তারকেশ্বর, 12 এপ্রিল : তারকেশ্বরে কিশোর খুনের ঘটনায় গ্রেপ্তার করা হল তৃণমূলের পঞ্চায়েত সদস্য কাজল দাস, তাঁর স্বামী রাজেশ দাস ও দেওর বিশ্বজিৎ দাসকে। বুধবার রাতে শ্রীরামপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গতকাল তিনজনকে চন্দননগর আদালতে তোলা হয়। তাঁদের 14 দিনের জেল হেপাজতে পাঠানো হয়েছে।
মঙ্গলবার সন্ধেয় ঝড়ে বাড়ির উপর ইলেকট্রিক তার ছিঁড়ে পড়ায় ট্রান্সফরমারে তালা দেওয়াকে কেন্দ্র করে তৃণমূল পঞ্চায়েত সদস্য কাজল দাসের স্বামী রাজেশ দাসের সঙ্গে বচসা শুরু হয় বাড়ির মালিক অরূপ পাত্রের। বাবাকে মারধর করছে দেখে বাঁচাতে যায় ছেলে সৌরভ পাত্র। সেই সময় রাজেশ সৌরভের বুকে ঘুষি মারে। মাটিতে পড়ে যায় সৌরভ। হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
এই ঘটনায় সৌরভের বাবা অরূপ পাত্র কাজল দাস, রাজেশ দাস ও বিশ্বজিৎ দাসের নামে তারকেশ্বর থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ প্রথমে বিশ্বজিৎ দাসকে আটক করে। ঘটনার পর থেকে কাজল দাস ও রাজেশ দাস পলাতক। দোষীদের গ্রেপ্তারের দাবিতে তারকেশ্বর থানা ঘেরাও করে বিক্ষোভ দেখায় BJP-র কর্মী সমর্থকরা। বুধবার রাতে শ্রীরামপুরে এক আত্মীয়ের বাড়ি থেকে কাজল ও রাজেশকে গ্রেপ্তার করে পুলিশ।
সন্ধেয় অপরূপা পোদ্দার সৌরভের বাড়িতে যান। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখান প্রতিবেশীরা। দোষীদের গ্রেপ্তারের দাবিতে অনড় থাকেন। সন্ধেয় এলাকাবাসী রাজেশের বাড়ি ভাঙচুর করে। অনেক টানাপোড়েনের পর মধ্যরাতে সৌরভের শেষকৃত্য সম্পন্ন হয়। অন্যদিকে পুত্র শোকে অসুস্থ হয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখান থেকে তাঁকে চুঁচুড়া সদর হাসপাতালে রেফার করা হয়েছে।
এই সংক্রান্ত আরও খবর : তারকেশ্বরে কিশোরকে পিটিয়ে খুন, অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যর স্বামী