দার্জিলিং, 15 এপ্রিল : সত্যতা যাচাই না করে বিদেশি পর্যটকদের নিয়ে ভিডিয়ো ভাইরাল করে গুজব ছড়ানোর অভিযোগ দার্জিলিঙে ৷ এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷
বুধবার সকাল থেকেই একটি ভিডিয়ো ভাইরাল হয় । তাতে বলা হয় হরিয়ানার নম্বরের একটি বাসে করে বেশ কয়েকজন বিদেশি পর্যটককে ভোরের দিকে দার্জিলিঙে নিয়ে আসা হয়েছে ৷ বিশ্বজুড়ে কোরোনা আতঙ্ক । সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে লকডাউন চলছে । এর মধ্যে বিদেশি পর্যটকদের দার্জিলিঙে বাসে করে আসার খবরের সত্যতা যাচাই না করে ভিডিয়ো ভাইরাল করার অভিযোগ ওঠে ৷ বিভ্রান্তি ছড়িয়ে পড়ে । এই পরিস্থিতিতে জেলা পুলিশ তৎপর হয় । পুলিশের তরফে তড়িঘড়ি সাংবাদিকদের ডেকে জানিয়ে দেওয়া হয় ভাইরাল হওয়া ভিডিয়োটি ভুয়ো । যে বাসটি আজ দার্জিলিঙে এসেছে তাতে কোনও বিদেশি পর্যটককে আনা হয়নি । আসলে লকডাউনে আটকে পড়া কয়েকজন বিদেশি পর্যটককে দেশে ফেরাতেই সরকারি নির্দেশে ওই বাসটি আজ দার্জিলিং-এ আসে ।
পর্যটক ভিসা নিয়ে দীর্ঘদিন ধরে দার্জিলিঙে বিদেশি পর্যটকরা আটকে আছেন ৷ দেশে ফেরানোর জন্য ওই বাসের ব্যবস্থা হয়েছে । তবে এই ভিডিয়ো ভাইরালের সঙ্গে যে বা যারা যুক্ত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করা হবে ৷ পুলিশের তরফ থেকে জানানো হয়েছিল এমনই ৷ এর কয়েক ঘণ্টা পরেই দার্জিলিং সদর থানার ইনসপ্পেক্টর ইনচার্জ টি এস নাথ জানান , ওই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে । তার বিরুদ্ধে ডিজ়াস্টার ম্যানেজমেন্ট ও তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের হয়েছে । এই মামলায় দোষী প্রমাণিত হলে এক থেকে তিন বছর পর্যন্ত জেল হতে পারে ।