শিলিগুড়ি, 2 জানুয়ারি : বান্ধবীর সঙ্গে ঘুরতে গিয়ে দুষ্কৃতীদের হাতে খুন হলেন এক যুবক । নাম হর্ষিত আগরওয়াল । তিনি শিলিগুড়ি পৌরনিগমের পাঁচ নম্বর ওয়ার্ডের গঙ্গানগরের বাসিন্দা । সেবক রোডের একটি বেসরকারি মার্বেল সংস্থার কর্মী ছিলেন হর্ষিত ।
পুলিশ সূত্রে খবর, গতকাল সন্ধ্যা সাতটা নাগাদ বান্ধবীকে নিয়ে শিলিগুড়ির কাছে আমবাড়ি এলাকায় ঘুরতে যান ওই যুবক । আমবাড়ির কাছে বাণীয়াপানী রেল ওভারব্রিজের কাছে দাঁড়িয়ে বান্ধবীকে নিয়ে কথা বলার সময় দু-তিন জন দুষ্কৃতী ওই যুবকের কাছে টাকা দাবি করে বলে অভিযোগ । টাকা দিতে অস্বীকার করলে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে দুষ্কৃতীরা । এরপর বান্ধবী চিৎকার জুড়ে দিলে ছুটে আসে স্থানীয়রা । লোক আসতে দেখে চম্পট দেয় দুষ্কৃতীরা । এরপর স্থানীয় মানুষ এবং পুলিশের সহযোগিতায় যুবককে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় ।
আরও পড়ুন : খড়্গপুরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু যুবকের, রাজনৈতিক কারণে খুন ?
কিন্তু মাঝরাতেই মৃত্যু হয় যুবকের । যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ । দেহ উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।