ETV Bharat / state

তাৎক্ষণিক তিন তালাক বিরোধী আইন মানি না : সিদ্দিকুল্লাহ

তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল মানি না ৷ শরিয়ত মেনেই তিন তালাক বজায় থাকবে বলে শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে বললেন রাজ্যের মন্ত্রী তথা জমিয়ত উলেমার রাজ্য সভাপতি সিদ্দিকুল্লাহ চৌধুরি ৷

শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে সিদ্দিকু্ল্লাহ চৌধুরি
author img

By

Published : Aug 3, 2019, 6:20 PM IST

Updated : Aug 3, 2019, 6:54 PM IST

শিলিগুড়ি, 3 অগাস্ট : তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল তিনি মানেন না ৷ জানালেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি ৷ তিনি বলেন, "শরিয়তের নিয়ম মেনেই বজায় থাকবে তিন তালাক ৷"

আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে সিদ্দিকুল্লাহ বলেন, "দলের পক্ষ থেকে বা মন্ত্রী হিসেবে নয়, জমিয়ত উলেমার রাজ্য সভাপতি হিসেবে বলছি, ওই বিল আমরা মানি না ৷ আমরা শরিয়ত মানি ৷ এই বিষয়ে আগামীকাল দিল্লিতে বৈঠক হবে ৷ এনিয়ে আমাদের সংগঠন সুপ্রিম কোর্টে যাবে কি না তা বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ আমরা চাই না, এই বিলের বিরোধিতায় কেউ রাস্তায় নামুক ৷ আমরা চাইব চেতনা বাড়ুক ৷ যাতে তিন তালাকের পরিস্থিতি তৈরি না হয় ৷ জোর করে এই বিল চাপিয়ে দেওয়া হচ্ছে ৷ "

শুনুন সিদ্দিকুল্লাহের বক্তব্য

আরও পড়ুন : দিদিকে বলুন, সারদা-নারদের টাকা ফেরাতে : রাহুল

জমিয়ত উলেমার রাজ্য সভাপতি সাংবাদিক বৈঠকে আরও জানান, জোর করে এই আইন চাপিয়ে দেওয়া চলবে না ৷ আইন আইনের পথে চলবে, সমাজ সমাজের নিয়ম অনুযায়ী চলবে ৷ তিন তালাক দেওয়া হয়েছে বা এই নিয়ে মহিলারা অত্যাচারিত হয়েছেন এমন ঘটনা টর্চ দিয়ে খুঁজতে হবে ৷ মুসলিম সমাজ শরিয়তকে মানে ৷ পাশাপাশি BJP ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, "ওরা যে তথ্য দিচ্ছে, তার ভিত্তি ও উৎস পরিষ্কার নয় ৷ সংখ্যালঘু মহিলাদের উপর অত্যাচার হয় একথা মানি না ৷ "

শিলিগুড়ি, 3 অগাস্ট : তাৎক্ষণিক তিন তালাক বিরোধী বিল তিনি মানেন না ৷ জানালেন রাজ্যের জনশিক্ষা ও গ্রন্থাগারমন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরি ৷ তিনি বলেন, "শরিয়তের নিয়ম মেনেই বজায় থাকবে তিন তালাক ৷"

আজ শিলিগুড়িতে সাংবাদিক বৈঠকে সিদ্দিকুল্লাহ বলেন, "দলের পক্ষ থেকে বা মন্ত্রী হিসেবে নয়, জমিয়ত উলেমার রাজ্য সভাপতি হিসেবে বলছি, ওই বিল আমরা মানি না ৷ আমরা শরিয়ত মানি ৷ এই বিষয়ে আগামীকাল দিল্লিতে বৈঠক হবে ৷ এনিয়ে আমাদের সংগঠন সুপ্রিম কোর্টে যাবে কি না তা বৈঠক থেকে সিদ্ধান্ত নেওয়া হবে ৷ আমরা চাই না, এই বিলের বিরোধিতায় কেউ রাস্তায় নামুক ৷ আমরা চাইব চেতনা বাড়ুক ৷ যাতে তিন তালাকের পরিস্থিতি তৈরি না হয় ৷ জোর করে এই বিল চাপিয়ে দেওয়া হচ্ছে ৷ "

শুনুন সিদ্দিকুল্লাহের বক্তব্য

আরও পড়ুন : দিদিকে বলুন, সারদা-নারদের টাকা ফেরাতে : রাহুল

জমিয়ত উলেমার রাজ্য সভাপতি সাংবাদিক বৈঠকে আরও জানান, জোর করে এই আইন চাপিয়ে দেওয়া চলবে না ৷ আইন আইনের পথে চলবে, সমাজ সমাজের নিয়ম অনুযায়ী চলবে ৷ তিন তালাক দেওয়া হয়েছে বা এই নিয়ে মহিলারা অত্যাচারিত হয়েছেন এমন ঘটনা টর্চ দিয়ে খুঁজতে হবে ৷ মুসলিম সমাজ শরিয়তকে মানে ৷ পাশাপাশি BJP ও কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, "ওরা যে তথ্য দিচ্ছে, তার ভিত্তি ও উৎস পরিষ্কার নয় ৷ সংখ্যালঘু মহিলাদের উপর অত্যাচার হয় একথা মানি না ৷ "

Intro:তিন তালাক বিরোধী বিল চাপিয়ে দেওয়া হয়েছে। ওই বিল মানি না। তিন তালাক শরিয়তের নিয়ম মেনেই থাকবে। জোর করে আইন চাপিয়ে দেওয়া চলবে না বলে শিলিগুড়িতে জানালেন রাজ্যের মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
এদিন তিনি বলেন মন্ত্রী হিসেবে নয়, জমিয়ত উলেমার রাজ্য সভাপতি হিসেবে বলছি আমরা শরিয়ত মানি। তাতে তিন তালাক রয়েছে। তাই জোর করে তিন তালাক অবৈধ বলে আইন পাশ করা হলেও তা ঠিক হবে না।


Body:এদিন সিদ্দিকুল্লা বলেন আমরা চাই না কেউ এই বিলের বিরুদ্ধে রাস্তায় নেমে সংঘাতের পথে যান। কিন্তু বিলও মানব না। আইন আইনের পথে চলুক। সমাজ সমাজের পথে চলবে। আগামী কাল দিল্লিতে আমরা আলোচনায় বসে পরবর্তী পদক্ষেপ ঠিক করব। সুপ্রিম কোর্টে যাওয়া হবে কিনা তাও ওই বৈঠকে আলোচনা হবে।


Conclusion:এদিন সিদ্দিকুল্লা বলেন তিন তালাক বলে তালাক দিয়ে দেওয়া হয়েছে বা মহিলারা অত্যাচারিত হয়েছেন এমন ঘটনা টর্চ দিয়ে খুঁজতে হবে। আমরা আইন করে এসব আটকানোর বিরুদ্ধে। তবে সচেতন হতে হবে তালাক যেন কম হয়।
বিজেপি ও কেন্দ্রের সমালোচনা করে তিনি বলেন ওরা যে তথ্য দিচ্ছে তার ভিত্তি ও উৎস পরিষ্কার নয়। সংখ্যালঘু মহিলাদের ওপর অত্যাচার হয় এমন দাবি মানি না।
Last Updated : Aug 3, 2019, 6:54 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.