কালিম্পং, 22 ফেব্রুয়ারি : পাহাড়ে রাজনৈতিক কর্মসূচি শুরুতেই জোর ধাক্কা বিজেপির । কালিম্পংয়ে বিজেপির পরিবর্তন যাত্রা ও জনসভা শুরু হতেই কালিম্পং জুড়ে বিজেপি ও কেন্দ্র সরকারের বিরুদ্ধে পোস্টার ৷ অভিযোগ বিমলপন্থী গোর্খা জনমুক্তি যুব মোর্চার দিকে । সোমবার সকালে কালিম্পংয়ের মেলা গ্রাউন্ডে জনসভা করে ডম্বর চক থেকে পরিবর্তন যাত্রার সূচনা করে বিজেপি । কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন প্রতিমন্ত্রী প্রহ্লাদ সিং প্যাটেল, ভারতী ঘোষ, বিজেপি সাংসদ রাজু বিস্তা সহ একাধিক নেতৃত্ব । আর সভা শুরু হতেই মেলা গ্রাউন্ডের দেওয়ালেই পোস্টারিং শুরু করে যুব মোর্চার কর্মী সদস্যরা ।
আরও পড়ুন : জিজ্ঞাসাবাদের জন্য অভিষেকের শ্যালিকার বাড়িতে সিবিআই
পাশাপাশি পোস্টার পরতে দেখা যায় ডম্বর চক, মোটর স্ট্যান্ড এলাকাতেও । পোস্টারে বলা হয়েছে, "বিজেপি হটাও আঞ্চলিক দল বাঁচাও ।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যে পরা পোস্টারে লেখা রয়েছে, "হারালো মোদির স্বপ্ন, হারালো আমাদের দাবি । আর কত বাহানা দিয়ে ভুলিয়ে রাখবে । মোদিজি জবাব দাও ।" যুব মোর্চার সভাপতি তোপদেন ভুটিয়া বলেন, "আমরা তিনবার পাহাড় থেকে বিজেপিকে জিতিয়ে সাংসদ দিয়েছি । 15টা বছর পাওয়ার পরেও বিজেপি একটা উদাহারণ দিক যে পাহাড়বাসীর জন্য তাঁরা কী করেছে ? আমাদের দুটোই দাবি, স্থায়ী রাজনৈতিক সমাধান এবং 11 জনজাতির স্বীকৃতি । কিন্তু সেটাও কেন্দ্র করছে না ।" ওই বিষয়ে ভারতী ঘোষ অবশ্য বলেন, "বিমল গুরুংকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অপব্যবহার করছিল । আর এখনও করছে । আমি আশাকরি তিনি বুঝতে পারবেন এবং ফের বিজেপির সঙ্গে আসবেন ।"
পাহাড়ে লোকসভা নির্বাচনে রাজু বিস্তা এবং বিধানসভা উপনির্বাচনে নিরজ জিম্বাকে নির্বাচিত করে ক্ষমতায় আসে গেরুয়া শিবির । পরপর নির্বাচনে জয় লাভের পরই পাহাড়ে প্রথমবারের জন্য পরিবর্তন যাত্রার উদ্যোগ নেয় বিজেপি । বিমল গুরুং তৃণমূলকে সমর্থন করার পর অনেকটাই ব্যাকফুটে গেরুয়া শিবির । হারানো মাটি ধরে রাখার জন্য পরিবর্তন যাত্রাকেই হাতিয়ার করেছে বিজেপি নেতৃত্ব । তবে কর্মসূচির শুরুতেই পোস্টারিং পরায় অস্বস্তিতে বিজেপি ।