লাদ শিক্ষা নিকেতনের ছাত্র । আশীষ ষষ্ঠ, আদিত্য সপ্তম এবং অঙ্কিত অষ্টম শ্রেণির ছাত্র। তিনজনই সাঁতার জানত না বলে জানিয়েছেন তাদের পরিবার। বাড়িতে কাউকে কিছু না বলেই স্নানে গিয়েছিল ওরা ৷ এরপরই ঝিলের জলে তলিয়ে যায়। পরে খোঁজ করতে গিয়ে তাদের ঝিল থেকে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় । চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন ।

জলে ডুবে মৃত্যু তিন নাবালকের

আরও পড়ুন : স্নানে গিয়ে ড্যামের জলে ডুবে মৃত্য়ু সেনাকর্মীর

ঘটনার খবর শুনে হাসপাতালে পৌঁছন পৌরসভার চেয়ারম্যান দিলীপ যাদব ও ভাইস চেয়ারম্যান খোকন মণ্ডল । দিলীপ যাদব জানান, অত্যন্ত মর্মান্তিক ঘটনা । পৌরসভার পক্ষ থেকে তাঁরা সব সময় মৃতদের পরিবারের পাশে আছেন । পুলিশ প্রশাসনের পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে । এই ঘটনায় উত্তরপাড়া থানা তিনটি অস্বাভাবিক মৃত্যুর তদন্ত শুরু করেছে । অন্যদিকে তিন বালকের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.