ETV Bharat / state

Veterinary Hospital at Darjeeling Zoo: বন দফতরের উদ্যোগে দার্জিলিং চিড়িয়াখানায় অত্যাধুনিক পশু হাসপাতাল - দেশের সেরা পশু হাসপাতাল

পশু চিকিৎসায় জোর বন দফতরের ৷ কোটি টাকা ব্যয়ে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে গড়ে তোলা হচ্ছে অত্যাধুনিক পশু হাসপাতাল ৷

Etv Bharat
দার্জিলিং চিড়িয়াখানায় দেশের সেরা ও অত্যাধুনিক পশু হাসপাতাল
author img

By

Published : Apr 19, 2023, 8:55 PM IST

দার্জিলিং চিড়িয়াখানায় দেশের সেরা পশু হাসপাতাল

দার্জিলিং, 19 এপ্রিল: দেশের সেরা পশু হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য বন দফতর । রাজ্য তো বটেই ওই হাসপাতালটি সম্পূর্ণভাবে কাজ শুরু করলে গোটা উত্তর-পূর্ব ভারতের পশু চিকিৎসা ও গবেষণায় জোয়ার আসবে বলে জানিয়েছেন পশু আধিকারিকরা । রাজ্য জু অথরিটি ও বন দফতরের যৌথ উদ্যোগে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে কোটি টাকা খরচ করে এই অত্যাধুনিক পশু হাসপাতাল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷ প্রায় তিন মাস আগে এই অত্যাধুনিক হাসপাতালের একটা অংশ চালু করা হয়েছে ।

এর আগে মূলত যে কোনও পশুর চিকিৎসা ও ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি সংলগ্ন বেঙ্গল সাফারি পার্কের উপরই নির্ভর থাকতে হত বন দফতরকে । রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হত কলকাতা বা ভিন রাজ্যে । তাও আবার বেশিরভাগ সময়ই পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় পরীক্ষা করা সম্ভব হত না । যে কারণে পশু চিকিৎসায় বেশ সমস্যায় পড়তে হত বন দফতরকে ৷ এই জন্যই দার্জিলিং চিড়িয়াখানায় ওই অত্যাধুনিক হাসপাতাল ও প্যাথলজি গবেষণাগার তৈরি করছে জু অথরিটি ।

এই বিষয়ে রাজ্যের মুখ্য বনপাল (হেড অফ ফরেস্ট ফোর্স) সৌমিত্র দাশগুপ্ত বলেন, "তিন মাস আগে হাসপাতাল চালু হয়েছে । এরকম হাসপাতাল গোটা দেশে কোথাও নেই ।" দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "অতীতে যে কোনও নমুনা পরীক্ষা নিরীক্ষার জন্য দৌড় ঝাঁপ করতে হত । তবে এবার থেকে এই অত্যাধুনিক হাসপাতালেই তা সম্ভব হবে । হরমোন পরীক্ষা, বিভিন্ন নমুনা পরীক্ষা, অন্যান্য চিকিৎসা ও প্রয়োজনে অস্ত্রোপচারও করা হবে এখানে ।"

সবুজে ঘেরা উত্তরে একাধিক পার্ক এবং বন্য জন্তুর সমাহার থাকলেও তেমন কোনও পশু হাসপাতাল বা পরিকাঠামো ছিল না । বেঙ্গল সাফারি পার্কে হাসপাতাল থাকলেও পরিকাঠামোগতভাবে তা খুব একটা উন্নত নয় । শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল । স্বাভাবিকভাবেই ভাইরাস ঘটিত কোনও রোগের মোকাবিলা কিংবা জটিল কোনও রোগের চিকিৎসা করতে এতদিন দক্ষিণবঙ্গের উপর ভরসা রাখতে হত । কিন্তু সেখানেও যে পরিকাঠামোর অভাব । যে কারণে এবার ওই অত্যাধুনিক হাসপাতাল গড়ছে বন দফতর ।

যেখানে শুধু চিকিৎসা নয়, হবে নমুনা পরীক্ষাও । এই বিষয়ে দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর আরও বলেন, "এটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল । কারণ কোনও জন্তু জটিল রোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসা করাতে আমাদের সমস্যায় পড়তে হত । এবার এই হাসপাতাল পশুদের রোগ প্রতিকারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে । চিকিৎসা পরিষেবা উন্নত করার পাশাপাশি হরমোন ল্যাব এবং প্যাথলজিক্যাল ল্যাবও গড়ে তোলা হয়েছে । যার ফলে রোগ নির্ণয়ে আমাদের সুবিধা হবে ।"

প্যাথলজি ল্যাবের জন্য 13 লক্ষ টাকার যন্ত্র বিদেশ থেকে কেনা হচ্ছে । এই ল্যাবে পশুদের গোটা শরীরের এমআরআই, কালার ডপলার, বায়োসেফটি ক্যাবিনেট, ল্যামিনার ফ্লো, ইনকিউবেটর, অটো ক্লেভ, অ্যানালিটিক্যাল ওয়েনিং ব্যালেন্স, কোলোনি কাউন্টার, ব্লাড স্যাম্পল সেপারেশন, বাইনোকুলার কম্পাউন্ড মাইক্রোস্কোপের মতো অত্যাধুনিক যন্ত্র থাকবে । পরবর্তীতে সিসিইউও গড়ার কথাও রয়েছে ।

