ETV Bharat / state

সরকারি নির্দেশিকা মেনে চা বাগানে কাজ হচ্ছে : বিনয় তামাঙ - চা বাগান

লকডাউনে খুলেছে চা বাগান । কিন্তু সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পরে সবাই কাজ করছেন কিনা তা দেখতে চা বাগান পরিদর্শনে আসেন মোর্চা সভাপতি বিনয় তামাঙ।

Tea garden
চা বাগানে
author img

By

Published : Apr 27, 2020, 8:51 PM IST


দার্জিলিং, 27 এপ্রিল: সরকারি নির্দেশিকা মেনেই লকডাউনে খুলেছে চা বাগান । কিন্তু সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পরে সবাই কাজ করছেন কিনা তা দেখতে চা বাগান পরিদর্শনে আসেন মোর্চা সভাপতি বিনয় তামাঙ। সোমবার তিনি দার্জিলিঙের ঋষিহাট ও অরেঞ্জভ্যালি চা বাগান পরিদর্শন করেন । তার আগে চুংথাঙ এবং মারিবঙ চা বাগান পরিদর্শন করেছেন ।

এদিন তিনি বলেন, লকডাউনের মধ্যেও সরকারি গাইডলাইন মেনে চা বাগানগুলি খুলেছে । এখনও পর্যন্ত যে কটি চা বাগানে গিয়েছেন দেখা গেছে সেগুলি নিয়ম মেনেই কাজ চলছে । এরপর আরও চা বাগান পরিদর্শন করবেন তিনি । চা বাগান পরিদর্শনের সঙ্গেই স্যানিটাইজার, পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক চা বাগানগুলিতে তিনি দিয়েছেন ।

এনিয়ে বিনয় তামাঙ বলেন, পরিদর্শনে গিয়ে দেখা গেছে যেসব মাস্ক চা বাগান কর্তৃপক্ষ দিয়েছেন সেগুলি একবার ব্যবহার যোগ্য। তাই চা বাগান শ্রমিকদের পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক দেওয়া হচ্ছে ।

এদিকে এরাজ্যে কোরোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল ইতিমধ্যেই দার্জিলিং জেলায় চা বাগান এলাকা পরিদর্শনে যায় । চা বাগানগুলি সরকারি নির্দেশিকা মানছে কি না বা কোরোনা মোকাবিলায় কী পদক্ষেপ নিচ্ছে বাগান কর্তৃপক্ষ, সে বিষয়ে খোঁজ নেন তাঁরা । এরপরেই দার্জিলিং পাহাড়ের চা বাগানগুলিতে মোর্চা সভাপতি বিনয় তামাঙয়ের পরিদর্শন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।


দার্জিলিং, 27 এপ্রিল: সরকারি নির্দেশিকা মেনেই লকডাউনে খুলেছে চা বাগান । কিন্তু সামাজিক দূরত্ব মেনে ও মাস্ক পরে সবাই কাজ করছেন কিনা তা দেখতে চা বাগান পরিদর্শনে আসেন মোর্চা সভাপতি বিনয় তামাঙ। সোমবার তিনি দার্জিলিঙের ঋষিহাট ও অরেঞ্জভ্যালি চা বাগান পরিদর্শন করেন । তার আগে চুংথাঙ এবং মারিবঙ চা বাগান পরিদর্শন করেছেন ।

এদিন তিনি বলেন, লকডাউনের মধ্যেও সরকারি গাইডলাইন মেনে চা বাগানগুলি খুলেছে । এখনও পর্যন্ত যে কটি চা বাগানে গিয়েছেন দেখা গেছে সেগুলি নিয়ম মেনেই কাজ চলছে । এরপর আরও চা বাগান পরিদর্শন করবেন তিনি । চা বাগান পরিদর্শনের সঙ্গেই স্যানিটাইজার, পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক চা বাগানগুলিতে তিনি দিয়েছেন ।

এনিয়ে বিনয় তামাঙ বলেন, পরিদর্শনে গিয়ে দেখা গেছে যেসব মাস্ক চা বাগান কর্তৃপক্ষ দিয়েছেন সেগুলি একবার ব্যবহার যোগ্য। তাই চা বাগান শ্রমিকদের পুনরায় ব্যবহারযোগ্য মাস্ক দেওয়া হচ্ছে ।

এদিকে এরাজ্যে কোরোনা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে এসেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল। এই প্রতিনিধি দল ইতিমধ্যেই দার্জিলিং জেলায় চা বাগান এলাকা পরিদর্শনে যায় । চা বাগানগুলি সরকারি নির্দেশিকা মানছে কি না বা কোরোনা মোকাবিলায় কী পদক্ষেপ নিচ্ছে বাগান কর্তৃপক্ষ, সে বিষয়ে খোঁজ নেন তাঁরা । এরপরেই দার্জিলিং পাহাড়ের চা বাগানগুলিতে মোর্চা সভাপতি বিনয় তামাঙয়ের পরিদর্শন তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.