শিলিগুড়ি, 11 মে: কোরোনা আবহে প্রথমে বন্ধ হয়ে গিয়েছিল কাজ । এরপর চা বাগানে 25 শতাংশ শ্রমিককে কাজে লাগিয়ে পাতা তোলার অনুমতি দিয়েছিল রাজ্য সরকার । এবার তা বাড়িয়ে 50 শতাংশ করা হল ।
উত্তরবঙ্গের অর্থনীতির মূল ভিত্তি চা শিল্প । কিন্তু কোরোনা আবহে সেই কাজ বন্ধ হয়ে যাওয়ায় ধুঁকছিল উত্তরের চা বলয় । সেই সমস্যার সমাধানে প্রথমে 15 শতাংশ ও পরে 24 শতাংশ শ্রমিক নিয়ে চা বাগানগুলিতে কাজ চালানো অনুমতি দেয় রাজ্য সরকার । কিন্তু এই স্বল্প সংখ্যার শ্রমিক নিয়ে কাজ চালিয়ে বিপুল ক্ষতির মুখে পড়ার আশঙ্কা করছিল চা বাগানগুলি । তাই পাতা তোলার জন্য এবার থেকে 50 শতাংশ শ্রমিক নিয়ে কাজ করার অনুমতি দিল রাজ্য সরকার ।
আজ শিলিগুড়িতে পর্যটন মন্ত্রী গৌতম দেব এই বিষয়ে বলেন, "সম্প্রতি দলীয় বৈঠকে জলপাইগুড়ির দলীয় নেতারা এই নিয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছিলেন । সেই ভিত্তিতে আজ মুখ্যসচিবের তরফে এই নির্দেশিকা দেওয়া হয়েছে । চা বাগানে ফার্স্ট ফ্ল্যাশ তোলার সময় ইতিমধ্যেই অতিক্রান্ত । সেকেন্ড ফ্ল্যাশ তোলা না গেলে বিপুল ক্ষতির মুখে পড়বে বাগানগুলি । তাই বাগানগুলিতে সামাজিক দূরত্ব বজায় রেখে পাতা তোলার ক্ষেত্রে 25 শতাংশ থেকে বাড়িয়ে আজ থেকেই 50 শতাংশ শ্রমিককে কাজে লাগানো যাবে ।"
কাজের সময় কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে কাজ করবেন । এর জেরে উত্তরের চা শিল্পে লোকসানের পরিমাণ কমানো যাবে । মন্ত্রী গৌতম দেব বলেন, "চা পাতা তোলার ক্ষেত্রে শ্রমিকরা সামাজিক দূরত্ব বজায় রেখেই কাজ করেন । তাই এই ক্ষেত্রে 50 শতাংশ শ্রমিক নিয়োগের অনুমতি দিল সরকার ।"