ETV Bharat / state

পুজোর মুখে দর্শকদের সামনে আসছে কিকা ও রিকা - কিকা ও রিকা

পুজোর মুখে 1 অক্টোবর থেকে বেঙ্গল সাফারিতে আসা পর্যটকরা দেখতে পাবেন শিলার দুই শাবক কিকা ও রিকাকে ৷

রিকা ও কিকা
author img

By

Published : Sep 26, 2019, 2:17 PM IST

শিলিগুড়ি, 26 সেপ্টেম্বর : বেঙ্গল সাফারিতে শিলার দুই শাবককে শিগগিরই দেখতে পাবেন সাধারণ মানুষ ৷ পুজোর মুখে 1 অক্টোবর থেকে বেঙ্গল সাফারিতে আসা পর্যটকরা দেখতে পাবেন শিলার দুই শাবক কিকা ও রিকাকে ৷

দেড় বছর আগে তিন শাবকের জন্ম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার শিলা ৷ তাদের জন্মের পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলার তিন শাবকের নামকরণ করেছিলেন কিকা, রিকা ও ইকা ৷ এদের মধ্যে ইকা মারা যায় ৷ তারপরই VVIP মর্যাদায় গত দেড় বছরে বাড়তি নজরদারিতে বড় হতে শুরু করে কিকা ও রিকা ৷ তাদের ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল থাকলেও এতদিন তাদের প্রকাশ্যে আনা হয়নি ৷ এবার তাদের প্রকাশ্যে নিয়ে আসতে চলেছে বনদপ্তরের কর্তারা ৷ পুজোর আগেই তাদের ছেড়ে দেওয়া হবে টাইগার এনক্লোজারে ৷ সেখানেই দেখা মিলবে খুদে দুই রয়্যাল বেঙ্গল শাবকের ৷

বনকর্তারা জানান, আপাতত সম্পূর্ণ সুস্থ রিকা ও কিকা ৷ বনকর্মীদের তরফে দেওয়া প্রশিক্ষণও দেওয়া হয়েছে ৷ ফলে আর বাধা নেই ৷ শিলা ও বিভানের পাশাপাশি এবার দর্শকদের মনোরঞ্জন করবে কিকা ও রিকা ৷

শিলিগুড়ি, 26 সেপ্টেম্বর : বেঙ্গল সাফারিতে শিলার দুই শাবককে শিগগিরই দেখতে পাবেন সাধারণ মানুষ ৷ পুজোর মুখে 1 অক্টোবর থেকে বেঙ্গল সাফারিতে আসা পর্যটকরা দেখতে পাবেন শিলার দুই শাবক কিকা ও রিকাকে ৷

দেড় বছর আগে তিন শাবকের জন্ম দিয়েছিল রয়্যাল বেঙ্গল টাইগার শিলা ৷ তাদের জন্মের পর খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিলার তিন শাবকের নামকরণ করেছিলেন কিকা, রিকা ও ইকা ৷ এদের মধ্যে ইকা মারা যায় ৷ তারপরই VVIP মর্যাদায় গত দেড় বছরে বাড়তি নজরদারিতে বড় হতে শুরু করে কিকা ও রিকা ৷ তাদের ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল থাকলেও এতদিন তাদের প্রকাশ্যে আনা হয়নি ৷ এবার তাদের প্রকাশ্যে নিয়ে আসতে চলেছে বনদপ্তরের কর্তারা ৷ পুজোর আগেই তাদের ছেড়ে দেওয়া হবে টাইগার এনক্লোজারে ৷ সেখানেই দেখা মিলবে খুদে দুই রয়্যাল বেঙ্গল শাবকের ৷

বনকর্তারা জানান, আপাতত সম্পূর্ণ সুস্থ রিকা ও কিকা ৷ বনকর্মীদের তরফে দেওয়া প্রশিক্ষণও দেওয়া হয়েছে ৷ ফলে আর বাধা নেই ৷ শিলা ও বিভানের পাশাপাশি এবার দর্শকদের মনোরঞ্জন করবে কিকা ও রিকা ৷

Intro:অপেক্ষার প্রহর শেষ। শারদ উত্সবের প্রাক্কালে আগামী পয়লা অক্টবর প্রকাশ্যে আসবে শিলিগুড়ির বেঙ্গল সফরিতে থাকা রয়েল বেঙ্গল টাইগার শিলার দুই সন্তান কিকা ও রিকা। এদের দুজনের মইধ্যে কিকা সাদা রয়েল বেঙ্গল টাইগার। সাফারি পার্কে ওই দিন থেকেই এদের দুজনকে দেখতে পাবেন দর্শকেরা।


Body:বছর দেড়েক আগে তিন সন্তানের জন্ম দিয়েছিল রয়েল বেঙ্গল টাইগার শিলা। মুখ্যমন্ত্রী এদের নামকরণ করেছিলেন কিক, রিক ও ইকা। এরমধ্যে ইকা পরে মারা যায়। ভিভিআইপি মর্যাদায় গত দেড় বছর বাড়তি নজরদাড়িতে একটু একটু করে বড় হতে শুরু করে কিকা ও রিকা। তাদের ঘিরে দর্শকদের মধ্যে কৌতূহল থাকলেও এতদিন তাদের প্রকাশ্যে আনা হয়নি। অবশেষে এবার প্রকাশ্যে আসবে তারা। তাদের এবার ছেড়ে দেওয়া হবে টাইগার এনক্লোসারে। সেখানেই দেখা মিলবে দুই ক্ষুদে রয়েল বেঙ্গল শাবকের।
বনকর্তারা এদিন জানান আপাতত সম্পুর্ন সুস্থ্য এরা। কর্মীদের তরফে দেওয়া প্রশিক্ষণ সম্পন্ন। ফলে আর বাধা নেই। তাই পূজার উপহার হিসেবেই এদের এবার প্রকাশ্যে নিয়ে আসা হবে।

শিলা ও বিভানের পাশাপাশি এবার দর্শকদের মনোরঞ্জন করবে কিকা ও রিকা।




Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.