ETV Bharat / state

Panchayat Elections 2023: জিটিএ নির্বাচনের পরও অনিত থাপার এলাকায় রাস্তা না হওয়ার অভিযোগ, ভোট বয়কটের ডাক

author img

By

Published : Jul 6, 2023, 7:45 PM IST

জিটিএ নির্বাচনের পরেও বদল হয়নি পরিস্থিতির ! রাস্তা না পেয়ে পঞ্চায়েত নির্বাচনেও ভোট বয়কটের ডাক খোদ অনিত থাপার সংসদের গ্রামবাসীদের ৷ ময়দানে রাজু বিস্তা ৷

Panchayat Elections 2023
Panchayat Elections 2023

দার্জিলিং, 6 জুলাই: জিটিএ নির্বাচনের পরেও বদল হয়নি ছবির । ক্ষোভে ফের ভোট বয়কটের ডাক দিল পাহাড়ের এই গ্রাম ।

জিটিএ নির্বাচনের পর পেরিয়ে গিয়েছে প্রায় একটা বছর । কিন্তু তারপরেও পরিস্থিতির বিন্দুমাত্র বদল না হওয়ায় ক্ষোভে ফুঁসছে পাহাড়বাসী । তার উপর ওই সংসদ আবার খোদ জিটিএ-র (গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন) চিফ এগজিকিউটিভ অনিত থাপার অধীনে । নামে ভিআইপি সংসদ হলেও, তা নামেই থেকেই যাওয়ার অভিযোগ উঠেছে । জিটিএ নির্বাচনের আগে রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিল গ্রামবাসী । দীর্ঘ এক বছর কেটে যাওয়ার পরেও রাস্তা তৈরি না হওয়ায় পঞ্চায়েত নির্বাচনও বয়কটের ডাক দিলেন ওই গ্রামের বাসিন্দারা । একই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা, গ্রামে যেন কোনও রাজনৈতিক দলের প্রার্থী প্রচারের জন্য পা না রাখেন ।

Panchayat Elections 2023
লোয়ার বড়া সিটং গ্রামে বিজেপি সাংসদ রাজু বিস্তা

আর এই পরিস্থিতিকেই ইস্যু করে ময়দানে ফের একবার বিরোধীরা । গ্রামের বাসিন্দারা যাতে শাসকদলের বিরুদ্ধে ভোট দেন, সেই আবেদন জানিয়ে গ্রামে পৌঁছালেন বিজেপি সাংসদ রাজু বিস্তা । আবেদন করলেন, ভোট দিয়ে তাঁদের প্রার্থীকে জিতিয়ে আনলে তিনি দায়িত্ব নিয়ে সেই গ্রামের রাস্তা তৈরি করে দেবেন ।

গত বছর 26 জুন জিটিএ নির্বাচন হয় । জয় লাভ করে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । তিনি সিটং সংসদ থেকে জয় পান । কিন্তু কার্শিয়াং মহকুমার সেই লোয়ার বড়া সিটং একই জায়গায় রয়েছে গিয়েছে বলে অভিযোগ । গ্রামের যাওয়ার একমাত্র মূল রাস্তা কয়েক দশক ধরে বেহাল । জিটিএ-র কাছে একাধিকবার ওই রাস্তা নির্মাণের দাবি জানালেও কাজ হয়নি বলে অভিযোগ । উলটে প্রত্যেক নির্বাচনের আগে মিলেছে খালি প্রতিশ্রুতির বন্যা ।

আরও পড়ুন: দার্জিলিঙে ভোটারদের টাকা বিলি বিজিপিএম প্রার্থীদের ! ভাইরাল ভিডিয়ো দেখে নালিশ কমিশনে

অভিযোগ, গ্রামবাসীদের বোকা বানানো হয়েছে এতদিন । বড়া সিটংয়ের সঙ্গে যুক্ত রয়েছে আরও তিনটি পাহাড়ি গ্রাম । লোক সংখ্যা অন্তত পাঁচ হাজারের বেশি । কিন্তু তাঁদের যাতায়াতের একমাত্র সম্বল ওই এক রাস্তা । ওই মূল রাস্তা দিয়ে নিত্যযাত্রীদের ভোগান্তির শেষ নেই । রাস্তার অবস্থা এতটাই বেহাল যে গাড়ি তো দূর, সাইকেল পর্যন্ত চালানো যায় না । রাস্তা তৈরি না হওয়ায় অগ্যতা পায়ে হেঁটেই যাবতীয় কাজে যাওয়া থেকে বাজার-হাট এমনকী বাড়ি তৈরির জন্য ইট, বালি, পাথর পর্যন্ত কাঁধে বয়ে নিয়ে যেতে হয় স্থানীয়দের । বিপাকে পড়তে হয় পড়ুয়াদের ।

