শিলিগুড়ি, 26 সেপ্টেম্বর : বেঙ্গল সাফারিতে শিলার দুই শাবককে শিগগিরই দেখতে পাবেন সাধারণ মানুষ ৷ পুজোর মুখে 1 অক্টোবর থেকে বেঙ্গল সাফারিতে আসা পর্যটকরা দেখতে পাবেন শিলার দুই শাবক কিকা ও রিকাকে ৷
দেড় বছর আগে তিন শাবকের জন্ম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার শিলা ৷ তাদের জন্মের পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলার তিন শাবকের নামকরণ করেছিলেন কিকা, রিকা ও ইকা ৷ এদের মধ্যে ইকা মারা যায় ৷ তারপরই VVIP মর্যাদায় গত দেড় বছরে বাড়তি নজরদারিতে বড় হতে শুরু করে কিকা ও রিকা ৷ তাদের ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল থাকলেও এতদিন তাদের প্রকাশ্যে আনা হয়নি ৷ এবার তাদের প্রকাশ্যে নিয়ে আসতে চলেছে বনদপ্তরের কর্তারা ৷ পুজোর আগেই তাদের ছেড়ে দেওয়া হবে টাইগার এনক্লোজারে ৷ সেখানেই দেখা মিলবে খুদে দুই রয়্যাল বেঙ্গল শাবকের ৷
বনকর্তারা জানান, আপাতত সম্পূর্ণ সুস্থ রিকা ও কিকা ৷ বনকর্মীদের তরফে দেওয়া প্রশিক্ষণও দেওয়া হয়েছে ৷ ফলে আর বাধা নেই ৷ শিলা ও বিভানের পাশাপাশি এবার দর্শকদের মনোরঞ্জন করবে কিকা ও রিকা ৷