ETV Bharat / state

Kuntal Car-Namah: বনি থেকে সায়নী, প্রত্যেককেই কেন অভিজাত গাড়ি উপহার দিতেন কুন্তল ? - সায়নী ঘোষ

বনি সেনগুপ্ত ও সায়নী ঘোষ - দুজনকেই বিলাসবহুল অভিজাত গাড়ি উপহার হিসেবে দিয়েছিলেন কুন্তল ঘোষ ৷ তবে তিনি গ্রেফতার হওয়ার পর সেই গাড়ি ফিরিয়ে দিয়েছেন সায়নী ৷ উপহারে পাওয়া গাড়ির টাকা ফিরিয়ে দিয়েছেন বনিও ৷

Kuntal Ghosh
Kuntal Ghosh
author img

By

Published : Jun 30, 2023, 4:57 PM IST

কলকাতা, 30 জুন: টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে একটি এক্সইউভি গাড়ি উপহার দিয়েছিলেন কুন্তল ঘোষ । এ বার সামনে এল আরও এক তথ্য ৷ কুন্তল ঘোষের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা নথিপত্র ঘেঁটে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, শুধু বনি নন, টলিউড অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য যুবনেত্রী সায়নী ঘোষকেও একটি এক্সইউভি গাড়ি উপহার দিয়েছিলেন কুন্তল ।

উপহারের গাড়ি ফেরান সায়নী: জানা গিয়েছে, সেই গাড়িতে করেই মাঝে মধ্যেই ঘুরে বেড়াতে দেখা যেত সায়নীকে । তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে পেরেছেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরই সেই উপহারে পাওয়া গাড়ি তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য যুব নেত্রী ।

সায়নীকে প্রশ্ন তদন্তকারীদের: শুক্রবার সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদের সময় এই বিষয়ে তাঁকে একাধিক প্রশ্ন করেন ইডি-র তদন্তকারী অফিসাররা । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা সায়নীর থেকে যে প্রশ্নের উত্তরগুলি জানতে চান সেগুলি হল,

1. কুন্তল ঘোষ কেন এই অভিজাত গাড়িটি তাঁকে উপহার হিসেবে দিলেন ?

2. কেন এই গাড়িটি শোরুম থেকে বেনামে কিনেছিলেন কুন্তল ?

3. জানতে চাওয়া হয় যে, কুন্তল কেন সেই গাড়ির ইএমআই মেটাতেন ?

এই সব বিষয়ে সায়নী ঘোষ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের যে উত্তর দিয়েছেন, তাতে ইডি-র তদন্তকারীরা খুব একটা সন্তুষ্ট নন বলে জানা গিয়েছে ।

বনিকেও গাড়ি উপহার দিয়েছিলেন কুন্তল: এর আগে, টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গেও কুন্তল ঘোষের একটি যোগসূত্র খুঁজে পেয়েছিলেন তদন্তকারীরা । এ ছাড়াও জানা যায় যে, বনি সেনগুপ্তকে একটি অভিজাত গাড়ি উপহার দিয়েছিলেন কুন্তল ঘোষ । পরে অবশ্য সেই গাড়ির টাকা ফিরিয়ে দিয়েছিলেন বনি । দক্ষিণ কলকাতার এক বিউটি পার্লারের মালিক সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টেও লক্ষাধিক টাকা পাঠিয়েছিলেন কুন্তল ।

আরও পড়ুন: কুন্তল-যোগে ইডির তলবে সাড়া, সিজিও কমপ্লেক্সে সায়নী

কুন্তলের টাকার উৎস কী: মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা জানতে চাইছেন যে, বনি সেনগুপ্ত থেকে শুরু করে সায়নী ঘোষ - বিভিন্ন ব্যক্তিকে বারবার অভিজাত গাড়ি উপহার দেওয়া এবং দক্ষিণ কলকাতার বিউটি পার্লারের মালিক সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন, এ সবের জন্য কুন্তল ঘোষ যে টাকা বিনিয়োগ করেছিলেন, সেই টাকার উৎস কী ?

নিরাপত্তার ঘেরাটোপে সিজিও কমপ্লেক্স: এ দিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের বাইরে এবং ভিতরে প্রচুর মহিলা পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল । সিজিও কমপ্লেক্সের বাইরে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্মীরা এখনও রয়েছেন ৷ পাশাপাশি রয়েছেন বিধান নগর কমিশনারেটের মহিলা পুলিশ কর্মীরাও । এছাড়াও তৃতীয় কমপ্লেক্সের ভিতরে রয়েছেন মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । গতকাল থেকেই সায়নী ঘোষের আর খোঁজ পাওয়া যাচ্ছে না হলে দলীয় সূত্রে খবর মেলে । দলের অভ্যন্তরীণ নেতা-নেত্রীরা সায়নী ঘোষের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না বলে খবর প্রকাশ্যে আসে । তবে আজ সকালে ইডি-র তলব মেনে সিজিও কমপ্লেকে যান সায়নী ৷

