শিলিগুড়ি, 30 অক্টোবর : চিকিৎসাধীন রোগীকে শারীরিক হেনস্থার চেষ্টার অভিযোগ উঠল হাসপাতালের ওয়ার্ড বয়ের বিরুদ্ধে ৷ ঘটনাটি শিলিগুড়ি জেলা হাসপাতালের পুরষ বিভাগের ৷ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে ৷ প্রশ্ন উঠেছে হাসপাতালের কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও ৷
শিলিগুড়ির গুরুং বস্তির বাসিন্দা শুভ দাস (নাম পরিবর্তিত) ৷ 26 অক্টোবর জ্বরে আক্রান্ত হয়ে শিলিগুড়ি জেলা হাসপাতালে ভরতি হন ৷ ডেঙ্গু সন্দেহে চিকিৎসা চলছিল তাঁর ৷ অভিযোগ, সোমবার রাতে একজন ওয়ার্ড বয় শুভকে পরিচ্ছন্ন হতে সাহায্য করার নাম করে একপ্রকার জোর করেই শৌচাগারে নিয়ে যায় ৷ তারপর ব্লেড দেখিয়ে তাঁর জামাকাপড় খোলায় ওই ওয়ার্ড বয় ৷ তাঁকে শারীরিক হেনস্থার চেষ্টা করে বলেও অভিযোগ ৷ বিষয়টি জানাজানি হতেই ওই ওয়ার্ড বয় হাসপাতাল চত্বরে ছেড়ে পালিয়ে যায় ৷
শুভ জানান, রাত দু'টো নাগাদ তাঁকে পরিচ্ছন্ন হতে সাহায্য করার নাম করে শৌচাগারে নিয়ে যায় ৷ ব্লেড দেখিয়ে জামাকাপড় খুলতে বলে ৷ শারীরিক হেনস্থার চেষ্টা করে ৷ তখনই ওই ওয়ার্ড বয়কে ধাক্কা মেরে সে বেরিয়ে আসে ৷
শুভর পরিবারের তরফে অভিযোগ, বিষয়টি হাসপাতালের কর্তব্যরত নার্সদের জানানো হলেও তাঁরা সেভাবে গুরুত্ব দেয়নি ৷ থানায় লিখিত অভিযোগ করেছেন বলেও জানিয়েছেন তাঁরা ৷
শিলিগুড়ি জেলা হাসপাতালের সুপার অমিতাভ মণ্ডল বলেন, "এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি ৷ অভিযোগ জমা পড়লে খতিয়ে দেখা হবে ৷"