দার্জিলিং, 25 অগস্ট: বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচল ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন ৷ কাপলিং খুলে যাওয়ায় বগি ফেলে ছুটল ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশালের ইঞ্জিন ৷ শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ারগামী ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, গুলমা স্টেশন পার করার পরেই ওই দুর্ঘটনাটি ঘটে ৷ এর ফলে বড় দুর্ঘটনা ঘটতে পারত বলে মনে করছে রেল ৷ ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন ট্রেনে সওয়ার যাত্রীরা ৷
উত্তর-পূর্ব সীমান্ত রেলের তরফে জানানো হয়েছে, আলিপুরদুয়ার জংশনের দিকে যাওয়ার সময় 14/6 রেলওয়ে পিলারের কাছে আচমকা ইঞ্জিন ও কামরার মাঝে কাপলিং খুলে যায় ৷ যার ফলে ট্রেনের কামরাগুলিকে পিছনে ফেলে প্রায় 100 মিটার এগিয়ে যায় ইঞ্জিন ৷ এই ঘটনায় বগিগুলি বেলাইন হওয়ার প্রবল সম্ভাবনা ছিল ৷ কামরা থেকে বগির সংযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি বুঝতে পেরে, চালক ইঞ্জিন পিছনে নিয়ে আসে ৷ এর পর কাপলিং মেরামতি করে প্রায় আধ ঘণ্টা পরে ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন ৷
ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেনটি গত বছর পর্যটকদের জন্য চালু করেছিল উত্তর-পূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ ৷ উত্তরবঙ্গের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য্য যাতে পর্যটকরা উপভোগ করতে পারে, সেজন্য কাচে মোড়া ওই ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চালানো হয় ৷ কিন্তু, এই ধরণের দুর্ঘটনায় স্বভাবতই রেলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের কাটহার ডিভিশনের ডিআরএম শুভেন্দ্র কুমার বলেন, "আলিপুরদুয়ার যাওয়ার সময় এরকম ঘটনা ঘটেছে ৷ তবে, পরে ট্রেনটি নিরাপদে যাত্রীদের নিয়ে গন্তব্যে পৌঁছে গিয়েছে ৷"
আরও পড়ুন: ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান, উঠে পড়ুন ভিস্তাডোম কোচে
হিমালয়ান হসপিটালিটি ট্রাভেলস অ্যান্ড ট্যুরস ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সভাপতি সন্দীপন ঘোষ বলেন, "এটা একটা বড়সড় গাফিলতি ৷ কাপলিং খুলে ইঞ্জিন চলে যাওয়ায় একটা বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত ৷ কামরাগুলি বেলাইন হওয়ার সম্ভাবনা ছিল ৷ সামনে পুজোর মরশুম ৷ এই ধরণের ঘটনা যাতে ফের না ঘটে, সেদিকে রেলকে আরও বেশি সতর্ক হতে হবে ৷" সংস্থার সম্পাদক সম্রাট সান্যাল বলেন, "ভয়ানক ঘটনা ৷ বড় দুর্ঘটনা ঘটে যেতে পারত ৷ যাত্রীদের নিরাপত্তা রেলের সুনিশ্চিত করা উচিত ৷" ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা ৷ ঘটনায় রেলের যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে ৷