আরও পড়ুন : দেশের সেরা দার্জিলিং চিড়িয়াখানা, চতুর্থ স্থানে আলিপুর

দার্জিলিং চিড়িয়াখানায় দেশের সেরা পশু হাসপাতাল

দার্জিলিং, 19 এপ্রিল: দেশের সেরা পশু হাসপাতাল তৈরির উদ্যোগ নিয়েছে রাজ্য বন দফতর । রাজ্য তো বটেই ওই হাসপাতালটি সম্পূর্ণভাবে কাজ শুরু করলে গোটা উত্তর-পূর্ব ভারতের পশু চিকিৎসা ও গবেষণায় জোয়ার আসবে বলে জানিয়েছেন পশু আধিকারিকরা । রাজ্য জু অথরিটি ও বন দফতরের যৌথ উদ্যোগে দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্কে কোটি টাকা খরচ করে এই অত্যাধুনিক পশু হাসপাতাল তৈরি করা হচ্ছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ ৷ প্রায় তিন মাস আগে এই অত্যাধুনিক হাসপাতালের একটা অংশ চালু করা হয়েছে ।

এর আগে মূলত যে কোনও পশুর চিকিৎসা ও ময়নাতদন্তের জন্য শিলিগুড়ি সংলগ্ন বেঙ্গল সাফারি পার্কের উপরই নির্ভর থাকতে হত বন দফতরকে । রোগ নির্ণয়ের পরীক্ষার জন্য নমুনা পাঠাতে হত কলকাতা বা ভিন রাজ্যে । তাও আবার বেশিরভাগ সময়ই পর্যাপ্ত পরিকাঠামো না থাকায় পরীক্ষা করা সম্ভব হত না । যে কারণে পশু চিকিৎসায় বেশ সমস্যায় পড়তে হত বন দফতরকে ৷ এই জন্যই দার্জিলিং চিড়িয়াখানায় ওই অত্যাধুনিক হাসপাতাল ও প্যাথলজি গবেষণাগার তৈরি করছে জু অথরিটি ।

এই বিষয়ে রাজ্যের মুখ্য বনপাল (হেড অফ ফরেস্ট ফোর্স) সৌমিত্র দাশগুপ্ত বলেন, "তিন মাস আগে হাসপাতাল চালু হয়েছে । এরকম হাসপাতাল গোটা দেশে কোথাও নেই ।" দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর বাসবরাজ হোলেইয়াচি বলেন, "অতীতে যে কোনও নমুনা পরীক্ষা নিরীক্ষার জন্য দৌড় ঝাঁপ করতে হত । তবে এবার থেকে এই অত্যাধুনিক হাসপাতালেই তা সম্ভব হবে । হরমোন পরীক্ষা, বিভিন্ন নমুনা পরীক্ষা, অন্যান্য চিকিৎসা ও প্রয়োজনে অস্ত্রোপচারও করা হবে এখানে ।"

সবুজে ঘেরা উত্তরে একাধিক পার্ক এবং বন্য জন্তুর সমাহার থাকলেও তেমন কোনও পশু হাসপাতাল বা পরিকাঠামো ছিল না । বেঙ্গল সাফারি পার্কে হাসপাতাল থাকলেও পরিকাঠামোগতভাবে তা খুব একটা উন্নত নয় । শুধুমাত্র প্রাথমিক চিকিৎসার ক্ষেত্রে পরিকাঠামো গড়ে তোলা হয়েছিল । স্বাভাবিকভাবেই ভাইরাস ঘটিত কোনও রোগের মোকাবিলা কিংবা জটিল কোনও রোগের চিকিৎসা করতে এতদিন দক্ষিণবঙ্গের উপর ভরসা রাখতে হত । কিন্তু সেখানেও যে পরিকাঠামোর অভাব । যে কারণে এবার ওই অত্যাধুনিক হাসপাতাল গড়ছে বন দফতর ।

যেখানে শুধু চিকিৎসা নয়, হবে নমুনা পরীক্ষাও । এই বিষয়ে দার্জিলিং চিড়িয়াখানার ডিরেক্টর আরও বলেন, "এটি অত্যন্ত প্রয়োজনীয় ছিল । কারণ কোনও জন্তু জটিল রোগে আক্রান্ত হলে তাকে চিকিৎসা করাতে আমাদের সমস্যায় পড়তে হত । এবার এই হাসপাতাল পশুদের রোগ প্রতিকারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে । চিকিৎসা পরিষেবা উন্নত করার পাশাপাশি হরমোন ল্যাব এবং প্যাথলজিক্যাল ল্যাবও গড়ে তোলা হয়েছে । যার ফলে রোগ নির্ণয়ে আমাদের সুবিধা হবে ।"

প্যাথলজি ল্যাবের জন্য 13 লক্ষ টাকার যন্ত্র বিদেশ থেকে কেনা হচ্ছে । এই ল্যাবে পশুদের গোটা শরীরের এমআরআই, কালার ডপলার, বায়োসেফটি ক্যাবিনেট, ল্যামিনার ফ্লো, ইনকিউবেটর, অটো ক্লেভ, অ্যানালিটিক্যাল ওয়েনিং ব্যালেন্স, কোলোনি কাউন্টার, ব্লাড স্যাম্পল সেপারেশন, বাইনোকুলার কম্পাউন্ড মাইক্রোস্কোপের মতো অত্যাধুনিক যন্ত্র থাকবে । পরবর্তীতে সিসিইউও গড়ার কথাও রয়েছে ।

আরও পড়ুন : দেশের সেরা দার্জিলিং চিড়িয়াখানা, চতুর্থ স্থানে আলিপুর

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.