শিলিগুড়ি, 4 অগস্ট : বেশ কয়েকদিন বাদে আবারও শিলিগুড়িতে (Siliguri) মাথা চাড়া দিয়ে উঠল ব্ল্যাক ফাংগাস (Black Fungus) ৷ বুধবার ভোরে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শিলিগুড়ি সংলগ্ন শিবমন্দির এলাকার বাসিন্দা শিপ্রা ভৌমিকের (53)।
জানা গিয়েছে, ওই প্রৌঢ়া করোনায় সংক্রমিত হলেও সুস্থ হয়ে উঠেছিলেন । কিন্তু কোভিড পরবর্তী ধাক্কা এবং ব্ল্যাক ফাংগাসের কারণে কোভিড ব্লকেই চিকিৎসাধীন ছিলেন তিনি । কিন্তু চিকিৎসা শুরুর আগেই আজ ভোরে তাঁর মৃত্যু হয় । এই নিয়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাংগাসে মৃতের সংখ্যা বেড়ে হল 13 জন । উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডিন সন্দীপ সেনগুপ্ত বলেন, "যাঁদের মৃত্যু হয়েছে তাঁদের শারীরিক পরিস্থিতি খুবই শোচনীয় ছিল । চিকিৎসকরা অস্ত্রোপচার বা চিকিৎসার সময়ই পাননি ।"
আরও পড়ুন: উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে দু‘দিনে ব্ল্যাক ফাংগাসে তিনজনের মৃত্যু
জানা গিয়েছে, ব্ল্যাক ফাংগাসের কারণে ওই মহিলার ফুসফুস আক্রান্ত হয়েছিল । ফুসফুসের পাশাপাশি বেশকিছু অঙ্গ নষ্ট হয়ে গিয়েছিল । চিকিৎসকেরা অস্ত্রোপচারের পরিকল্পনা করলেও পরিস্থিতি খারাপ থাকায় তার আগেই মৃত্যু হয় ওই মহিলার ।
আরও পড়ুন: ডায়াবিটিজ, না-ধোয়া মাস্ক: ব্ল্যাক ফাংগাস বৃদ্ধির কারণ জানালেন এইমসের ডাক্তার
এর আগেও ব্ল্যাক ফাংগাসের সংক্রমণ লক্ষ্য করা গিয়েছে শিলিগুড়িতে ৷ উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ব্ল্যাক ফাংগাসে আক্রান্ত হয়ে পরপর বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে ৷ করোনা ভাইরাসের পাশাপাশি চিকিৎসকদের মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়ায় ব্ল্যাক ফাংগাস ৷ এই রোগ প্রতিরোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয় ৷ শিলিগুড়িতে ফের ব্ল্যাক ফাংগাসের কারণে মৃত্যুর ঘটনা ঘটায় এই রোগ নিয়ে নতুন করে আতঙ্ক ছড়াল ৷