শিলিগুড়ি, 3 অগাস্ট : তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল তিনি মানেন না ৷ জানালেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি ৷ তিনি বলেন, "শরিয়তের নিয়ম মেনেই বজায় থাকবে তিন তালাক ৷"
আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে সিদ্দিকুল্লাহ বলেন, "দলের পক্ষ থেকে বা মন্ত্রী হিসেবে নয়, জমিয়ত উলেমার রাজ্য সভাপতি হিসেবে বলছি, ওই বিল আমরা মানি না ৷ আমরা শরিয়ত মানি ৷ এই বিষয়ে আগামীকাল দিল্লিতে বৈঠক হবে ৷ এনিয়ে আমাদের সংগঠন সুপ্রিম কোর্টে যাবে কি না তা বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ আমরা চাই না, এই বিলের বিরোধিতায় কেউ রাস্তায় নামুক ৷ আমরা চাইব চেতনা বাড়ুক ৷ যাতে তিন তালাকের পরিস্থিতি তৈরি না হয় ৷ জোর করে এই বিল চাপিয়ে দেওয়া হচ্ছে ৷ "
আরও পড়ুন : দিদিকে বলুন, সারদা-নারদের টাকা ফেরাতে : রাহুল
জমিয়ত উলেমার রাজ্য সভাপতি সাংবাদিক বৈঠকে আরও জানান, জোর করে এই আইন চাপিয়ে দেওয়া চলবে না ৷ আইন আইনের পথে চলবে, সমাজ সমাজের নিয়ম অনুযায়ী চলবে ৷ তিন তালাক দেওয়া হয়েছে বা এই নিয়ে মহিলারা অত্যাচারিত হয়েছেন এমন ঘটনা টর্চ দিয়ে খুঁজতে হবে ৷ মুসলিম সমাজ শরিয়তকে মানে ৷ পাশাপাশি BJP ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, "ওরা যে তথ্য দিচ্ছে, তার ভিত্তি ও উৎস পরিষ্কার নয় ৷ সংখ্যালঘু মহিলাদের উপর অত্যাচার হয় একথা মানি না ৷ "