কলকাতা, 30 জুন: টলিউড অভিনেতা বনি সেনগুপ্তকে একটি এক্সইউভি গাড়ি উপহার দিয়েছিলেন কুন্তল ঘোষ । এ বার সামনে এল আরও এক তথ্য ৷ কুন্তল ঘোষের বাড়ি থেকে বাজেয়াপ্ত করা নথিপত্র ঘেঁটে গোয়েন্দারা জানতে পেরেছেন যে, শুধু বনি নন, টলিউড অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য যুবনেত্রী সায়নী ঘোষকেও একটি এক্সইউভি গাড়ি উপহার দিয়েছিলেন কুন্তল ।

উপহারের গাড়ি ফেরান সায়নী: জানা গিয়েছে, সেই গাড়িতে করেই মাঝে মধ্যেই ঘুরে বেড়াতে দেখা যেত সায়নীকে । তবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা জানতে পেরেছেন, নিয়োগ দুর্নীতি কাণ্ডে কুন্তল ঘোষ গ্রেফতার হওয়ার পরই সেই উপহারে পাওয়া গাড়ি তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন অভিনেত্রী তথা তৃণমূলের রাজ্য যুব নেত্রী ।

সায়নীকে প্রশ্ন তদন্তকারীদের: শুক্রবার সায়নী ঘোষকে জিজ্ঞাসাবাদের সময় এই বিষয়ে তাঁকে একাধিক প্রশ্ন করেন ইডি-র তদন্তকারী অফিসাররা । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা সায়নীর থেকে যে প্রশ্নের উত্তরগুলি জানতে চান সেগুলি হল,

1. কুন্তল ঘোষ কেন এই অভিজাত গাড়িটি তাঁকে উপহার হিসেবে দিলেন ?

2. কেন এই গাড়িটি শোরুম থেকে বেনামে কিনেছিলেন কুন্তল ?

3. জানতে চাওয়া হয় যে, কুন্তল কেন সেই গাড়ির ইএমআই মেটাতেন ?

এই সব বিষয়ে সায়নী ঘোষ এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দাদের যে উত্তর দিয়েছেন, তাতে ইডি-র তদন্তকারীরা খুব একটা সন্তুষ্ট নন বলে জানা গিয়েছে ।

বনিকেও গাড়ি উপহার দিয়েছিলেন কুন্তল: এর আগে, টলিউড অভিনেতা বনি সেনগুপ্তর সঙ্গেও কুন্তল ঘোষের একটি যোগসূত্র খুঁজে পেয়েছিলেন তদন্তকারীরা । এ ছাড়াও জানা যায় যে, বনি সেনগুপ্তকে একটি অভিজাত গাড়ি উপহার দিয়েছিলেন কুন্তল ঘোষ । পরে অবশ্য সেই গাড়ির টাকা ফিরিয়ে দিয়েছিলেন বনি । দক্ষিণ কলকাতার এক বিউটি পার্লারের মালিক সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টেও লক্ষাধিক টাকা পাঠিয়েছিলেন কুন্তল ।

আরও পড়ুন: কুন্তল-যোগে ইডির তলবে সাড়া, সিজিও কমপ্লেক্সে সায়নী

কুন্তলের টাকার উৎস কী: মূলত এনফোর্সমেন্ট ডিরেক্টরেটর গোয়েন্দারা জানতে চাইছেন যে, বনি সেনগুপ্ত থেকে শুরু করে সায়নী ঘোষ - বিভিন্ন ব্যক্তিকে বারবার অভিজাত গাড়ি উপহার দেওয়া এবং দক্ষিণ কলকাতার বিউটি পার্লারের মালিক সোমা চক্রবর্তীর অ্যাকাউন্টে কোটি কোটি টাকার লেনদেন, এ সবের জন্য কুন্তল ঘোষ যে টাকা বিনিয়োগ করেছিলেন, সেই টাকার উৎস কী ?

নিরাপত্তার ঘেরাটোপে সিজিও কমপ্লেক্স: এ দিন সকাল থেকেই সিজিও কমপ্লেক্সের বাইরে এবং ভিতরে প্রচুর মহিলা পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছিল । সিজিও কমপ্লেক্সের বাইরে বিধাননগর কমিশনারেটের পুলিশ কর্মীরা এখনও রয়েছেন ৷ পাশাপাশি রয়েছেন বিধান নগর কমিশনারেটের মহিলা পুলিশ কর্মীরাও । এছাড়াও তৃতীয় কমপ্লেক্সের ভিতরে রয়েছেন মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা । গতকাল থেকেই সায়নী ঘোষের আর খোঁজ পাওয়া যাচ্ছে না হলে দলীয় সূত্রে খবর মেলে । দলের অভ্যন্তরীণ নেতা-নেত্রীরা সায়নী ঘোষের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না বলে খবর প্রকাশ্যে আসে । তবে আজ সকালে ইডি-র তলব মেনে সিজিও কমপ্লেকে যান সায়নী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.