Panchayat Elections 2023
লোয়ার বড়া সিটং গ্রামে বিজেপি সাংসদ রাজু বিস্তা

জিটিএ নির্বাচনের পর গ্রামবাসী ভেবেছিল, এবার অন্তত পরিস্থিতির বদল হবে । তৈরি হবে রাস্তা । কিন্তু রাস্তা না হওয়ায় ফের ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামবাসী । খবর পেয়ে সেখানে ছুটে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা । তিনি পরিস্থিতি দেখে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন । আশ্বাস দেন, পঞ্চায়েত নির্বাচনে জয় পেলে নিজের দায়িত্বে সেই রাস্তা তৈরি করার উদ্যোগ নেবেন ।

রাজু বিস্তা বলেন, "জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনিত থাপার নিজের সংসদ । সেই হিসেবে তো উন্নয়নের বন্যা বয়ে যাওয়া উচিত । কিন্তু তিনি ঠকিয়েছেন । তাই আমি গ্রামবাসীদের আবেদন করলাম ভোট বয়কট করে লাভ নেই । আমাদের ভোট দিন, আমরা দায়িত্ব এই রাস্তা সবার আগে তৈরি করে দেব ।"

আরও পড়ুন: বিরোধী জোটের ইস্তেহার ছিঁড়লেন জিটিএ কর্তা, পালটা থাপ্পড় কষাতে পুরস্কার বিজেপি নেতার

পালটা জিটিএ-র মুখ্য জনসংযোগ আধিকারিক এসপি শর্মা বলেন, "ওঁকে আর রাস্তা তৈরি করতে হবে না । তার জন্য জয় পেতে হবে । আর ওই রাস্তা তৈরির পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে । গ্রামবাসীরা হয়তো সেটা জানেন না । আমরা গ্রামবাসীদের কাছে সেই বার্তা নিয়ে যাব ।"

দার্জিলিং, 6 জুলাই: জিটিএ নির্বাচনের পরেও বদল হয়নি ছবির । ক্ষোভে ফের ভোট বয়কটের ডাক দিল পাহাড়ের এই গ্রাম ।

জিটিএ নির্বাচনের পর পেরিয়ে গিয়েছে প্রায় একটা বছর । কিন্তু তারপরেও পরিস্থিতির বিন্দুমাত্র বদল না হওয়ায় ক্ষোভে ফুঁসছে পাহাড়বাসী । তার উপর ওই সংসদ আবার খোদ জিটিএ-র (গোর্খাল্যান্ড টেরিটোরিয়্যাল অ্যাডমিনিস্ট্রেশন) চিফ এগজিকিউটিভ অনিত থাপার অধীনে । নামে ভিআইপি সংসদ হলেও, তা নামেই থেকেই যাওয়ার অভিযোগ উঠেছে । জিটিএ নির্বাচনের আগে রাস্তার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়েছিল গ্রামবাসী । দীর্ঘ এক বছর কেটে যাওয়ার পরেও রাস্তা তৈরি না হওয়ায় পঞ্চায়েত নির্বাচনও বয়কটের ডাক দিলেন ওই গ্রামের বাসিন্দারা । একই সঙ্গে হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা, গ্রামে যেন কোনও রাজনৈতিক দলের প্রার্থী প্রচারের জন্য পা না রাখেন ।

Panchayat Elections 2023
লোয়ার বড়া সিটং গ্রামে বিজেপি সাংসদ রাজু বিস্তা

আর এই পরিস্থিতিকেই ইস্যু করে ময়দানে ফের একবার বিরোধীরা । গ্রামের বাসিন্দারা যাতে শাসকদলের বিরুদ্ধে ভোট দেন, সেই আবেদন জানিয়ে গ্রামে পৌঁছালেন বিজেপি সাংসদ রাজু বিস্তা । আবেদন করলেন, ভোট দিয়ে তাঁদের প্রার্থীকে জিতিয়ে আনলে তিনি দায়িত্ব নিয়ে সেই গ্রামের রাস্তা তৈরি করে দেবেন ।

