ETV Bharat / state

পরিবর্তন যাত্রার শুরুতেই পাহাড় জুড়ে বিজেপির বিরুদ্ধে পোস্টার - ভারতী ঘোষ

পাহাড়ে পরিবর্তন যাত্রার শুরুই ধাক্কা বিজেপি শিবিরে ৷ পাহাড়জুড়ে পড়ল মোদি বিরোধী পোস্টার ৷

কালিম্পং
কালিম্পং
author img

By

Published : Feb 22, 2021, 4:38 PM IST

কালিম্পং, 22 ফেব্রুয়ারি : পাহাড়ে রাজনৈতিক কর্মসূচি শুরুতেই জোর ধাক্কা বিজেপির । কালিম্পংয়ে বিজেপির পরিবর্তন যাত্রা ও জনসভা শুরু হতেই কালিম্পং জুড়ে বিজেপি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে পোস্টার ৷ অভিযোগ বিমলপন্থী গোর্খা জনমুক্তি যুব মোর্চার দিকে । সোমবার সকালে কালিম্পংয়ের মেলা গ্রাউন্ডে জনসভা করে ডম্বর চক থেকে পরিবর্তন যাত্রার সূচনা করে বিজেপি । কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল, ভারতী ঘোষ, বিজেপি সাংসদ রাজু বিস্তা সহ একাধিক নেতৃত্ব । আর সভা শুরু হতেই মেলা গ্রাউন্ডের দেওয়ালেই পোস্টারিং শুরু করে যুব মোর্চার কর্মী সদস্যরা ।

আরও পড়ুন : জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকের শ্যালিকার বাড়িতে সিবিআই

পাশাপাশি পোস্টার পরতে দেখা যায় ডম্বর চক, মোটর স্ট্যান্ড এলাকাতেও । পোস্টারে বলা হয়েছে, "বিজেপি হটাও আঞ্চলিক দল বাঁচাও ।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে পরা পোস্টারে লেখা রয়েছে, "হারালো মোদির স্বপ্ন, হারালো আমাদের দাবি । আর কত বাহানা দিয়ে ভুলিয়ে রাখবে । মোদিজি জবাব দাও ।" যুব মোর্চার সভাপতি তোপদেন ভুটিয়া বলেন, "আমরা তিনবার পাহাড় থেকে বিজেপিকে জিতিয়ে সাংসদ দিয়েছি । 15টা বছর পাওয়ার পরেও বিজেপি একটা উদাহারণ দিক যে পাহাড়বাসীর জন্য তাঁরা কী করেছে ? আমাদের দুটোই দাবি, স্থায়ী রাজনৈতিক সমাধান এবং 11 জনজাতির স্বীকৃতি । কিন্তু সেটাও কেন্দ্র করছে না ।" ওই বিষয়ে ভারতী ঘোষ অবশ্য বলেন, "বিমল গুরুংকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অপব্যবহার করছিল । আর এখনও করছে । আমি আশাকরি তিনি বুঝতে পারবেন এবং ফের বিজেপির সঙ্গে আসবেন ।"

ভিডিয়োতে শুনুন ভারতী ঘোষের বক্তব্য

পাহাড়ে লোকসভা নির্বাচনে রাজু বিস্তা এবং বিধানসভা উপনির্বাচনে নিরজ জিম্বাকে নির্বাচিত করে ক্ষমতায় আসে গেরুয়া শিবির । পরপর নির্বাচনে জয় লাভের পরই পাহাড়ে প্রথমবারের জন্য পরিবর্তন যাত্রার উদ্যোগ নেয় বিজেপি । বিমল গুরুং তৃণমূলকে সমর্থন করার পর অনেকটাই ব্যাকফুটে গেরুয়া শিবির । হারানো মাটি ধরে রাখার জন্য পরিবর্তন যাত্রাকেই হাতিয়ার করেছে বিজেপি নেতৃত্ব । তবে কর্মসূচির শুরুতেই পোস্টারিং পরায় অস্বস্তিতে বিজেপি ।

কালিম্পং, 22 ফেব্রুয়ারি : পাহাড়ে রাজনৈতিক কর্মসূচি শুরুতেই জোর ধাক্কা বিজেপির । কালিম্পংয়ে বিজেপির পরিবর্তন যাত্রা ও জনসভা শুরু হতেই কালিম্পং জুড়ে বিজেপি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে পোস্টার ৷ অভিযোগ বিমলপন্থী গোর্খা জনমুক্তি যুব মোর্চার দিকে । সোমবার সকালে কালিম্পংয়ের মেলা গ্রাউন্ডে জনসভা করে ডম্বর চক থেকে পরিবর্তন যাত্রার সূচনা করে বিজেপি । কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল, ভারতী ঘোষ, বিজেপি সাংসদ রাজু বিস্তা সহ একাধিক নেতৃত্ব । আর সভা শুরু হতেই মেলা গ্রাউন্ডের দেওয়ালেই পোস্টারিং শুরু করে যুব মোর্চার কর্মী সদস্যরা ।

আরও পড়ুন : জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকের শ্যালিকার বাড়িতে সিবিআই

পাশাপাশি পোস্টার পরতে দেখা যায় ডম্বর চক, মোটর স্ট্যান্ড এলাকাতেও । পোস্টারে বলা হয়েছে, "বিজেপি হটাও আঞ্চলিক দল বাঁচাও ।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে পরা পোস্টারে লেখা রয়েছে, "হারালো মোদির স্বপ্ন, হারালো আমাদের দাবি । আর কত বাহানা দিয়ে ভুলিয়ে রাখবে । মোদিজি জবাব দাও ।" যুব মোর্চার সভাপতি তোপদেন ভুটিয়া বলেন, "আমরা তিনবার পাহাড় থেকে বিজেপিকে জিতিয়ে সাংসদ দিয়েছি । 15টা বছর পাওয়ার পরেও বিজেপি একটা উদাহারণ দিক যে পাহাড়বাসীর জন্য তাঁরা কী করেছে ? আমাদের দুটোই দাবি, স্থায়ী রাজনৈতিক সমাধান এবং 11 জনজাতির স্বীকৃতি । কিন্তু সেটাও কেন্দ্র করছে না ।" ওই বিষয়ে ভারতী ঘোষ অবশ্য বলেন, "বিমল গুরুংকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অপব্যবহার করছিল । আর এখনও করছে । আমি আশাকরি তিনি বুঝতে পারবেন এবং ফের বিজেপির সঙ্গে আসবেন ।"

ভিডিয়োতে শুনুন ভারতী ঘোষের বক্তব্য

পাহাড়ে লোকসভা নির্বাচনে রাজু বিস্তা এবং বিধানসভা উপনির্বাচনে নিরজ জিম্বাকে নির্বাচিত করে ক্ষমতায় আসে গেরুয়া শিবির । পরপর নির্বাচনে জয় লাভের পরই পাহাড়ে প্রথমবারের জন্য পরিবর্তন যাত্রার উদ্যোগ নেয় বিজেপি । বিমল গুরুং তৃণমূলকে সমর্থন করার পর অনেকটাই ব্যাকফুটে গেরুয়া শিবির । হারানো মাটি ধরে রাখার জন্য পরিবর্তন যাত্রাকেই হাতিয়ার করেছে বিজেপি নেতৃত্ব । তবে কর্মসূচির শুরুতেই পোস্টারিং পরায় অস্বস্তিতে বিজেপি ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.