গত বছর 26 জুন জিটিএ নির্বাচন হয় । জয় লাভ করে অনিত থাপার ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা । তিনি সিটং সংসদ থেকে জয় পান । কিন্তু কার্শিয়াং মহকুমার সেই লোয়ার বড়া সিটং একই জায়গায় রয়েছে গিয়েছে বলে অভিযোগ । গ্রামের যাওয়ার একমাত্র মূল রাস্তা কয়েক দশক ধরে বেহাল । জিটিএ-র কাছে একাধিকবার ওই রাস্তা নির্মাণের দাবি জানালেও কাজ হয়নি বলে অভিযোগ । উলটে প্রত্যেক নির্বাচনের আগে মিলেছে খালি প্রতিশ্রুতির বন্যা ।

আরও পড়ুন: দার্জিলিঙে ভোটারদের টাকা বিলি বিজিপিএম প্রার্থীদের ! ভাইরাল ভিডিয়ো দেখে নালিশ কমিশনে

অভিযোগ, গ্রামবাসীদের বোকা বানানো হয়েছে এতদিন । বড়া সিটংয়ের সঙ্গে যুক্ত রয়েছে আরও তিনটি পাহাড়ি গ্রাম । লোক সংখ্যা অন্তত পাঁচ হাজারের বেশি । কিন্তু তাঁদের যাতায়াতের একমাত্র সম্বল ওই এক রাস্তা । ওই মূল রাস্তা দিয়ে নিত্যযাত্রীদের ভোগান্তির শেষ নেই । রাস্তার অবস্থা এতটাই বেহাল যে গাড়ি তো দূর, সাইকেল পর্যন্ত চালানো যায় না । রাস্তা তৈরি না হওয়ায় অগ্যতা পায়ে হেঁটেই যাবতীয় কাজে যাওয়া থেকে বাজার-হাট এমনকী বাড়ি তৈরির জন্য ইট, বালি, পাথর পর্যন্ত কাঁধে বয়ে নিয়ে যেতে হয় স্থানীয়দের । বিপাকে পড়তে হয় পড়ুয়াদের ।

Panchayat Elections 2023
লোয়ার বড়া সিটং গ্রামে বিজেপি সাংসদ রাজু বিস্তা

জিটিএ নির্বাচনের পর গ্রামবাসী ভেবেছিল, এবার অন্তত পরিস্থিতির বদল হবে । তৈরি হবে রাস্তা । কিন্তু রাস্তা না হওয়ায় ফের ভোট বয়কটের ডাক দিয়েছে গ্রামবাসী । খবর পেয়ে সেখানে ছুটে যান দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্তা । তিনি পরিস্থিতি দেখে গ্রামবাসীর সঙ্গে কথা বলেন । আশ্বাস দেন, পঞ্চায়েত নির্বাচনে জয় পেলে নিজের দায়িত্বে সেই রাস্তা তৈরি করার উদ্যোগ নেবেন ।

রাজু বিস্তা বলেন, "জিটিএ-র চিফ এগজিকিউটিভ অনিত থাপার নিজের সংসদ । সেই হিসেবে তো উন্নয়নের বন্যা বয়ে যাওয়া উচিত । কিন্তু তিনি ঠকিয়েছেন । তাই আমি গ্রামবাসীদের আবেদন করলাম ভোট বয়কট করে লাভ নেই । আমাদের ভোট দিন, আমরা দায়িত্ব এই রাস্তা সবার আগে তৈরি করে দেব ।"

আরও পড়ুন: বিরোধী জোটের ইস্তেহার ছিঁড়লেন জিটিএ কর্তা, পালটা থাপ্পড় কষাতে পুরস্কার বিজেপি নেতার

পালটা জিটিএ-র মুখ্য জনসংযোগ আধিকারিক এসপি শর্মা বলেন, "ওঁকে আর রাস্তা তৈরি করতে হবে না । তার জন্য জয় পেতে হবে । আর ওই রাস্তা তৈরির পরিকল্পনা ইতিমধ্যে শুরু হয়েছে । গ্রামবাসীরা হয়তো সেটা জানেন না । আমরা গ্রামবাসীদের কাছে সেই বার্তা নিয়ে যাব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.